You are viewing a single comment's thread from:

RE: আজকের কবিতা - "ফেলে আসা দিনগুলো!" Poetry:- "Days gone by!"

in Incredible India9 days ago

খেলার সাথীদের মিলেমিশে,
এক্ সাথে বনভোজন;
এক্ এক্ জনের বাড়ি থেকে
সামগ্রীর আয়োজন।

  • আপনার লেখা কবিতার প্রতিটি লাইনে নিজের ছোটবেলার একঝলক দেখতে পেলাম। সেটা অন্যের গাছে পছন্দের ফল পাড়া থেকে শুরু করে, পাশের বাড়ি পছন্দসই কোনো রান্না হয়েছে কিনা সেই খোঁজ নেওয়া পর্যন্ত। তবে উপরোক্ত লাইনটি ছোটবেলার সবথেকে আনন্দঘন মুহূর্ত গুলির মধ্যে একটির কথা মনে করিয়ে দিলো।

  • যখন আশেপাশের সকলে মিলে পিকনিকের আয়োজন করা হতো, তখন আনন্দ হত অন্যরকম। এখন পিকনিক মানেই সেটা হয় বিরিয়ানি, নয় ফ্রাইড রাইস। যা তৈরি করার জন্য আলাদা করে বিশেষ চাল কেনা হয়।

  • তবে আমার ছোটো বেলায় পিকনিক মানে এক এক বাড়ি থেকে চাল, ডিম, আলু, তেল মশলা সমস্ত সংগ্রহ করে এক জায়গায় বসে রান্না করা ও খাওয়া দাওয়া করা হতো। তাই সেক্ষেত্রে এক এক বাড়ি থেকে এক এক ধরনের চাল আসতো। সব ধরনের চাল একসাথে করেই ভাত রান্না করা হলেও যেন সেই ভাতের স্বাদ আজকালকার দিনের সব থেকে দামি চালের কাছেও হার মানে। সেই সকল দিনগুলিকে সত্যিই অনেক বেশি মিস করি। আপনার কবিতা তথা লেখার মাধ্যমে নিজের ছোটবেলার পাশাপাশি, আমাদের সকলকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ম্যাম। ভালো থাকবেন।

Sort:  
Loading...