Contest of July #1 by @sduttaskitchen| Which do you value more: Name or Fame?

in Incredible Indialast month
Free Minimalist Modern Neutral Gift Certificate Voucher.png

Edited by Canva

সবার প্রতি শুভেচ্ছা রইলো।আশা করি সবাই ভালো আছেন। আমাদের কমিউনিটিতে শ্রদ্ধেয়া অ্যাডমিন ম্যাম @sduttaskitchen এর কর্তৃক আয়োজিত জুলাই মাসের প্রথম সপ্তাহে এমন একটা চমৎকার বিষয়বস্তু নিয়ে প্রতিযোগিতার আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ।

এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু হলো ,আমি কোনটিকে বেশি গুরুত্ব দিয়ে থাকি নাম নাকি খ্যাতি। নিচে আমার মতামত তুলে ধরছি।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

Which do you value more: Name or Fame(choose anyone) and describe the reason behind your choice.

elon-6083103_1280 (1).jpg

pixabay

'নাম ও খ্যাতি ' দুটিকে প্রায় সমার্থক শব্দই বলা যায় কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখলে এর মাঝে পার্থক্য লক্ষ্য করা যায়। মানুষ তার ব্যবহার ও কথার মাধ্যমে প্রকাশ না করলেও নাম ও খ্যাতি প্রতিটা মানুষই প্রত্যাশা করে থাকে। নাম এবং খ্যাতি এই দুটোর মাঝে যদি আমাকে যেকোনো একটিকে বেছে নিতে , তাহলে আমি অবশ্যই নামকে বেছে নিবো। খাতির থেকে নামের গুরুত্ব আমার কাছে অনেক বেশি।

বর্তমান সময়ে একজন মানুষ এর জন্য খ্যাতি অর্জন করাটা অনেক বেশি সহজ হয়ে গেছে। বিভিন্য সংবাদমাধ্যম , সোশ্যাল মিডিয়া ও ইউটিউবের মতো জিনিসগুলোর কল্যাণে মানুষের খ্যাতি অর্জন করতে সময় লাগে না। আসতেও যেমন সময় লাগে না তেমনি যেতেও সময় লাগে না।

কিন্তু নাম একজন মানুষের কাজের প্রতি ভালোবাসা ,সততা ,নিষ্ঠা ,অঙ্গীকার ,ও পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে গড়ে উঠে। যার কারণে তার ভিত্তিও হয় মজবুত । সবচেয়ে বড়ো কথা ,আমি করতে পেরেছি এটা ভেবে আত্মতৃপ্তি পাওয়া যায় । অনেক সময় মানুষ মারা গেলেও তার নাম থেকে যায় হাজার বছর ধরে। আর একারণেই আমি নামকেই পছন্দ করবো খাতির পরিবর্তে।

What's the difference between Name and Fame? Describe.

red-carpet-3185727_1280.jpg

pixabay

আপাতদৃষ্টিতে 'নাম ও খ্যাতি' এই দুইটা শব্দকে অনেকটা একই রকম মনে হয়। যদিও বাস্তবে এর অর্থ ভিন্য রকম। উপরের প্রশ্নের উত্তরেও আমি লিখেছি যে নাম অর্জন করতে একজন মানুষকে অনেক সময় ,পরিশ্রম ,সততা ,ভালোবাসা ইত্যাদি দিয়ে বলা যায় একদম শূন্য থেকে শুরু করতে হয়।

অপরদিকে একজন মানুষ যেকোনো সময়ে খ্যাতি অর্জন করতে পারে। সেটা ভালো ও খারাপ দুই ধরণের কাজের জন্যই হতে পারে। এই খ্যাতি সৎপথে থেকেও যেমন পাওয়া যায় আবার তেমনিভাবে অসৎপথ অবলম্বন করেও পাওয়া সম্ভব।

নাম অর্জন করি ব্যাক্তি সব সময় খ্যাতি নাও পেতে পারে।উদাহরণ স্বরূপ বলতে পারি যে আমরা কজন পৃথিবীর বিখ্যাত সব বিজ্ঞানীদের নাম জানি। কিন্তু পৃথিবীর মঙ্গলের জন্য তাদের নাম থেকে যাবে যুগের পর যুগ ধরে। কিন্তু খ্যাতি অর্জনকরি ব্যাক্তি বলা যায় জ্বলন্ত সূর্যের মতো কিংবা রাতের আকাশে তারার মতো ঝলমল করে সবার চোখে পরে।

সেটা যে সবসময় ভালো কাজের জন্য এমনও না। বিশেষ করে বর্তমান সময়ে মানুষের ভাইরাল হতে সময় লাগে না। এর জন্য খুব বেশি যোগ্যতারও প্রয়োজন হয় না। কিন্তু বেশিরভাগ সময়ই তাদের স্থায়িত্ব খুবই কম। হঠাৎ করেই যেমন সবার নজরে আসে , তেমনিভাবে হঠাৎ করেই একদিন তারা হারিয়ে যায় এবং তার জায়গা অন্য একজন এসে দখল করে।

Do you think Name and Fame are essential in our lives? Share your viewpoint.

সত্যি কথা বলতে আমরা আমাদের জীবনে নাম ও খ্যাতি দুটোই চাই। আমরা সবাই চাই আমরা আমাদের কাজে সফল হই । আমাদের বাড়ি গাড়ি টাকা সবকিছুই থাকে । মানুষজন যেন আমাদেরকে সন্মান করে।,রাস্তা দিয়ে চললে যেন সবাই আমাদেরকে চিনতে পারে ,অটোগ্রাফ না নিলেও যেন মানুষ দ্বিতীয়বার আমাদের দিকে তাকায় কিংবা আমাদেরকে দেখিয়ে বলে যে ,ঐযে দেখ অমুক যাচ্ছে।
এটা আমরা মুখে স্বীকার না করলেও মনে মনে বেশিরভাগ মানুষেরই চাওয়া। আর এই চাওয়া পূরণ করতে গিয়ে অনেকেই বিভিন্য শর্টকাট পদ্ধতিও অবলম্বন করে থাকে।

কিন্তু আমাকে যদি প্রশ্ন করা হয় যে ,এই দুটো আমাদের জীবনে একান্তই অপরিহার্য কিনা তাহলে আমি বলবো না। আমি আমার খুব কাছের দুই জন মানুষকে দেখেছি যে ,তাদের যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও নাম ও খাতির পেছনে না দৌড়ে খুব সাধারণ জীবনযাপনকে বেছে নিয়েছেন।

soap-bubbles-8253276_1280.jpg

pixabay

তারা তাদের জীবনে অনেক নাম ও খ্যাতি অর্জন না করলেও খারাপ নেইএবং তাদের সন্তানেরাও ভালোমতোই মানুষ হয়েছে । সবচেয়ে বড়ো কথা তারা মনের দিক থেকে শান্তিতে আছে এবং মানুষ তাদেরকে সন্মান করে। তাই আমার মনে হয় জীবনে নাম ও খ্যাতি থাকতেই হবে এমন না। এই দুটো ছাড়াও শান্তিতে থাকা সম্ভব। আর মনের শান্তির চাইতে বড়ো কিছু হতে পারে বলে মনে হয় না।

What are the ways to achieve them?

success-938345_1280.jpg

pixabay

আমার কাছে শূন্য শুধুমাত্র একটা সংখ্যা না বরং সবকিছুর শুরু। তাই এই শূন্য থেকেই সবকিছু গড়তে হবে এই মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ।
অনেক মানুষই জীবনের শুরুতেই অন্যের বাড়ি গাড়ি দেখে অনেক বেশি কিছু আশা করে আর সেটা না পেয়ে বিষণ্ণতায় ভুগতে থাকে এবং অনেকে কাজ করাই ছেড়ে দেয় কিংবা অমনোযোগী হয়ে পরে আবার অনেকে সফলতা পাওয়ার জন্য বিভিন্য ধরণের অবৈধ পথে পা দেয়।

অথচ যদি নিজের কাজের প্রতি মনোযোগ ,সততা ,পরিশ্রম ,ভালোবাসা ও ধৈর্য থাকতো তাহলে কিছুটা সময় লাগলেও স্থায়ীভাবে নাম ও খ্যাতি অর্জন করা সম্ভব হতো । কিন্তু শর্টকাট পদ্ধতিতে যদি নাম ও খ্যাতি অর্জন করা হয়ও তাহলে সেটা দীর্ঘস্থায়ী হবে না।
একটা বিল্ডিং যেমন ধীরে ধীরে তার ফাউন্ডেশন মজবুত করে তৈরী করে তার উপর ভিত্তি করে গড়ে উঠে ,ঠিক তেমনিভাবে কাজের ক্ষেত্রেও ধীরে ধীরে ভিত্তি মজবুত করে সামনে এগিয়ে গেলে নাম ও খ্যাতি অর্জন করা সম্ভব বলে মনে করি আমি।

প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি @amekhan (65) , @sanaula এবং @monikarmakar (61)কে এই কন্টেস্টে অংশগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।



Thank You So Much For Reading My Blog

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

Sort:  
 last month 

নাম ও খ্যাতি এক নয় নাম কমাতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে এবং ভালো কিছু করতে হবে তাহলে আপনার নাম কমাতে পারবেন।

এবং খ্যাতি হল আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন আপনার যে সম্মান এ সম্মানটা আপনি যদি না অর্জন করতে পারেন তাহলে আপনার এই খ্যাতি কোন দামই থাকবে না। যাইহোক আজকে আপনি অনেক সুন্দর করে প্রশ্নের উত্তর গুলো দিয়েছেন এবং আমাকে এই কনটেস্টের
পার্টিসিপেট করার জন্য ইনভাইট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last month 

একদম ঠিক বলেছেন যে, নাম ও খ্যাতি এক এক নয় আর এই দুটো অর্জন করতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে।
আশা করি আপনিও এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে আমাদেরকে চমৎকার একটা লেখা পড়ার সুযোগ করে দিবেন।
ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ভালো থাকবেন সব সময়।

 last month 

আপনাকে অসংখ্য ভাবে ধন্যবাদ জানাই আপনি আমার কমেন্টের রিপ্লাই দিয়েছেন এবং আমি অবশ্যই চেষ্টা করব এই কনটেস্ট পার্টিসিপেট করে একটি সুন্দর পোস্ট আপনাদের উপহার দেওয়ার জন্য।

Loading...
 last month 

প্রতিযোগিতা অংশগ্রহণ করে ফেলেছেন আমি ভাবছি দু-ই এক দিনের ভিতর করে ফেলব। তবে আপনার লেখা পড়ে আমার ভীষণ ভালো লাগছে।
আপনি কিন্তু একদম ঠিক বলেছেন নাম এবং খেতে অর্জন করতে।অনেক কঠোর পরিশ্রম করতে হয়,, যদি আমরা সৎ থাকি এবং সৎভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাই তাহলে এটা স্থায়ী হবে।

আর যদি বর্তমান সময়ের মতো অসৎ সংখ্যা টাই বেশি থাকে, তাহলে এটা কখনোই স্থায়ী হবে না দেখা যাবে মৃত্যুর পরেও মানুষ বাজে মন্তব্য করবে।
যাইহোক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিযোগিতার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 28 days ago 

আপনার লেখা আমি পড়েছি। আপনি নাম ও খাতির মাঝে নামকেই বেঁচে নিয়েছেন। ঠিকই লিখেছেন যে বর্তমান সময়ে খাঁটি অর্জন করতে সময় লাগে না। আপনার সথে সময়ও একমত যে ,আমাদের সৎপথে থেকে জীবনযাপন করতে হবে।