"কমিউনিটি কর্তৃক আয়োজিত অনলাইন আর্ট ক্লাসের অভিজ্ঞতা"

in Incredible India4 days ago
IMG_20240703_000909.jpg
"এই সপ্তাহে আর্ট ক্লাসে শেখা গাছের ছবি আঁকার প্রচেষ্টা "

Hello,

Everyone,

আশাকরছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে আমার আর্ট ক্লাসের এই সপ্তাহের অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি।

আসলে আগামীকাল আমাদের নতুন আর্ট ক্লাস রয়েছে। কিন্তু গত সপ্তাহের বুধবারে বিশেষ কারণে ক্লাস করা সম্ভব হয়নি, যেই ক্লাসটি আমরা এই সপ্তাহে শনিবার দিন করেছিলাম। আজকে সেই দিনেরই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো।

এই ক্লাসটি করার উদ্যোগ আমি অনেক বেশি করে অনুভব করি, হয়তো আমার ভিতরে এই সুপ্ত ইচ্ছাটা ছিলো, কিন্তু সেই ভাবে কখনো শেখার সুযোগ হয়নি বলে, আমি এই ইচ্ছেটা প্রকাশ করা বা ভালো লাগাটা অনুভব করার সুযোগ পায়নি।

যাইহোক আপনাদের জানিয়েছিলাম এর আগের সপ্তাহে আমি শশুর মশাইকে হসপিটালে দেখতে গিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে আর্ট ক্লাসে যুক্ত ছিলাম এবং স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, যাতে পরবর্তীতে সেগুলো আমি বাড়িতে প্র্যাকটিস করতে পারি।

তবে বাড়িতে প্র্যাকটিস করতে গিয়ে আমি কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যে সমস্যাগুলো নিয়ে এই সপ্তাহে ম্যামের সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি এবং তার সমাধান কিভাবে করা সম্ভব সেটাও জানতে পেরেছি।

1672344690977_010726.jpg

Screenshot_2024-06-29-18-59-01-351_com.discord.jpg
Screenshot_2024-06-29-18-53-29-536_com.discord.jpg

"ক্লাস চলাকালীন সার্কেল তৈরি শেখার সময় নেওয়া স্ক্রিন শট"

এরপর শুরু হলো আমাদের মেইন আর ক্লাস। যেখানে এই সপ্তাহে আমরা বেসিক সেপের মধ্যে সার্কেল কিভাবে তৈরি করতে হবে সেটা শিখেছি। অনেকেরই মনে হতে পারে এটা আবার নতুন কি? এরকম তো আমরা সকলেই করি।

একদমই তাই আমরা সকলেই হয়তো কখনো না কখনো সার্কেল তৈরি করেছি। তবে সেটা যে সব সময় সঠিকভাবে হয়েছে এরকমটা নয় এবং সেটা কেন হয় না, আর কি করলে সেটা সঠিকভাবে করা সম্ভব, সেটাই মূলত এই দিন ক্লাসে আমাদেরকে শেখানো হয়েছিল।

শুধুমাত্র কব্জি(wrist) ঘুরিয়ে যদি আমরা সার্কেল তৈরি করতে চাই, তাহলে বড় আকারের সার্কেল কখনোই সঠিক ভাবে করা সম্ভব হবে না। এরজন্য আমাদের কব্জিটা স্থির রেখে, কনুই(elbow) ঘুরিয়ে সার্কেল তৈরি করতে হবে।

ছোট্ট ছোট্ট বিষয়গুলিও যে ছবি আঁকার ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ, সেটা বোধহয় এই ক্লাসে যুক্ত না হলে আমার পক্ষে জানা কখনোই সম্ভব হতো না। যাইহোক ম্যামের নির্দেশ মতন আমরা যারা ক্লাসে যুক্ত ছিলাম, সকলেই সার্কেল করার চেষ্টা করেছি। এই বিষয়গুলি আসলে প্রত্যেক দিন প্র্যাকটিস করার জন্যই ম্যাম আমাদেরকে শেখান, যাতে পরবর্তীতে আর সমস্যা না হয়।

1672344690977_010726.jpg

Screenshot_2024-06-29-19-12-48-697_com.discord.jpg

Screenshot_2024-06-29-19-05-30-331_com.discord.jpg

"ক্লাস চলাকালীন সার্কেলের সাহায্যে গাছ আঁকা শেখার সময় নেওয়া স্ক্রিন শট"

এরপর আমরা যে জিনিসটি এদিন শিখেছি সেটি হচ্ছে খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমরা সার্কেলের সাহায্যে একটা গাছ আঁকতে পারি।

কমবেশি আমরা সকলেই ছবি দেখে ছবি আঁকার চেষ্টা করি। তবে একটা ছবি আকার যে ছোট্ট ছোট্ট পদ্ধতি গুলো রয়েছে সেগুলোই মূলত আঁকা শেখার মূল কারণ। যাতে আমরা কোনো জিনিসকে খুব সহজে, অথচ সঠিকভাবে করতে পারি।

এদিন আমরা প্রথম গাছের ছবি আঁকলাম এবং তার প্রতিটি স্টেপ ম্যাম খুবই সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। গাছ আঁকতে গিয়ে বুঝলাম, এদিন কেন ম্যাম আমাদেরকে সার্কেল আঁকানো শিখিয়েছিলেন। কারণ এই সার্কেল দিয়েই এদিন আমরা গাছের পাতা আঁকার সহজ পদ্ধতি গুলি শিখতে পেরেছি।

Screenshot_2024-06-29-19-37-25-988_com.discord.jpg
"রঙ করার সময় তোলা স্ক্রিন শট"

সবশেষে ছিল সবথেকে কঠিন কাজ সেটি হল রঙ করা। অবশ্যই আমার জন্য কঠিন কারণ, এটি আমি প্রথম শিখছি। তবে ম্যামের জন্য জিনিসগুলো খুবই সহজ, কারণ তিনি এই বিষয়ে দক্ষ। আমার রঙটা হয়তো সেই সময় অত ভালো হয়নি। কারণ আমি ম্যামকে ফলো করে করার চেষ্টা করছিলাম। তবে ম্যামের হাতের সাথে আমার স্পিড মিলবে না, এটা খুব স্বাভাবিক। তবে আমি চেষ্টা করেছি প্রতিটি স্টেপ ফলো করার।

1672344690977_010726.jpg

"বাড়িতে বসে আজ প্রতিটি স্টেপ ফলো গাছ আঁকার প্রচেষ্টা"

IMG_20240702_212324.jpg
"প্রথম ধাপ"
IMG_20240702_212550.jpg
"দ্বিতীয় ধাপ"
IMG_20240702_212605.jpg
"তৃতীয় ধাপ"
IMG_20240702_212829.jpg
চতুর্থ ধাপ"
IMG_20240702_213058.jpg
"পঞ্চম ধাপ"
IMG_20240702_213359.jpg
"ষষ্ঠ ধাপ"
IMG_20240702_225554.jpg
"সপ্তম ধাপ"
IMG_20240702_214500.jpg
"অষ্টম ধাপ"
IMG_20240702_214951.jpg
"নবম ধাপ"
IMG_20240702_215432.jpg
"দশম ধাপ"
IMG_20240702_220304.jpg
"অবশেষে সম্পূর্ণ হলো গাছ আঁকা"

আমার চেষ্টা ছিল কোনো রকমে রং করে, পদ্ধতিটি সঠিক হচ্ছে কিনা সেটা ম্যামের কাছ থেকে জেনে নেওয়া, যাতে পরে আমি বাড়িতে বসে সেটিকে সঠিকভাবে আঁকতে পারি। পরে বাড়িতে বসে উপরোক্ত ছবিটি এঁকেছি।

আর্ট ক্লাসের অভিজ্ঞতা আমার জন্য একদমই নতুন, তবে এটি আমি খুব ভালোবেসেই করছি এবং আগামীতেও করে যাওয়ার চেষ্টা করবো। আশাকরি আমাদের এই উদ্যোগ আরও কিছু মানুষকে এই পথে যুক্ত করবে এবং সকলের সাথে আমরা ভালো কিছু শিখতে পারবো।

অসংখ্য ধন্যবাদ জানাই অ্যাডমিন ম্যামকে ও @crafter (নেহা ম্যামকে) এতো সুন্দর একটি উদ্যোগ শুরু করার জন্য। আপনাদের কেমন লাগলো আর্ট ক্লাসের অভিজ্ঞতার গল্প এবং ছবি আঁকা, অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের লেখা শেষ করছি।

"ভালো থাকবেন। শুভরাত্রি।"
Sort:  
Loading...

একজন মানুষের শেখার আগ্রহ এবং নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন করার মানসিকতা ঐ মানুষের জীবনে সফলতা নিয়ে আসে, যে বিষয়গুলো আমি আপনার মধ্যে দেখেছি, রাস্তায় দ্বাড়িয়ে থেকে ক্লাসে অংশগ্রহণ করা খুব কঠিন কাজ, যেটা আপনি করে দেখিয়েছেন, আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে।

আপনাদের কমিউনিটির আর্ট ক্লাসের উদ্যোগটা খুব ভাল, সেখান থেকে অনেকে খুব সহজে আর্ট শিখতে পারবে, যেমনটা আপনি শিখেছেন, আপনার গাছ অঙ্কন খুব ভাল হয়েছে। ধন্যবাদ

 3 days ago 

আপনাদের এই সপ্তাহে আট ক্লাসে একটি গাছের ছবি আঁকা শিখিয়েছিল যেটি আপনি খুবই সুন্দর করে তৈরি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো।

আসলে সর্বদাই আমরা দেখেছি আপনি আপনার দায়িত্ব এবং আপনার কার্যক্রম সব সময় সততার সাথে এবং ঠিক ভাবে করার চেষ্টা করেন। আগের সপ্তাহে আপনি আপনার শ্বশুর মশাই কে দেখতে হসপিটালে যাচ্ছিলেন রাস্তার মাঝে ক্লাস হয়েছিল সেখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন পরবর্তীতে তৈরি করার জন্য। আসলে এটি নিজের শেখার আগ্রহ আছে বলে আপনি এই কাজটি করতে সক্ষম হয়েছেন।

 2 days ago 

Hello friend,@sampabiswas

You have learned to draw very quickly, now I understand why you are so busy, but you have made such a beautiful picture of a tree so quickly. Your grasping ability is definitely special.

I hope you will make even better ones with more practice.

I want to see your next drawing soon.
with best wishes.