আজ বেশ কিছুদিন ধরে আমাদের এলাকায় ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে ।

in Incredible India4 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন, এবং আপনাদের দোয়ায় আমিও ভাল আছি, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, আজ বেশ কিছুদিন ধরে আমাদের এলাকায় ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে সে বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব।

আমি সামনের মাসে বাড়িতে গিয়েছিলাম এবং বাড়িতে যাওয়ার পরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যেটা দেখে আমি মনে করছিলাম এবার মনে হয়, ঠান্ডাটা একেবারে নিয়ে চলে আসবে এই বৃষ্টিতে কারণ সাধারণত যখন বৃষ্টি হয় তার পরপরই ঠান্ডার প্রভাবটা আস্তে আস্তে পড়তে শুরু করে,

কিন্তু আমার ধারণাটা একেবারে ভুল ছিল, আমার বাড়িতে যখন আমি গিয়েছিলাম তখন একটানা ৪ দিন বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছিল এবং এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে ঘর থেকে বারনের কোন অবস্থায় ছিল না।

ray-2174602_1280.jpg
Src
এবং আমি মনে করছিলাম যে খুব দ্রুত হয়তো ঠান্ডা চলে আসবে এটা ভেবে আমি খুবই আনন্দ উপভোগ করছিলাম। কিন্তু হঠাৎ করে বৃষ্টির পরপরই এত পরিমাণে গরম এবং তাপমাত্রা বেড়ে গিয়েছে যেটা আমার জানার বাইরে ছিল এবং আমি যে আনন্দটা উপভোগ করছিলাম সেটাও আমার মাটি হয়ে গিয়েছে।

কিন্তু আবারো আজ বেশ কিছুদিন ধরে আমাদের এখানে ভালোই বৃষ্টি পড়ছে, সকালে দুপুরে রাত্রে প্রায় সবসময়ই বৃষ্টি হতেই চলেছে। এবং আমি আবারো আশাবাদী করছি যে যে এবার্কের বৃষ্টির শেষ হয়ে যাওয়ার পরপরই ঠান্ডা চলে আসবে। কারণ ঠান্ডার সময় আমার কাছে প্রচুর ভালো লাগে। এর কারণে আমি ঠান্ডা যদি আসে সেই কারণে নিজে অনেক আনন্দ পাই।

nature-3681152_1280.jpg
Src
কিন্তু বলতে পারছি না গেছে বারের মতন এবারও তেমনটাই হয় কিনা, কেছে বার আমি তো বৃষ্টির কারণে আনন্দ করছিলাম বলে তারপরে আবারও তাপমাত্রা তীব্রতা বেড়ে চলেছিল এবারও আজ ২-৩ দিন ধরে ব্যাপক আকারে বৃষ্টি হচ্ছে এখনো কি এই বৃষ্টি পড়ে আবারো তাপমাত্রা বাড়ে কিনা সেটা সঠিক বলতে পারব না কিন্তু আমি মনে করি এখন আর তাপমাত্রা বাড়বে না।

কারণ এরকম সময় সাধারণত শীতের মৌসুমটা চলে আসে এবং হালকা হালকা ঠান্ডা ওপরে যায়, আমার মতন আপনাদের কার কার ঠাণ্ডা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন।

আর একটা কথা আপনাদের ওদিকেও কি আমাদের এখানকার মতন ঘন ঘন বৃষ্টি হচ্ছে কিনা সেটাও একটু যদি কমেন্টে জানিয়ে দেন তাহলে আরো সবচেয়ে ভালো হবে।

এবং শীতের সময় ভালো লাগার আরো কিছু বিষয় আছে গুলোর মধ্যে হল শীতের সময় শাকসবজি বলেন এবং বিভিন্ন ধরনের তরকারি খেতে খুবই মজা লাগে ওই সময় টাটকা টাটকা তরকারি পাওয়া যায়। খালি টাটকা টাটকা তরকারি না বিভিন্ন ধরনের শীতের মৌসুমের জিনিস ওঠে যেগুলো আমরা মানুষের সেরা খুবই পছন্দ করে থাকে।

তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করেছি সেটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 4 months ago 

সামনেই শীতের মৌসুম আর এই মৌসুমে সবচাইতে বেশি শাকসবজি পাওয়া যায়। তবে আবহাওয়া পরিবর্তনের কারণে শীতের মৌসুমে এখন বৃষ্টি হচ্ছে এতে কৃষকের অনেক ক্ষতি হচ্ছে অনেক জায়গায়। যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ অনাবৃষ্টির সম্পর্কে আমাদেরকে অবগত করার জন্য ভালো থাকবেন।

 4 months ago 

বেশ কিছুদিন ধরে আমাদের এখানেও অঝোরে বৃষ্টি হচ্ছে। শরতের শেষের দিক থেকে হালকা ঠান্ডা করা শুরু হয়। তবে শোনা যাচ্ছে এখন বেশ কিছুদিন ধরে বৃষ্টি হবে। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

আপনাকে অসংখ্য ভাবে ধন্যবাদ জানাই আপনি আমার এই পোস্টটি পড়েছেন এবং আপনার মূল্যবান মতামত অনেক সুন্দর করে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।