অসাধারণ একটি পোস্ট। পোস্টটি পড়ে সত্যিই মন ছুয়ে গেল। স্বাধীনতার প্রকৃত অর্থ শুধু রাজনৈতিক বা ভূগোলিক স্বাধীনতা নয়, বরং মানসিকতা ও সমাজের চিন্তাধারার স্বাধীনতাও এর অংশ।
রজনীকান্ত সেনের কবিতার উদ্ধৃতি দিয়ে যে শিক্ষাটি দেওয়া হয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। নিজের শ্রমে ও মেধায় অর্জিত স্বাধীনতার আনন্দ আর গৌরব অন্য কিছুতে নেই।
ম্যামের কথার সঙ্গে আমি একমত, আধুনিকতার আসল অর্থ সমান অধিকার ও সম্মান চিন্তায় এবং কাজে। এই ধরনের ইতিবাচক চিন্তাভাবনা আমাদের সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এমন একটি অর্থবহ লেখার জন্য ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Your comment has been supported by THE QUEST TEAM. We support quality posts, good comments anywhere, and any tags
Thank you so much