You are viewing a single comment's thread from:

RE: Incredible India community application for the Steemit Engagement Challenge Season-18

in Incredible India7 months ago
  • প্রথমেই অ্যাডমিন ম্যামকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই,আজ থেকে দু বছর আগে এই দিনে এমন একটি পদক্ষেপ নেওয়ার জন্য। এই দিনে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই কমিউনিটি গঠন করার, বেশ কিছু মানুষকে এই কমিউনিটির ছত্র ছায়ায় আশ্রয় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। নতুনদের জন্য এই কমিউনিটি একটি শিক্ষা কেন্দ্র।

  • স্টিমিট প্লাটফর্মে কিভাবে কাজ করতে হয়? কি কি নিয়ম অনুসরণ করলে এই প্লাটফর্মে নিজের আইডিকে হাইলাইট করা যায় ও অন্যান্য অনেক বিষয় সম্পর্কে জানানোর জন্য, বা সাহায্য করার জন্য আপনার এই নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।

  • কমিউনিটির শুরুর দিন থেকে আপনার সাথে থাকলেও, আপনার মতন এতটা পরিশ্রমী কখনোই হয়ে উঠতে পারবো না, যতটা আপনি গত দু'বছর ধরে প্রতিটি দিন করে চলেছেন। যার ফলস্বরূপ আমাদের সদস্য সংখ্যা বাড়ছে এবং সকলে মিলে আমরা একসাথে পথ চলছি।

  • এমন একটি শুভ দিনে আপনি আবার পরবর্তী সিজনের এনগেজমেন্ট চ্যালেঞ্জের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছেন,যার মধ্যে কমিউনিটির পাশাপাশি প্রত্যেক মডারেটরের সম্পূর্ণ ডিটেইলস আপনি উপস্থাপন করেছেন। তাছাড়াও আমরা কি কি নিয়ম অনুসরণ করি, সারা বছর আমাদের কমিউনিটিতে কি কি উদ্যোগ নেওয়া হয়, তার সমস্ত তথ্যই সুন্দরভাবে শেয়ার করেছেন।

  • যে নিয়ম অনুসরণ করে আমরা এই সিজনের এনগেজমেন্ট চ্যালেঞ্জের পঞ্চম সপ্তাহ অতিক্রান্ত করে, এখন ষষ্ঠ সপ্তাহে এসে পৌঁছেছি, আশাকরি সেটি স্টিমিট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ নিশ্চয়ই দেখেছেন, এবং এইরকম ভাবে কাজ করার জন্য পরবর্তী সিজনেও আমাদের কমিউনিটিকে সুযোগ দেওয়া হবে। আমরা প্রত্যেকে সেই আশায় রইলাম।কমিউনিটির সকল সদস্যকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই, এমন ভাবে কমিউনিটিতে যুক্ত থাকার জন্য। আশাকরি একই উদ্যমে আমরা আরও দীর্ঘ পথ অতিক্রম করবো। ভালো থাকবেন সকলে।