Better Life with Steem|| The Diary Game||29 June 2024

in Incredible India4 days ago
Picsart_24-06-30_17-35-51-178.jpg

বন্ধুরা বর্তমান সময়ে রাতে ঘুমাতে বেশ দেরি হয় যার ফলে সকালে উঠতে ও দেরি হয়ে থাকে। গতকালকে ঘুম থেকে উঠেছিলাম প্রায় দশটার দিকে আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে রুমে কিছু সময় বসে থাকে একটু বাইরে বের হয়।

IMG_20240629_173004.jpg

আর বাহিরে বের হয়ে দেখি আকাশ একদম মেঘলা মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। ঈদের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে মাঝে কয়েক দিন ভালো গেলেও আবারো এই বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে আর থামবে না। কিছু সময় বাইরে কাটিয়ে বাসায় আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে যায়। রাতে বৃষ্টি না হলেও দিনের বেলা প্রতিদিনই বৃষ্টি হচ্ছে।। আর এই বৃষ্টি দেখতে দেখতে বৃষ্টির প্রতি অনীহা চলে আসছে। সবকিছুই সৃষ্টিকর্তার মাধ্যমে ঘটে থাকে, তাই আমাদের দেখা ছাড়া কোন কিছু করার নেই।।

IMG_20240629_173136.jpg

যাইহোক তার কিছু সময় পরেই বৃষ্টি থেমে যায় পরে প্রতিদিনের মতোই দুপুরে গোসল করে নেয়। আর গোসল করা হলে কিছু সময় বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি। বর্তমান সময়ে বাসায় তেমন কাজ নেই তাই সারাদিন শুয়ে বসে দিনপার হয়।

IMG_20240629_173314.jpg

পরে বাইরে থেকে এসে দুপুরের খাবার খেয়ে বোনের সাথে বসে কিছু সময় গল্প করি, আলহামদুলিল্লাহ বোন এখন অনেকটাই সুস্থ আছে। তার কিছু সময় পরেই প্রতিদিনের মতো দুপুরে ঘুমিয়ে যায়। বর্তমানে আবহাওয়া ঠান্ডা তাই দুপুরে শুয়ে পড়লেই ঘুম চলে আসে। আর আগে থেকেই একটা অভ্যাস আছে দুপুরে ঘুমানো। অনেক সময় ব্যস্ততার জন্য ঘুমানো হয় না কিন্তু চেষ্টা করি প্রতিদিনই একটু হলেও দুপুরে ঘুমাতে।

IMG_20240629_173217.jpg
IMG_20240629_173203.jpg

পরে বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাইরে যাই। আর আমার একটা ফুফাতো ভাই এসেছে পরে সে আমাকে ডাকতে ছিল। তাই আমি একটু ছাদে উঠি আর ফুফাতো ভাইয়ের সাথে কিছুক্ষণ দুষ্টামি করি। ও ঢাকায় থাকে ঈদের মধ্যে এসেছে এখনো যায়নি আরো কিছুদিন থাকবে হয়তো। আর আমার চাচাতো ভাই ও ছাদে ছিল পরে তিনজনে মিলে অনেকক্ষণ গল্প করি।

আমার ফুফাতো ভাইয়ের মা বাবা ও ঢাকা থাকে আরও ছোট থেকে ঢাকাতে বড় হয়েছে। আর এখন গ্রামে আসলে আর যেতে চায় না, ওর কাছে মনে হয় শহরের চাইতে গ্রাম অনেক ভালো। যাইহোক পরে সেখান থেকে বাসায় চলে আসি আর বাসায় এসে কিছু সময় শুয়ে থেকে ফোন দেখি।

IMG_20240629_173241.jpg

তার একটু পরে, বোন দেখি ডাকতেছে পরে ওর কাছে যায় আর যেয়ে দেখি লটকন খাচ্ছে। পরে আমিও বসে বোনের সাথে লটকন খাই। অনেকদিন পর লটকন খাচ্ছি, ভালোই লাগতে ছিল খেতে। আমাদের বাসায় একটা লটকন গাছ ছিল কিন্তু হঠাৎ করে গাছটা মারা যায়। তাই এখন বাজার থেকে কিনে খেতে হয়।

তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Sort:  
 4 days ago 

আসলে এখন প্রতিদিনই টুকটাক করে বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু তাই বলেছে অতিরিক্ত হলে আবার আমার কাছে ভালো লাগে না। যাইহোক আজকে আপনার সারাদিনের কাজকর্ম বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে,
এবং আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

 4 days ago 

অতিরিক্ত কোনো কিছুই ভালো না সেটা বৃষ্টি হোক বা অন্য কিছু।। আপনাদের ওখানে ও টিপটিপ বৃষ্টি হয় আর সেটা আপনার কাছে ভালো লাগে।। আসলে টিপ টিপ বৃষ্টি ভালো লাগে কিন্তু অতিরিক্ত না।।

Loading...
 3 days ago 

আপনার বোনের দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি সৃষ্টিকর্তা তাড়াতাড়ি তাকে সুস্থ করে তুলবেন। বৃষ্টি ভালো লাগে তবে একটানা অনেক দিন বৃষ্টি বিরক্তিকর লাগে।
গ্রামে বাড়িতে তো মাটি কাদা হয় আর ঢাকা শহরে রাস্তাঘাট পানিতে থৈ থৈ করে। তখন বাহিরে বের হওয়া অনেক কঠিন হয়ে যায়।
আমি একটা বিষয় বুঝলাম না আপনি সকাল দশটায় ঘুম থেকে উঠলেন আবার কিভাবে দুপুর বেলা ঘুমালে ? তবে তো আপনি ভালই ঘুমাতে পারেন। আপনাকে ঘুম কাতুরে করে বলা যায় ।”কিছু মনে করবেন না এমনি মজারঝলে বললাম”।
যারা শহরে থাকে তাদের চার দেয়ালের শহর থেকে গ্রামের মুক্ত পরিবেশ অনেক ভালো লাগে তাইতো তারা শহর থেকে গ্রামে আসলে আর শহরে ফিরে আসতে মন চায় না ।লটকন ফলের ছবিটি অসাধারণ হয়েছে ।আপনার সুন্দরতম একটি দিন আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা রইল ।

 2 days ago 

রাতে দেরি করে ঘুমানো হয় আর এই জন্য সকালে উটতে দেরি হয়। এছাড়া প্রতিদিনই দুপুরে ঘুমানো হয় দিদি। বর্তমান সময়ে বাসায় তেমন কাজ নেই তাই দুপুরে খাওয়া-দাওয়া করার পর রুমে এসে শুলেই ঘুম চলে আসে। আর দিনের বেলা ঘুমাতে আমার বেশ ভালোই লাগে।

 3 days ago 

একদম ঠিক বলেছেন ঈদের পর থেকে মোটামুটি বৃষ্টি হচ্ছে, আর আবহাওয়া বেশ ঠান্ডা। আসলে কাজ না থাকলে ঘুমিয়ে কাটানো ছাড়া আর কিছুই করার থাকে না। আপনারা বেশ কয়েকদিন আগে অনেক কাজ করেছেন। যার কারণে এখনো রেস্ট করছেন, আপনার বোন বর্তমান সময়ে ভালো আছে জানতে পেরে ভালো লাগলো। আশা করি অনেক খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। লটকন আপনি যদি লবণ মরিচ মাখিয়ে খান খেতে কিন্তু বেশ ভালই লাগে। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 2 days ago 

এটা একদম সঠিক বলেছেন কাজ না থাকলে ঘুমিয়ে কাটানো ছাড়া আর কিছু করা থাকে না।। আর হ্যাঁ কিছুদিন আগে বেশ বাসায় কাজ ছিল তাই এখন বসে বসে দিন পার করছি।। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

 2 days ago 

এজন্যই হয়তোবা বলা হয়ে থাকে কিছুদিন পরিশ্রম করলে, পরবর্তী দিনগুলো ভালোভাবে কাটানো যায়।আপনাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। বেশ কিছুদিন আগে নিজেদের বিভিন্ন ধরনের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিন কাটিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে একটু আরাম আয়েশ করে দিন কাটাচ্ছেন নিজের পরিবারকে সাথে নিয়ে। আশা করি এভাবেই ভাল থাকবেন সবসময়। পরিশ্রম করলে তার ফল ভালো হয় এর থেকেই বোঝা যায়।

 yesterday 

আমাদের বাসায় কাজ মৌসুম অনুযায়ী আর মৌসুম শেষ হলেই কাজের কোন প্রেসার থাকে না।। বর্তমানে বাসায় কোন কাজের ঝামেলা নেই তাই আরাম আয়েশ করে দিন পার করছি।।

 3 days ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য। আপনার পোস্টে পড়ে আমার একান্তই অনেক ভালো লেগেছে। তাই আপনাকে অনুরোধ করব আমাদেরকে প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর পোস্ট উপহার করার জন্য। যাতে করে আমরা আপনার পোস্ট থেকে কিছু শিখতে পারি। ধন্যবাদ।

 2 days ago 

আমার পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো।। আর আপনিও প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকবেন সবাই তাহলে আমরা অনেক খুশি হব।।

 3 days ago 

আপনার পোস্টটি পড়ে ভাল লাগলো। সত্য কথা বলতে আমাদের সিলেট অঞ্চলে কিছুদিন যাবত ধরে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সিলেটের কয়েকটি অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। বন্যায় প্লাবিত অঞ্চলের মানুষ এখন কষ্টে দিন যাপন করছে।সৃষ্টিকর্তা তাদের সহায় হোক। তাই বৃষ্টি বলেন আর যাই বলেন অতিরিক্ত কোন কিছুই ভালো না।

লটকন আমার খুব প্রিয় ফল। বাজারে চোখের সামনে লটকন দেখলে আমি কিনে নিয়ে যাই বাসায়। যাই হোক আপনার সারাদিনের কার্যক্রম এত সুন্দর করে লিখে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

বন্যায় প্লাবিত মানুষজন সত্যিই অনেক বেশি কষ্ট করে থাকে ।। আমার এখনো মনে আছে ২০১৭ সালে বিশাল বন্যা হয়েছিল আর তখন আমাদের বাসায় পানি উঠে গেছে সেই দিনটা মনে হলে আজও কষ্ট লাগে।। অনেক মানুষের গৃহপালিত পশু বন্যায় মারা গেছে।।