You are viewing a single comment's thread from:

RE: Prize distribution among hangout winners (হ্যাংআউট বিজয়ীদের অভিনন্দন)

in Incredible India16 days ago

প্রয়োজন কখনোই প্রিয়জন হতে পারে না, লেখায় বিকৃত করে শব্দের ব্যবহার পড়েছি, কিন্তু সেটা একেবারেই অযৌক্তিক, আমরা কখনও নিজেদেরকে উন্নত করতে কি করা উচিত সেটা নিয়ে ভবি না! আমাদের ভাবনা কেবলমাত্র অন্যের ত্রুটি আর খুঁত খোজায় ব্যয় হয় অধিক! অপ্রিয় সত্য!

  • এটা একেবারেই ঠিক প্রিয়জন কখনোই প্রয়োজন বা লাভ লোকসানের হিসাব কষে না। সর্বদাই চেষ্টা করে তার প্রিয় মানুষগুলোর পাশে থাকার। একটা পরিবারের মধ্যে টিকে থাকতে হলে, অবশ্যই ভালো মন্দ সবকিছুই দেখতে হবে।

  • বর্তমান সময়ে অনেকটা ব্যস্ততার কারণেই সবকিছু এলোমেলো হয়ে গেছে। তবে ইনশাল্লাহ অবশ্যই আবারো যদি টিউটোরিয়াল এবং হ্যাংআউট অনুষ্ঠিত হয়, অংশগ্রহণ করার চেষ্টা করব। কেননা এটা আমাদের জন্য খুবই প্রয়োজন। যারা বিজয়ী হয়েছেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।