আলহামদুলিল্লাহ আমার প্রথম বাইক
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
১লা জানুয়ারি , বুধবার।
হ্যালো ইনক্রেটেবল ইন্ডিয়াবাসী। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।
এই পোস্টটা যখন লিখতে বসছি তখন আমার খুবই ভালো লাগছে, একটা ছেলের একদম ছোট থেকে একটা স্বপ্ন থাকে সে বড় হয়ে একটা মোটরসাইকেল কিনবে এবং সেই ছোট থেকেই সাইকেল চালায় তার মনের শখটা পূরণ করার জন্য। অনেকের নিজের সাইকেল থাকে কেউবা ছোটবেলায় স্কুল ফাঁকি দিয়ে সাইকেল ভাড়া করে ও নিজের শখ মিটানোর চেষ্টা করতে এরকম বহু গল্প ছেলে মানুষের জীবনে খুঁজে পাওয়া যাবে।
সাইকেলের সাথে ছোটবেলার স্মৃতি নেই এরকম ছেলে মানুষ খুব কমই পাওয়া যাবে, আমিও তার ব্যতিক্রম নয় অনেক ছোট থেকেই আমার সাইকেল মোটরসাইকেল এগুলোর প্রতি খুবই আকর্ষণ ছিল। ছোটবেলা বায়না ধরতাম সাইকেল কিনে দেয়ার জন্য তখন আমাকে সারাদিনের জন্য সাইকেল ভাড়া নিয়ে দেয়া হতো, কিন্তু আমি এতই ছোট ছিলাম আমি জানাতে পারতাম না, কেউ একজন চালাতো আমি তার পেছনে বসে থাকতাম এটাই ছিল আমার ওই দিনের সব থেকে ভালো স্মৃতি।
আমার বাসায় সাইকেল মোটরসাইকেল গাড়ি ইত্যাদি কিছুই পছন্দ করেনা, সবাই ভাবে এগুলো জানালে এক্সিডেন্ট করে হাত-পা ভেঙে যাবে। লুকিয়ে লুকিয়ে ড্রাইভিং লাইসেন্স করে ফেলেছিলাম সরকারিভাবে তারপর বাসায় জানিয়েছিলাম। বন্ধুদের সবার মোটরসাইকেল ছিল এবং আমিও খুব মোটর সাইকেলের অভাব অনুভব করছিলাম। যেহেতু ভার্সিটি শেষ অনেকটা সময় আছে আমার কাছে, এবং কিছু একটা করার চিন্তা ভাবনা করছি।
অনেকদিন ধরেই একটু একটু ডিপ্রেশন কিংবা বোরিং লাইফ লিড করছি, নতুন করে আবার শুরু করব এই মনের শক্তিটা পাচ্ছিলাম না। তাই ভাবলাম একটা কাজ করি এবং মনের একটা শখ পূরণ করি যেন আমি আবার নতুন ভাবে সবকিছু শুরু করতে পারি।
তাই বাসায় না জানিয়ে আমি একটা বাইক কিনে ফেলি, একটা খুবই ছোট তুলনামূলকভাবে। যেহেতু আমি নতুন তেমন পারিনা এবং বাসায়ও মোটরসাইকেল পছন্দ করেনা তাই ভাবলাম ছোট একটা কিনে আপাতত বাসায় পরিচিতি করাই। তাই বাজেটের মধ্যে কয়েকদিন ধরেই গাড়ি দেখতে ছিলাম।
আমার পোস্টটা এমন হতে পারতো steemit থেকে প্রাপ্তি, এই চমৎকার প্লাটফর্মে কাজ করে আমি আমার অনেক শখ পূরণ করতে পেরেছি। তাই এই প্লাটফর্মের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা রয়েছে।
আমি গাড়ি ছোট হোক কিংবা বড় এর মেনটেন্যান্ট কোস্ট ইত্যাদি অনেক ধরনের খরচ থাকে, গাড়ি কেনা, নাম ট্রান্সফার, ট্যাক্স টোকেন, সার্ভিসিং এটাতে বহু ধরনের খরচ বহন করতে হয় একজন বাইকার ভাইদের, যাইহোক মনের একটা শখ পূরণ করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ, মহান সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞ। খানিকটা হলেও মন ভালো হয়েছে নিজের একটা শখ পূরণ করতে পেরে।
নতুন বছরে নিজের পুরনো একটা শখ বাস্তবায়ন করতে পেরেছি তাও নিজের টাকায়, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। আমার এই বয়সে অনেক মানুষই ফ্যামিলির কাছে জোর করে অনেক দামী দামী বাইক কিনে, এখানে নিজের জমানো টাকা নিজের কষ্টের টাকা দিয়ে শান্তির মধ্যে ছোট্ট একটা গাড়িতেই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
জেনে খুব ভালো লাগলো, আপনি বাইক কিনেছেন এটা খুব একটা খুশির বিষয়। প্রতিটা ছেলেরই স্বপ্ন থাকে একটা বাইকের জন্য, আমারও ছোট সময় একটা সাইকেল ছিল, এই সাইকেলটা আমি আমার পরিবারের কাছ থেকে অনেক কান্নাকাটি করে পেয়েছিলাম। আমাকে কিনে দিতে চায় নাই, এই সাইকেলের জন্য আমি স্কুলে যেতাম না, আপনার বাইকটি দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আনন্দ মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আমিও ছোটবেলা অনেক চেয়েছিলাম কিন্তু আমাকে কিনে দেয়া হয়নি, এরপর বুঝতে পারলাম বৃথা চেষ্টা করে লাভ নেই, তাই বড় হয়ে নিজেই নিজের ইচ্ছেটা পূরণ করে ফেললাম। তবে সাইকেল নিয়ে অনেক স্মৃতি আমারও রয়েছে খুব ভালো লাগলো আপনার মন্তব্য দেখে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
দাদা আপনাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। এবং অনেক অনেক অভিনন্দন রইল নতুন মোটরসাইকেল কেনার জন্য। মোটরসাইকেল প্রতিটা ছেলেরই একটা ইমোশন। আপনার মোটরসাইকেলটা অনেক সুন্দর হয়েছে। সাবধানে ড্রাইভ করবেন। আমার নিজের অনেক ইচ্ছা আছে মোটরসাইকেল কেনার। তবে আপনার মত যখন নিজে উপার্জন করব তখন।
ভালো থাকবেন দাদা। নতুন বছর আপনার ভালো কাটুক।
আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো লাগলো আপনি নিজেও উপার্জন করে আপনার শখ পূরণ করতে চান। আমি এটাকে সবসময় সম্মানের চোখে দেখি। দোয়া করি আপনি যেন আপনার মনের আশাটা পূরণ করতে পারেন।
আসলে যখন থেকে আমি বুঝতে শিখেছি, তখন থেকে এই জিনিসটা বেশ ভালোভাবেই অনুধাবন করেছি। বর্তমান সময়ে বা এর আগে ছেলেদের সবচাইতে শখের একটা বিষয় হচ্ছে মটর বাইক। যেটা তারা অনেক বেশি ছেলেরা পছন্দ করে মোটর সাইকেল যদিও বর্তমান সময়ে অনেক বেশি অ্যাক্সিডেন্ট ঘটছে। যার কারণে পরিবার থেকে আপনাকে এ বিষয়টা থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
নিজে ডিপ্রেশনে থাকার কারণে নিজের ইচ্ছেটা কে পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। আসলে ডিপ্রেশন মানুষের জীবনের সবচাইতে জঘন্য একটা রোগ। যেই রোগে মানুষ যদি একবার আক্রান্ত হয় সেখান থেকে মানুষ খুব সহজে বের হতে পারে না এবং নিজের জীবনটাকে সহজে সাজাতে ও পারেনা।
তবে আপনার এই বুদ্ধিটা কে আমি অবশ্যই প্রাধান্য দেব। কেননা আপনি ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য নিজের শখ পূরণ করেছেন। এখন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার মাধ্যমে এবং নিজের শখ যেহেতু পূরণ হয়েছে একটু হলেও আপনি ডিপ্রেশন থেকে বের হতে পারবেন। তবে একটা কথা বলি একটা বিষয়কে ঘিরে যদি আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যান। এটা আপনার বোকামি। কেননা আপনার এখনো সারা জীবন পড়ে আছে, আপনার জীবনের সাথে যা কিছু হয়ে যাক না কেন? সেটাকে ভুলে গিয়ে নতুন করে বেঁচে থাকার চেষ্টা করুন। আপনার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আপনাকেই ঝাঁপিয়ে পড়তে হবে। এগিয়ে যান অবশ্যই নতুন কিছু হবে নতুন উদ্যমে নতুন সূচনায়।
আপনার মন্তব্য দেখে বুঝতে পারলাম আপনি পুঙ্খানুপুঙ্খভাবে আমার পোস্ট সম্পূর্ণটাই পড়েছেন, এজন্য খুব ভালো লাগলো এবং তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ফ্যামিলিতেও এরকম খানিকটা ভয় পাওয়ার কারণেই ড্রাইভিং জিনিসটা পছন্দ করে না। চেষ্টা করব সাবধানে থাকার জন্য সৃষ্টিকর্তা যেন কোন দুর্ঘটনা সম্মুখীন না কারন এই প্রার্থনা থাকবে, আমার জন্য দোয়া করবেন।
বর্তমান সময়ে বাইক দুর্ঘটনার কারণে অনেক সমস্যা হচ্ছে আমাদের গ্রামের মধ্যেই বেশ কিছুদিন আগে একটা ছেলে বাইকে দুর্ঘটনার কারণে তার মাথা একেবারে ফেটে রাস্তার মধ্যে ছড়িয়ে পড়েছে এটা দেখে আমি নিজেও বেশি ভয় পাই আর এই ড্রাইভিং আমি নিজেও অনেক বেশি এড়িয়ে চলার চেষ্টা করি তাই আপনাকেও অনুরোধ করবো যতটুকু সম্ভব সাবধানতা অবলম্বন করবেন।