You are viewing a single comment's thread from:

RE: নালিশ যখন নিজের কাছে!(Remember to be kind to yourself, even when you're having negative thoughts!)

in Incredible India7 days ago
  • জীবনে পথচলা কখনো কখনো কঠিন হলেও জীবন সুন্দর। তাই তো সকলেই চেষ্টা করে তাকে সুন্দর ভাবে সাজাতে। যদিও ফেসবুকের ঘটনাটা দেখিনি। তবে মেয়েটি শুধু মাত্র স্বার্থপর নয়, বরং মা হওয়ারও অযোগ্য।

  • যারা প্রকৃতপক্ষে মা হয় তারা যেকোনো কষ্টের বিনিময়ে সন্তানকে কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে চায়। আর এই মেয়েটা সন্তানের জন্যে আজীবনের কষ্ট রেখে গেলো। কারণ এই পৃথিবীতে মাকে ছেড়ে বেঁচে থাকার মতো কষ্ট আর কিছুতেই নেই।

চলে গেলে তো জিতে যাবে সেই মানুষগুলো, যারা মনে প্রাণে চেয়েছিল আমি হেরে যাই!

  • একদম সঠিক কথা এটি। জন্ম যখন হয়েছে একটি নির্দিষ্ট সময়ের পর মৃত্যু অনিবার্য,কথাটা আমরা সকলেই জানি। তবে সময়ের আগে জীবনের লড়াই থেকে, কঠিন পরিস্থিতি পালিয়ে যাওয়া মানে তাদের জিতিয়ে দেওয়া, যারা আমাদের জীবনে ঐ কঠিন পরিস্থিতি গুলো তৈরি করে। বরাবরের মতো আপনার লেখা মন ছুঁয়ে গেলো। ভালো থাকবেন।