You are viewing a single comment's thread from:
RE: Panjabi cuisine - Missi Roti! (পাঞ্জাবি মিশি রুটির রেসিপি।)
সত্যিই আপনার পোস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম দিদি। এত সুন্দর ভাবেও পোস্ট শেয়ার করা যায় সেটাই ভাবতেছি।
সত্যি অসাধারণ রেসিপি! মিশি রুটির প্রতিটি ধাপ দিদি আপনি এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে আমার মনে হচ্ছে, রান্নাঘরে গিয়ে নিজেই তৈরি করে ফেলি।
আপনার পদ্ধতিটা খুবই সহজবোধ্য এবং ছবিগুলো পুরো বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ঘী দিয়ে রুটি সোনালী করে সেঁকার পদ্ধতি এবং মশলার স্বাস্থ্য উপকারিতা তুলে ধরার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ দিদি।
এটা শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীরের জন্যও অনেক উপকারী। পাঞ্জাবি মিশি রুটি দই বা আচার দিয়ে খাওয়ার কথা ভাবলেই জিভে জল আসে। এই পোস্ট দেখে মনে হচ্ছে স্বাস্থ্যকর খাবারও যে সুস্বাদু হতে পারে, তার একটি অনন্য উদাহরণ। অনেক ভালো লাগলো ভালো থাকবেন দিদি।
@samima1 জানাবেন বাড়িতে বানিয়ে, আর আমি যখন এই প্ল্যাটফর্মে পথ চলা সবে শুরু করেছি, তখন প্রতিদিন শুধুই রান্নার রেসিপি লিখতাম, আর তো কিছু লেখার কথা মাথায় আসতো না, কিন্তু সময়ের সাথে সাথে অন্যের লেখা পড়ে, নিজেকে উন্নত করবার প্রয়াস করে চলেছি।
যদি ভাললাগে, আপনিও এইভাবে রান্নার লেখা লিখতে পারেন, একটু বাড়তি সময় দিলে, নিজেকে এখানে অনেক দ্রুত উপরে উঠিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
অবশ্যই দিদি আমি অনেক চেষ্টা করব জানিনা আপনার রেসিপি মত হবে কিনা। একটু সময় নিয়ে চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
thank you so much sir @solayman