"The Weekly job I Concluded being a Co-Admin"

in Incredible India8 months ago (edited)
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...cY4fwgXjoixpy5vP8omnRS2QYbnGcAVDRRwxvrrXJ4M7yzT7pjkUQYUxWVDtAcnYWzyejmDK7Ao9zoDWQM5YbS7n67QXoZ5efVUPhPkp855rhdetVF27eEApR4.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটি সপ্তাহ পার করে আজ আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি, আমার সাপ্তাহিক রিপোর্ট।

যেমনটা আপনারা সকলেই জানেন, সারা সপ্তাহব্যাপী কমিউনিটিতে আমার সকল কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ আমি এই রিপোর্টের মাধ্যমে উপস্থাপন করি। চলুন তাহলে এই সপ্তাহের রিপোর্ট শুরু করি, -

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস"

IMG_20240328_000712.jpg

কিছুক্ষণ আগে আমাদের সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস শেষ হলো। এই সপ্তাহে আমাদের অ্যাডমিন ম্যাম ক্লাসে উপস্থিত ছিলেন এবং সবসময়ের নতুন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আজকের ক্লাসে আলোচনা করেছেন। ছবি ব্যবহারের ক্ষেত্রে আমাদের অনেকের মধ্যে অনেক ধারণা রয়েছে। তাই আজ পুনরায় আরও একবার এই বিষয়টি তিনি আলোচনা করলেন।

আজ টিউটোরিয়াল ক্লাসে আমাদের সঙ্গে @isha.ish@vwrites এই নতুন দুজন সদস্য যুক্ত হয়েছিলেন। যদিও তাদের মধ্যে @isha.ish এই প্ল্যাটফর্মের সাথে অনেক আগে থেকেই পরিচিত, তাই তার কাছ থেকে এই প্লাটফর্মে কাজ করতে গেলে, কিভাবে করা উচিত সেই সম্পর্কে অনেক কিছু আজ আমরা জানতে পারলাম।

আর @vwrites এই প্লাটফর্মে নতুন যুক্ত হয়েছেন, তাই বেশ কিছু বিষয়ে অ্যাডমিন ম্যাম তাকে অবগত করলেন। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা আজকের টিউটোরিয়াল ক্লাস শেষ করেছি। ক্লাসে উপস্থিত প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, তাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করছি এই রকম ভাবেই আমরা আগামী পথ চলবো।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে যুক্ত হওয়া নতুন ইউজারদের ভিডিও ভেরিফিকেশন"

IMG_20240328_002149.jpg

আপনারা সকলে দেখেছেন নিশ্চয়ই, আমাদের কমিউনিটিতে নতুন একজন সদস্য যুক্ত হয়েছেন। যার সাথে আজ টিউটোরিয়াল ক্লাসে আমাদের সকলের পরিচৎ হয়েছে। আমাদের কমিউনিটির নিয়মানুসারে এই সপ্তাহে আমরা সকলেই তার ভিডিও ভেরিফিকেশন সম্পন্ন করেছিলাম।

@vwrites আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশাকরি আমাদের সকলের সাথে আপনার পথচলা সুদীর্ঘ হবে।

1672344690977_010726.jpg

"অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzp482CkG4unntYmmTGuxGNXJMgUEPJ7ZQz98BXUUiiYa9A7fg4ueoRbKTYYmLKEj8YutQ4ouvzrnAGiDc.png

অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত একটি কনটেস্ট গত সপ্তাহে শেষ হয়েছে এবং যেমনটা আপনারা জানেন, প্রত্যেকবারই এই কনটেস্টের ডিটেলস ম্যামকে মেল করে পাঠানোর দায়িত্ব আমার ছিলো।

তাই এই সপ্তাহেও এই দায়িত্বটি আমি পালন করেছিলাম। কনটেস্টে অংশগ্রহণকারী প্রতিটি ইউজারের ডিটেলস বের করে, সেগুলো মেল করে ম্যামের কাছে পাঠিয়েছিলাম। তারপর তিনি উইনার্স অ্যানাউন্সমেন্ট পোস্ট করেছিলেন। যার লিংকটি আমি নিচে শেয়ার করছি।

Winners announcement Post

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট দেখে আশাকরি আপনারা সকলে খেয়াল করেছেন যে, বেশ কিছু ইউজারের কার্যক্রম যথেষ্ট নিরাশাজনক। কমিউনিটিতে তাদের এনগেজমেন্ট এর সংখ্যা তো কম বটেই, তার থেকেও বেশি আশ্চর্যের বিষয় হলো, তাদের পোস্টের সংখ্যাও একদমই কম।

তবে গত সপ্তাহে এনগেজমেন্ট কনটেস্টে বিজয়ী তিনজনকে অনেক শুভেচ্ছা জানাই। এই রকম ভাবে আপনারা নিজেদের কার্যক্রম ধরে রাখার চেষ্টা আগামীতেও করবেন, এই আশা রইলো।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20240324_232704.jpg

বুমিং সংক্রান্ত কাজটি একটি প্রতিদিনের দায়িত্ব যেটা প্রতি দিন সচেতনতার সাথে পালন করতে হয়। আপনারা প্রত্যেকেই জানেন, বুমিং সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটি ইউজারকেই বেশ কিছু নিয়মাবলী পালন করতে হয়। তাই সমস্ত দিক খেয়াল রেখে, আমাকে প্রতিদিন সাপোর্টের জন্য পোস্ট সিলেক্ট করতে হয়। আর সেই অনুযায়ী প্রতি সোমবার অ্যাডমিন ম্যাম বুমিং কিউরেশন রিপোর্ট উপস্থাপন করেন।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20240328_002113.jpg

পোস্ট ভেরিফিকেশনের সময়ানুসারে আমিও প্রতিদিন পোস্ট ভেরিফাই করে থাকি। সমস্ত ক্রাইটেরিয়া সঠিক ভাবে চেক করে তবেই আমরা সকলের পোস্ট ভেরিফাই করে থাকি। এমনকি নতুন কেউ আমাদের সঙ্গে যুক্ত হলে তাদেরকেও, কমেন্টের মাধ্যমে সঠিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা আমরা সকলেই করি।

ঠিক যেভাবে এই সপ্তাহে আমি আমাদের সঙ্গে যুক্ত হওয়া একজন নতুন ইউজারকে কমেন্টের মাধ্যমে, কমিউনিটির বেশ কিছু নিয়ম সম্পর্কে জানিয়েছিলাম।

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

No.DateTitleThumbnail
01.21-03-2024"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...cY4fwgXjoixpy5vP8omnRS2QYbnGcAVDRRwxvrrXJ4M7yzT7pjkUQYUxWVDtAcnYWzyejmDK7Ao9zoDWQM5YbS7n67QXoZ5efVUPhPkp855rhdetVF27eEApR4.png
No.DateTitleThumbnail
02.22-03-2024"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...2rmXNvWsJAySNJFJEsMkKZRP7ChwbgeForQk2xusjsabm6eBkL5ZXytApZxAQXkxQyZNSSeAAyRwMTitmmES9Md7MNU3NYByjycgyyZey4CmtxdwMEL9kTScer.png
No.DateTitleThumbnail
03.23-03-2024Contest of March#2 by @sduttaskitcen-My three favorite smartphones.EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5GCgvuvfGqjAJrm9BWCYW9Rpc9PJaFE5XRWM8KCiQ48ApUahwAYvqStLXTBg6jsVMTKmMUvSzLnwBbwYgTpkEgjVN4koT6WAz8GeV8dmg.png
No.DateTitleThumbnail
04.24-03-2024আমার তৈরি -"আলুর‌ পরোটা"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xz73j8wbN2Zr8NKuT98F2KhxJGA8ALFQ3bAM2Bss5cmh6eJZ4tAk1vd9RudRa3AuDzEGwJefrSCUywM2EqNHRHPj3ZzoQ.jpeg
No.DateTitleThumbnail
05.25-03-2024Better life with steem-The Diary Game-24th March, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z9onEzMvNzPSkvem8bzpUeLarRzoVsF8a1yBve8pCm66rSFEfP3vvMjN36WHXQjS5xvxDubskcq5Nf6np7FRiUtLuZfpA.jpeg
No.DateTitleThumbnail
06.26-03-2024Better life with steem-The Diary Game-25th March, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81CWofRqqKg54Cn31h6iHjqTkiXRE9kqNDLReg2bdF2K4CicJD23Vta1YxchHvS62GNFYc9UdmLUrkWS2sstL84997DniA.jpeg
No.DateTitleThumbnail
07.27-03-2024"Incredible India monthly contest of March #2-Value of friendship."F1sR3uPuh6LG2Pa74He5bV2hyGpwsrRBoVbg5m9yUEVoryuQZCsGtuZnE6T7BmGYNoCMXZckgUJTr2qnMVDsa7C7jhm8RvAN11BBRPEu9F5ia7vDRE1mWjMtZ29a9hufK5MtFz29Kmf1JmSygMkWBgcMaSCftngXighVrnjuYjYWdvLYMWLNGPTWbSxyihNbp3QbseJi9JEnR7xJMEBP2RXFzatn.png

1672344690977_010726.jpg

"উপসংহার"

এই ছিলো আমার এই সপ্তাহের কার্যক্রম সংক্রান্ত রিপোর্ট। যার মাধ্যমে আমি কার্যক্রমের প্রতিটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও প্রতিনিয়ত ইউজারদের যে কোনো সমস্যায় আমরা ডিসকর্ডে ইউজারদের সাথে কথা বলে থাকি এবং তাদের সমস্যার সমাধান করা সর্বোচ্চ চেষ্টা আমরা প্রত্যেকে করে থাকি।

আমার সাপ্তাহিক রিপোর্ট পড়ে আপনাদের কেমন লাগলো, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আজকের রিপোর্ট এখানেই শেষ করছি। ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...
 8 months ago 

আরো একটি সাপ্তাহিক রিপোর্ট আপনি সময় মত প্রকাশ করলেন। রিপোর্টের গতকালের টিউটোরিয়াল এর বিষয়টি বেশ চমৎকারভাবে তুলে ধরেছেন। গতকাল আমরা নতুন কিছু ইউজারের সাথে পরিচিত হয়েছি। এছাড়া ছবি সংক্রান্ত অনেক কিছুই জানা হয়েছে। পুরো সপ্তাহে আপনি কো-এডমিন হিসেবে কি কি কাজ করলেন এটি আপনি তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে আপনার কার্যক্রম উপস্থাপন করার জন্য।

 8 months ago 

ছবির বিষয়ে আমাদের অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে অনলাইন থেকে ছবির সঠিক সোর্স উল্লেখ করে ছবি ব্যবহার করার ক্ষেত্রে। তবে এই সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার ফলে, আশাকরি অনেকেই সঠিক ভাবে বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

দায়িত্ব বেড়ে যাওয়ার কারণেই আপনার কাজের পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে টিউটোরিয়াল ক্লাসে ম্যাম আমাদের সাথে দুইজন স্টিমিয়ান এর পরিচয় করিয়ে দিয়েছেন। যার মধ্যে একজন পুরনো এবং একজন নতুন। সত্যি কথা বলতে পুরনো যিনি রয়েছেন। উনার পোস্টের কোয়ালিটি এত পরিমানে ভালো যেটা হয়তোবা কল্পনার বাহিরে। ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে একটা সপ্তাহের কার্যক্রম উপস্থাপন করার জন্য।ভালো থাকবেন।

 8 months ago 

একদমই ঈশা নামের যে ইউজার গত টিউটোরিয়াল ক্লাসে যুক্ত হয়েছিলেন, ওনার লেখার মান অনেক উন্নত। এমনকি বিশাখা নামের ইউজারের লেখাও অনেক ভালো। তিনি একটু ভিন্নধর্মী বিষয় নিয়ে লেখা শেয়ার করেন। আপনাকে ধন্যবাদ আমার পোস্ট পড়ে নিজের মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ। আপনার লেখা পড়ে আরো ভালোভাবে বুঝতে পারলাম কমিউনিটির প্রতি আপনার দায়িত্ব অপরিসীম। আপনি আপনার দায়িত্ব গুলো ভালোভাবে পালন করেন। আরো কালকের টিউটোরিয়াল ক্লাসে সুন্দরভাবে ছবি নিয়ে কথা বলেছেন সেটাও অজানা ছিল আপনাদের জন্য সেটাও জানতে পারলাম। আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 8 months ago 

আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এটি আমাদের জন্যেও একটি ভালো লাগা। আশাকরি আপনি আমাদের সাথে আগামী দিনগুলো পথ চলবেন। দায়িত্ব আসলে সময়ের সাথে সাথে বাড়ে। যেমন আমার বেড়েছে, এমনভাবে আপনার উপরও কমিউনিটির দায়িত্ব রয়েছে। টিউটোরিয়াল ক্লাসে সবসময় উপস্থিত থাকার চেষ্টা করবেন, এমনই অনেক বিষয়ে জানতে পারবেন। অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য। ভালো থাকবেন।

 8 months ago (edited)

দিদি প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট টি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন,,
যদিও সমস্যার কারণে গত টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত থাকতে পারেনি তবে, আপনার পোস্ট ভিজিট করে অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম।। আর হ্যাঁ আপনার রিপোর্ট টি পড়ে বেশ ভালো লেগেছে ধন্যবাদ।।

 8 months ago 

ছোট্ট একটি কমেন্টের মধ্যেও এতো ভুল। কমেন্টের শুরুতে যদি ও শেষে রিপোর্টটি পরে শব্দ দুটি বাক্যের মানেই বদলে দিয়েছে। আমি যতদূর বুঝলাম শুরুতে আপনি দিদি লিখতে চেয়েছেন ও শেষে হবে রিপোর্টটি পড়ে। কারন পরে আর পড়ে শব্দ দুটির মানে আলাদা। পরবর্তীতে বিষয়গুলো লক্ষ্য করবেন। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷ এই সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে বিশেষ করে ছবি নিয়ে ছবি গুলো আমরা কিভাবে ব্যবহার করবো ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 8 months ago 

আপনাকেও ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য। টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত থাকার অনুরোধ এই কারনেই করা হয়ে থাকে, যাতে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারেন। ভালো থাকবেন।

 8 months ago 

আপনার দায়িত্ব যেহেতু বেশি তাই কাজের পরিমাণটাও বেশি। তবে আপনার দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করছেন। এবারের সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত থাকতে চেয়েছিলাম কিন্তু বাড়ির বাইরে থাকায় উপস্থিত থাকতে পারিনি। চেষ্টা করব আজকের মিটিংয়ে উপস্থিত থাকার।

 8 months ago 

সপ্তাহের একটি দিন আপনাদের সকলের কাছ থেকে কিছু সময় কমিউনিটির জন্য ব্যয় করার অনুরোধ করা হয়। আমার মনে হয় দিনটি মাথায় রেখে, প্রয়োজনীয় কাজ গুলো সপ্তাহের অন্যদিন করা সম্ভব। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।