You are viewing a single comment's thread from:

RE: Incredible India monthly contest of September #1|What will be your choice of food (Spicy, sweet, or sour)!

in Incredible India3 months ago

আমাদের কমিউনিটিতে যবে থেকে কনটেস্ট শুরু হয়েছে, ব্যক্তিগতভাবে সকল কন্টেস্টের বিষয়বস্তুর মধ্যে থেকে, এই সপ্তাহের বিষয়টি আমার সবথেকে কঠিন মনে হচ্ছে। কারণ আমার এক এক সময়ে এক এক জিনিস খেতে ইচ্ছা করে। কখনো মিষ্টি, কখনো ঝাল, কখনো টক। তাই তিনটের মধ্যে থেকে কোনটা বেছে নেবো এই নিয়ে আমি যথেষ্ট দোটানায় রয়েছি। আমার বিশ্বাস আমার মতন সমস্যায় আরো অনেকেই থাকবেন। দেখা যাক শেষ পর্যন্ত কোনটাকে পছন্দ করি। তবে একটা বিষয় ভালো কার কার কোন কোন জিনিস পছন্দ সেটা পোস্টের মাধ্যমে জানার সুযোগ হবে। এতো অসাধারণ একটি বিষয়কে নির্বাচন করার জন্য ধন্যবাদ আপনাকে। খুব শীঘ্রই আমিও অংশগ্রহণ করব এবং আশা করব বাকি সকলেও স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, নিজেদের পছন্দের সম্পর্কে জানাবেন। ভালো থাকবেন।