"The weekly job I concluded being a Co-Admin"

in Incredible India22 days ago (edited)
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...Z4SX4t89RF9goYpBGgwAx6bPodDHkwChKEUZKDbSZ3srKcufPJ2EGWcyhDBkBNE61anqai7krcrCaydTSgg7nXXYSWrYAGiNLnhewm1PJyetWgyrVVNzvMKGni.png
"Edited by canva"

Hello,

Everyone,

ইতিমধ্যে কিভাবে আরো একটি সপ্তাহ কেটে গেলো সত্যিই বুঝতে পারলাম না। যদিও এই সপ্তাহের বেশিরভাগ সময়ই হাসপাতালে কাটাতে হলো। কারন গত রবিবার শ্বশুর মশাইকে হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং দেখতে দেখতে প্রায় একটি সপ্তাহ অতিক্রম হয়ে গেলো। যাইহোক আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো,আমার সাপ্তাহিক কার্যক্রম সংক্রান্ত রিপোর্টটি।

যদিও অন্যান্য সপ্তাহের তুলনায়, এই সপ্তাহে কমিউনিটিতে আমার উপস্থিতি কম ছিলো, তবে চেষ্টা করেছি কমিউনিটির দায়িত্ব যতটুকু পালন করা সম্ভব ততটুকু করার। চলুন সপ্তাহ ব্যাপী কি কি কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, -

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস"

IMG_20240614_212348.jpg

গত রবিবারে ছিল আমাদের কমিউনিটির টিউটোরিয়াল ক্লাস। সেদিন বিকেলেই শশুর মশাইকে আই সি ইউ তে ভর্তি করতে হয়েছিলো। এতদিনে আপনারা জেনেছেন যে, হসপিটালের ভিতরে জ্যামার লাগানো থাকার কারণে, হসপিটালের ভিতরে কোনো নেটওয়ার্ক থাকে না।

তাই সেদিন টিউটোরিয়াল ক্লাস শুরু হওয়ার বেশ কিছুক্ষণ বাদে আমি হসপিটালের বাইরে এসে ক্লাসে যুক্ত হয়েছিলাম। অ্যাডমিন ম্যাম তখন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সকলের সাথে কথা বলছিলেন। এরপর আমাদের সিনিয়র মডারেটর প্রিয়া দিদিও বেশ কিছু তথ্য সকলের উদ্দেশ্যে দিয়েছিলেন।

টিউটোরিয়াল ক্লাস শেষ হওয়ার আগে, আমার নিজেরও বেশ কিছু বিষয় ইউজারদেরকে জানানোর ছিলো, তাই আমিও সেই সম্পর্কে তাদের সাথে কথা বলেছিলাম। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার মাধ্যমে, আমাদের গত সপ্তাহের টিউটোরিয়াল শেষ হয়েছিল।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzfDnxQtwDgiRM8nSsUgfu3G3fq9jS6t7KBc4AQWgQpPfu5uJZAwuSyPMgwMEMjfvyH2tLmUGJmxGdwT58.png

ইতিমধ্যে আমাদের কমিউনিটিতে জুন মাসের প্রথম সপ্তাহের কনটেস্ট শুরু হয়েছে। আশা করছি আপনারা ইতিমধ্যেই কনটেস্টের বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছেন। জীবনে জয়ী হওয়ার জন্য আমাদের প্রত্যেকের নিজস্ব কিছু চিন্তাভাবনা থাকে। সেই সম্পর্কিতই বেশ কিছু প্রশ্ন অ্যাডমিন ম্যাম এই কনটেস্টে জিজ্ঞাসা করেছেন। আশা করছি সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার মাধ্যমে, আপনারা প্রত্যেকেই নিজেদের মতামত শেয়ার করবেন।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

যদিও এই সপ্তাহে বেশ ব্যস্ততার মধ্যেই দিন কাটিয়েছি। তবে চেষ্টা করেছি নিজের জায়গা থেকে কমিউনিটির যতটুকু দায়িত্ব পালন করা সম্ভব ততটুকু করার। যদিও এই সপ্তাহে আমার এনগেজমেন্ট একদমই ভালো থাকবে না।

যদিও গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্টটাও অনেকটা বেশি নিরাশাজনক ছিলো। বেশ কিছু সমস্যার মধ্যে থাকলেও চেষ্টা করেছিলাম, গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট সময়ের মধ্যে উপস্থাপন করার।

আশাকরছি ইতিমধ্যে আপনারা সকলেই এনগেজমেন্ট রিপোর্ট পড়েছেন এবং নিজেদের কার্যক্রম সম্পর্কে জেনেছেন। এই সপ্তাহে সকলের এনগেজমেন্ট কিছুটা হলেও বৃদ্ধি পাবে এই আশা রাখি।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20240610_044229.jpg

এতোদিন আমার সাপ্তাহিক রিপোর্ট পড়ার মাধ্যমে আপনারা জেনেছেন যে, বুমিং সংক্রান্ত কার্যাবলীটি আমার সাপ্তাহিক নয়, বরং প্রত্যেকদিনের একটি দায়িত্ব। প্রতিদিন হসপিটালে থাকলেও, নির্দিষ্ট সময় মেনে এই দায়িত্বটি পালন করার চেষ্টা আমি করেছি এবং আগামীতেও চেষ্টা করবো যাতে সেটি করা সম্ভব হয়।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে করা আমার কার্যাবলী"

IMG_20240614_212643.jpg

আপনারা সকলেই জানেন, আমাদের কমিউনিটি স্টিম এক্সক্লুসিভ কমিউনিটি। এখানে প্লাগিরইজড পোস্ট করা নিষিদ্ধ। তবে গত সপ্তাহে কমিউনিটির পোস্টগুলি পর্যবেক্ষণ করতে গিয়ে, এমন একটা পোস্ট পেয়েছিলাম, যেটা প্লাগিরাইজড। তাই সেটাকে মিউট করেছিলাম।

আবার কমিউনিটির একজন ইউজার ক্লাব বহির্ভূত হয়ে গিয়েছিলেন। তাকে সেই অনুযায়ী ট্যাগ দিয়েছিলাম। স্টিম এক্সক্লুসিভ এবং ক্লাব এই দুটি ক্রাইটেরিয়া আমাদের কমিউনিটি তথা স্টিমিট প্ল্যাটফর্মের দুটি গুরুত্বপূর্ণ নিয়ম। তাই এই দুটি পালন করা আবশ্যক।

1672344690977_010726.jpg

ইউজার হিসেবে কমিউনিটিতে নিজের লেখা পোস্ট শেয়ার করাও একটি দায়িত্ব। গত সপ্তাহে আমি চেষ্টা করেছি সেই দায়িত্বটি পালন করার। চলুন কি কি পোস্ট আমি শেয়ার করেছিলাম,সেগুলি আপনাদের সাথে শেয়ার করি, -

No.DateTitleThumbnail
01.07-06-2024"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...Z4SX4t89RF9goYpBGgwAx6bPodDHkwChKEUZKDbSZ3srKcufPJ2EGWcyhDBkBNE61anqai7krcrCaydTSgg7nXXYSWrYAGiNLnhewm1PJyetWgyrVVNzvMKGni.png
No.DateTitleThumbnail
02.08-06-2024"Travel diary- Explored Digha-(last part)"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xqtodmRK2By1VNLwPffaX8YxDKmnjVDHyLL6WwbnfLMMw7Ww1g13bKffLHPsVEFu2xyT6FsS1ZohdRNCa79minDTcdU1C.jpeg
No.DateTitleThumbnail
03.09-06-2024"কমিউনিটি কর্তৃক আয়োজিত অনলাইন আর্ট ক্লাসের অভিজ্ঞতা (প্রথম দিন)"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7z1tSuSZRAiJCsvwb2uQyuxwXZg82zy3dC7a7skZfnDHcFBfPqvZ635FMgqH4QLciXAhmktBeXvJVz5z6RfAsUW79mW2cE.jpeg
No.DateTitleThumbnail
04.10-06-2024"বাস্তব অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে, ভীষন খারাপ একটি দিন অতিবাহিত হলো আজ"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81ibh7tqqJ1tocyAVYbFLkDT3seS6TvFM5uPWWVTCe5YU6P3tAyiy5xYcro5QgpMjyLPnmcmp8YEfUWLC8ECSyfTHDjzog.jpeg
No.DateTitleThumbnail
05.11-06-2024"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT "3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png
No.DateTitleThumbnail
06.12-06-2024Better life with steem-The Diary Game-11th June, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y73K8DNurZNMwFakxfoZzx2zpaRU6r3EHQ44pjk5zNv8NM6vy2XEjpuzJ3wnoD46Sc3ZuFSCKwr4r9yhT1ZiLDbJjbXhG.jpeg
No.DateTitleThumbnail
07.13-06-2024"অর্থের কাছে মানবিকতা বিক্রিত না হোক, এইটুকুই চাওয়া"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81SbBp4nRbxu6TUptDN6zedYcHTpR9iXurHDCWWB9yNUU3hMiwXaxTSHiaa6NzMKTmo5r6Ys4onXR4urpvZ51AW2BrksCS.jpeg

1672344690977_010726.jpg

"উপসংহার"

এই ছিল আমার এই সপ্তাহের কার্যাবলী। তবে এই সপ্তাহে অন্য সকলের পোস্ট পড়ার সুযোগ খুবই কম হয়েছে এবং মন্তব্যও তেমন ভাবে করা হয়ে ওঠেনি। তবে আগামী সপ্তাহ থেকে আমার আগের মতন কাজ করবো।

এই রিপোর্ট সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
 22 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আপনার এই সপ্তাহের কর্মকান্ড আমাদের সাথে শেয়ার করার জন্য। পরিবারের কেউ অসুস্থ হলে অনেক খারাপ লাগে। আর তাদের নিয়ে যারা হসপিটালে থাকে তাদের অবস্থা ও অনেক খারাপ হয়ে যায়। এটা আমি বুঝতে পারি কারণ এমন আমার সাথে অনেকবার হয়েছে। তার মধ্যেও আপনি কমিউনিটির অনেক ছোট বড় কাজ করেছেন যেটা আপনার পোস্টে উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে এত কিছুর পরেও আপনি অনেক সুন্দর একটি সাপ্তাহিক দিনলিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Congratulations!

Your post has been upvoted by @steemladies.
The community where the Steemian ladies can be free to express themselves, be creative, learn from each other, and give support to their fellow lady Steemians.

Manually curated by patjewell for Steem For Ladies

Steem For Ladies

 22 days ago 

ঐদিন টিউটোরিয়াল ক্লাসে যখন আপনি যুক্ত হয়েছেন, তখন আপনি বলেছিলেন আপনি হসপিটালে রয়েছেন। আসলে আমি যতদিন থেকেই কমিউনিটির মধ্যে কাজ করছি। মোটামুটি আপনার ফ্যামিলি বা অসুস্থতার সবকিছু মিলিয়ে আপনি অনেকটা ব্যস্ত থাকেন। কিন্তু তারপরেও কমিউনিটির কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও চেষ্টা করেছেন নিজের সারা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য। ধন্যবাদ ভালো থাকবেন।

Loading...
 21 days ago 

ব্যস্ততা জীবনের মধ্যে ও সুন্দর করে একটি সপ্তাহের কার্যক্রম আবার ও আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখা অনেক ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

 21 days ago (edited)

You are really doing a great job it is not easy as it looks.
Hat's off to u

 21 days ago 

প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও আপনি আপনার সাপ্তাহিক রিপোর্ট এর ডিটেইলস প্রকাশ করেছেন।
আমরা জানি যে,আপনি ও আপনার পরিবার একটা খারাপ সময়ের মাঝখান দিয়ে যাচ্ছেন। এর মাঝেও আপনি কমিউনিটির প্রতিটি দায়িত্ব পালন করে যাচ্ছেন একনিষ্ঠভাবে যা সত্যিই প্রশ্নংসার দাবিদার।
এত সুন্দর করে সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।

 21 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এই সপ্তাহের সকল কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য। সত্যিই যত দিন যাচ্ছে আপনাকে দেখে ততো অবাক হচ্ছি। কারণ আপনি একা একজন মানুষ হয়ে এত কাজের চাপ যেভাবে সামলিয়ে ওঠেন। সেটা আসলে প্রশংসার যোগ্য। আপনি ফ্যামিলিগত দিক থেকে অনেক চাপের মধ্যে আছেন। তারপরও আমাদের মাঝে এরকম সুন্দর একটি তথ্যবহুল পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 21 days ago 

প্রথমে আপনার শ্বশুর মশার জন্য দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আজকে আপনার একটি কমেন্ট পড়ে জানতে পারলাম যে আপনার শ্বশুর মশাই এখন বাড়িতে ঔষধের ওপরে চলছে।

এত ব্যস্ততার মধ্যেও আপনি আপনার কার্যক্রম গুলো খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন । আমি রীতিমতো অবাক আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে, নিজের উপর যে দায়িত্ব তাতে কোন কিছু কমতি নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আপনার সাপ্তাহিক প্রতিবেদন আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।

 20 days ago 

হাসপাতালে থাকাকালীন সময় আসলেই নেটওয়ার্কের অনেক সমস্যা হয়ে থাকে।কিন্তু তবুও আপনি চেষ্টা করেছিলেন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। সাপ্তাহিক বুমিং রিপোর্ট আমাদের মাঝে খুব সততার সাথে তুলে ধরায় আমি আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই।