পুষ্পা ২ || মুভি রিভিউ

in Incredible India5 days ago (edited)

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।

২২শে ডিসেম্বর , রবিবার।



হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি আমার দেখা একটি মুভি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করি আমার এই মুভির রিভিউ টি আপনাদের কাছে ভালো লাগবে।


image.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


📋 কিছু তথ্য


পরিচালকসুকুমার
গল্প লেখকসুকুমার ও শ্রীকান্ত ভিসা
প্রোডাকশননবীন ইয়েরনেনি, ইয়ালামঞ্চিলি রবিশঙ্কর
অভিনয়েআল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না, ফাহাদ ফাসিল, জগপতি বাবু, সুনীল, রাও রমেশ, অনসূয়া ভরদ্বাজ, অজয়, মাইম গোপী
মুক্তির তারিখ৫ ডিসেম্বর ২০২৪
চলমান সময়৩ ঘন্টা ২০ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি


রিভিউ



আমার দেখা এ সপ্তাহে সবচেয়ে আলোড়ন জাগানো যে মুভিটি তালিকায় ছিল সেটি হচ্ছে এই মুভি, পুষ্পা ১ মুভিটি যারা দেখেছে তারা মোটামুটি এই গল্পের ৫০% আগে থেকেই জানে, বাকি ৫০% নতুনভাবে ফিল করানোর জন্য আপনাকে অবশ্যই এই মুভিটা দেখতে হবে। প্রথম ভাগে পুষ্পাকে দেখানো হয়েছে শুধুমাত্র জঙ্গলে, সে তার ভাগ্য পাগলামি এগুলো দিয়ে জঙ্গলে রাজত্ব করেছে, এখন পুষ্পা শুধুমাত্র জঙ্গলে নয় তিনি এখন ইন্টারন্যাশনাল খেলোয়াড়। সে এখন দেশের বাহিরেও তার প্রভাব বিস্তার করছে এখন সে সবকিছু ধরাছোঁয়ার বাইরে।


Screenshot_1.png

Screenshot_2.png

Screenshot_3.png


KGF এর মত এই মুভিটাও দ্বিতীয় পার্টে মানুষকে ততটাই আকর্ষণ ফিল করাবে বলে আমি মনে করি। মোটামুটি সব জায়গাতেই এখন এই মুভিটার নাম শোনা যাচ্ছে, প্রথমবার ছিল তিন ঘন্টার এবার সময়সীমা বাড়িয়ে আরো বিশ মিনিট যুক্ত করা হয়েছে। তুলনামূলকভাবে মুভিটা অনেক দীর্ঘ সময়, অডিয়েন্স কি বিরক্ত হবে? আমি বলবো না, মুভিটা দেখতে খুব বেশি চিন্তা করতে হবে না খুব সহজেই স্কিন প্লে হয়ে যাবে আপনার সামনে, গল্পগুলো সময় নিয়ে আস্তে আস্তে মৃদু ভাবে এগোতে থাকবে।


Screenshot_4.png

Screenshot_5.png

Screenshot_6.png


দ্বিতীয় পার্টি তিনি যেই পরিমান লুক পরিবর্তন করেছে এটা পুষ্পার কাছেও একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, কিন্তু অডিয়েন্স তার এই লুকটা ও চমৎকারভাবে গ্রহণ করেছে , বিশেষ করে শাড়ি পড়ে যে অ্যাকশন ফাইটগুলো হয়েছিল যেটা টেইলারে দেখা গেছে মুভির মধ্যে সেটা আরো বেশ কয়েক গুণ বেশি রোমাঞ্চকর।


Screenshot_7.png

Screenshot_8.png

Screenshot_9.png


পুষ্পাকে দ্বিতীয় পার্টে হিরো বলবো নাকি ভিলেন এটা ঠিক ভেবে পাচ্ছি না, কিন্তু এইবার তার সাথে যে ভিলেন গুলো দাঁড়িয়েছে তারা প্রত্যেকে আরো স্ট্রং হয়ে ফিরে এসেছে যেমন ফাহাদ ফাসিল, তিনি প্রথম পার্টে খুব কম সময়ে স্ক্রিনের সামনে আসলেও দ্বিতীয় পার্টে তিনি আরো বেশি পাওয়ারফুল হয়ে সামনে এসেছেন, এখন মনে হচ্ছে হিরো এবং ভিলেন দুজনেই একই শক্তি নিয়ে ফিরে এসেছে, সেই সাথে প্রথম অংশে যারা যারা ভিলেন ছিল তারা প্রত্যেকেই আরো হিংস্র হয়ে ফিরে এসেছে পরবর্তী অংশে।


Screenshot_12.png

Screenshot_10.png

Screenshot_11.png


মুভির মধ্যে হিরোইন রশ্মিকা তাকেও বেশ স্ট্রং ভাবে গল্পে ফুটিয়ে তোলা হয়েছে, যতগুলো একটার এখানে অভিনয় করেছে প্রত্যেকেই যেন প্রত্যেক ক্যারেক্টারে একদম ফুটে উঠেছে প্রত্যেকেই তাদের নিজ নিজ চরিত্র চমৎকারভাবে উপস্থাপন করেছে, এখানে ডিরেক্টর যেমনটা চেয়েছে আমি মনে করি প্রত্যেকে ঠিক তেমনটাই দিতে পেরেছে তাই এরকম চমৎকার একটা মুভি তৈরি হয়েছে।


Screenshot_13.png

Screenshot_14.png


সব ভালো দিকের মধ্যেও একটা দিকে একটু কিঞ্চিৎ কম মনে হয়েছে আমার সেটা হচ্ছে গানে, মুভির প্রথম পার্টে যে গানগুলো ছিল মোটামুটি সবগুলোই সুপারহিট হয়েছে, দ্বিতীয় অংশেও তার থেকে বেশি করা যেতে পারত, তবে সব ফোকাস গল্পে এবং একশন এর দিকেই দেয়া হয়েছে।


Screenshot_15.png

Screenshot_16.png

স্ক্রিনশট নেওয়া হয়েছে


মুভিটা বেশ বড় একটা বাজেট নিয়ে তৈরি করা হয়েছে, এবং বক্স অফিসেও দুর্দান্ত একটা কালেকশন করেছে, মুভির মধ্যে যেমন ছিল গল্প, ঠিক তেমনি ছিল অ্যাকশন, রোমান্স, ইমোশন ইত্যাদি সবকিছুর একটা কম্বিনেশন ছিল এই মুভির মধ্যে।

নিঃসন্দেহে বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে আপনি দেখতে পারেন এই মুভিটি, তবে হ্যাঁ যতটুকু শুনেছি অনেকগুলো সিন কেটে দেয়া হয়েছে, সেগুলোর মধ্যে অনেক পরিমাণ রক্তাক্ত ছিল, তাই বলে যে এখন রক্তাক্ত নেই এমনটা নয় এই একটা ওয়ার্নিং থাকলো প্রচুর মারামারি কাটাকাটি এগুলো রয়েছে। তবে আশা করি তিন ঘন্টা বিশ মিনিট অনায়াসেই কেটে যাবে পুষ্পা পার্ট ২ এই মুভিটার সাথে।



আমি এতটুকুই বলবো প্রথম অংশ দেখে অডিয়েন্স দ্বিতীয় অংশে যতটুকু আশা করেছে অতটুকু ফুল ফিল করতে পেরেছে পুষ্পা২ কেননা সবকিছুই দ্বিগুণ হয়ে ফিরে এসেছে। যেমন ছিল হিরো তার বিপরীতে প্রত্যেকটা ভিলেনও ছিল দুর্দান্ত, কারো থেকে কেউ কম ছিল না। একই মুভির মধ্যে চমৎকার গল্প, চমৎকার অভিনয়, অ্যাকশন, রোমান্স ইত্যাদি সবকিছুর একটা কম্বিনেশন পাওয়া যাবে এই মুভির মধ্যে সর্বোপরি আমার কাছে মুভিটা খুবই ভালো লেগেছে।আমি এই মুভিকে ৯,৫/১০ নাম্বার দিবো।

টেইলার ভিডিও


মুভির টেইলার ভিডিওটা দেয়া হল, টেইলার ভিডিও থেকেই বোঝা যাচ্ছে মুভিটা কতটা ইন্টারেস্টিং।



image.png

115.png