You are viewing a single comment's thread from:

RE: The Diary Game || 11 May 2024 || Full day program in laboratory

in Incredible India2 months ago

বেশ কিছুদিন ধরে চলা তীব্র গরমের পরে তার দেশের প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টি হচ্ছে। এর মাঝে ঢাকাতে বোধহয় সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। কিন্তু তারপরও যেটুকু হয়েছে তাতেই অনেক শান্তি পাওয়া যাচ্ছে।
বৃষ্টির জন্য অফিস থাকলে একটু ঝামেলাই হয়।
আমার কাছে মনে হয় যে বৃষ্টি এমন দিনে নামা উচিত যেদিন আমরা বাসা থেকে বের হব না।কিন্তু সেটা তো তার সম্ভব না, সে বৃষ্টি হোক আর না থাক অফিসে যেতেই হবে বা অন্যান্য কাজকর্ম করতেই হবে।
আপনি ডাল সবজি আর তন্দুর রুটি দিয়ে নাস্তা
করে অফিসে গিয়েছিলেন।
আপনার দিনলিপি করে ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময়।

Sort:  
 2 months ago 

হ্যাঁ আসলে বৃষ্টির মধ্যে অফিসে যাওয়া ভালো লাগেনা এই সময়টুকু বাসায় অতিবাহিত করতে খুব মন চায়। তবে যাই হোক বৃষ্টির থেমে যাওয়ার পর গিয়েছি। ধন্যবাদ জানাই চমৎকার একটি মন্তব্য তুলে ধরার জন্য।