শীতের সকালে নিজের হাতে পিঠা বানালাম।

in Incredible India2 days ago

আসসালামু আলাইকুম

  • কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে আসলাম নতুন একটি গল্প নিয়ে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে।

আজকে আমার অনেক ভোরে ঘুম ভেঙ্গে গেল। এই শীতের সকালে যখন সূর্যের সোনালী রশ্মি জানালা দিয়ে আসছিল এবং বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছিল, আমি আর আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে বাচ্চাটাকে নিয়ে রান্নাঘরে বসেছিলাম। আমার মনে পড়লো, এই সময়টা সবচেয়ে সুন্দর যখন একসাথে কিছু নতুন করে তৈরি করা যায়।

IMG_20241117_190212.jpg

আজকের দিনটা আমার কাছে বিশেষ দিন মনে হচ্ছে। কারণটা হচ্ছে এত সকালে আমার হাজবেন্ড ও আমার মেয়ে রান্না ঘরে এসে বসেছে। এরকমটা আসলে কখনো হয় না কিন্তু আজ এরকমটা হওয়ার কারণে আমার কাছে দিনটা বিশেষ দিন মনে হচ্ছে।

ভাবলাম এই বিশেষ দিন টা আরো বেশি স্মরণীয় করে রাখতে কি রান্না করা যায়,, হঠাৎ মাথায় আসলো আজ আমি পিঠা বানাবো। শীতের সকালে মিষ্টি পিঠা বানালে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ আমি পিঠা বানানোর জন্য মন স্থির করলাম।

IMG_20241117_185949.jpg

পিঠা বানানো যেমন পরিবারের জন্য আনন্দ ঠিক সেরকম আমার মেয়েটাও দেখে কিছু একটা শিখবে। এখন তো আমার মেয়ের শেখার বয়স। এজন্য দেরি না করেই আমি শুরু করলাম পিঠা বানানোর কাজ। আমি প্রথমেই খুব সুন্দর ভাবে পিঠা বানানোর জন্য কি কি উপকরণ লাগে সেগুলো যোগাড় করলাম।

আমার মুখে পিঠার কথা শুনে আমার হাসবেন্ড অনেক খুশি হল। একদিকে একটু বিরক্ত হলো কারণ এত ছোট বাচ্চা নিয়ে পিঠা বানানো অনেকটা ঝামেলার ব্যাপার। কিন্তু সে বিরক্তি প্রকাশ করল না কারণ সে জানত যে আমার রান্নার প্রতি অদ্ভুত ভালোবাসা রয়েছে। হাসবেন্ড বাচ্চাকে নিয়ে পাশের ঘরে চলে গেল এবং তাকে নিয়ে খেলার জন্য কিছু খেলনা দিল।

IMG_20241117_185737.jpg

আমি খুব মনের আনন্দে রেসিপি অনুসরণ না করেই চালিয়ে গেলাম।ময়দার আটা একটু সামান্য পরিমাণ চালের গুড়া চিনি নারিকেল পিঠা বানানোর জন্য নারিকেল কুচি এইসব উপকরণ নিয়েই শুরু করলাম। প্রথমে জামাই-সোহাগী পিঠা বানানোর জন্য প্রথমে ময়দা নিলাম ময়দার ভিতর এক চিমটি লবণ ও পরিমাণ মতো চিনি দিলাম। উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে নরমাল পানি দিয়ে গুলিয়ে নিলাম।

এরপর কড়াইয়ে তেল দিয়ে আমি আমার ছাচটি ভালোভাবে গরম করে পিঠাগুলো বানিয়ে নিলাম।এরপর একে একে নারিকেল পিঠা ও তেলে ভাজা পিঠা তৈরি করলাম।এর মাঝে আমার হাজবেন্ড আমাকে সাহায্য করেছে। আমরা একসাথে পিঠা বানাচ্ছিলাম আর এই মুহূর্তে মনে হচ্ছিল পুরো বাসাটি একটা উষ্ণ ভালবাসার পরিবেশে ভরে গেছে। মিষ্টি মিষ্টি গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছিল।

IMG_20241117_185817.jpg

আমার মেয়েটার হাত দুটি খুব কৌতুহল নিয়ে আমার কাছে বানানো পিঠার পাত্রের দিকে এগিয়ে দিল। আমি হাতটা নিজের কাছে সরিয়ে নিয়ে বললাম আমি তোমাকে খাওয়াচ্ছি। দিলাম না কারণ পিঠাগুলো অনেক গরম ছিল।পিঠা তৈরি হয়ে যাওয়ার পর আমরা একসাথে বসে খেতে শুরু করলাম। পিঠাগুলো গরম গরম মিষ্টি ও সুগন্ধি ছিল।আমার ছোট্ট মেয়েটা খুশি হয়ে একে একে তার ছোট্ট হাত দিয়ে পিঠা খাচ্ছিল, তার হাসি দেখে মনে হচ্ছিল যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি।

IMG_20241117_180014.jpg

আমার হাজবেন্ড ও প্রথম পিঠা খেয়ে মুখে এক মিষ্টি হাসি নিয়ে বলল এটাই তো সবচেয়ে ভালো পিঠা,, কেননা এটা আমাদের পরিবারের তৈরি। আজকে এই শীতের সকালে আমাদের পরিবারের মধ্য যতটুকু ভালোবাসা ছিল তা যেন পিঠার প্রতিটি কামড়ে ফুটে উঠছিল। একসাথে রান্না একসাথে খাওয়া এটা ছিল আমাদের জন্য,শুধু একটি খাবারের প্রস্তুতি নয় বরং একেকটি মুহূর্তের আবেগের প্রতিফলন। আর সেই পিঠা শুধু আমাদের ক্ষুধা মিটাইনি বরং আমাদের ভালোবাসা সম্পর্কের মধুরতা বাড়িয়ে দিয়েছে।

  • যাইহোক আজ আর লিখতে চাই না আজ এই পর্যন্তই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Sort:  
Loading...
 2 days ago 

শীতকাল পরতে না পরতেই আপনার পোস্টে পিঠের ছবি চোখে পড়ল। এই ধরনের ভাজা পিঠে খেতে আমার বেশ ভালোই লাগে। তবে পাটিসাপটা, পুলি পিঠে, পায়েস এগুলো আবার আমার খুব বেশি পছন্দের নয়। আপনাকে অনুরোধ করবো আমাদের কমিউনিটিতে যারা বিভিন্ন রেসিপি শেয়ার করেন, তাদের পোস্টগুলো ভালো করে পড়ার জন্য। যাতে পরবর্তীতে আপনিও পিঠে তৈরির রেসিপি গুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন। যে পোস্টগুলি পড়ে আমরাও আপনার মতন পিঠে তৈরি করার চেষ্টা করতে পারবো। আপনার পরবর্তী পিঠে তৈরির পোস্ট যদি রেসিপি আকারে শেয়ার করেন, তাহলে খুব ভালো লাগবে। যাইহোক হাসবেন্ড ও বাচ্চাকে নিয়ে কাটানো কিছুটা সুন্দর মুহূর্তের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 yesterday 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

We support quality posts and good comments Published in any community and any tag.
Curated by : @edgargonzalez

 yesterday 

Thank you

 20 hours ago 

শীতের সকালে গরম গরম পিঠা এটা আসলে একটি অন্যরকম অনুভূতি নিয়ে আসে। আমাদের গ্রামগঞ্জে এই পিঠার নাম জামাই পিঠা বলে পরিচিত। বিশেষ করে আমাদের এলাকায় সবাই এই পিঠা এক নামে চেনে জানাই পিঠা। এবং এখান থেকে বেশ কিছু দিন আগে আমার বড় ভাই বাংলাদেশ থেকে এই পিঠা নিয়ে এসেছিল আমাদের জন্য। সেটি আমার খালাম্মা তৈরি করে দিয়েছিল আমাদের জন্য যা খেতে অনেক সুস্বাদু ছিলো এবং আপনার পিঠা ও দেখে মনে হলো এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পিঠার পোস্ট শেয়ার করার জন্য।

 8 minutes ago 

বাহ কি দারুন পিঠা আপনি বানিয়েছেন দাওয়াত করলে হয়তোবা খেতে যেতাম পিঠা দেখে আমার আবার এলার্জি বেড়ে যায়, খাওয়ার জন্য। শীতের সময় বিভিন্ন রকম পিঠা বাঙালির খুবই প্রিয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজের হাতে বানানো পিঠা আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।