প্রিয় কেউ চলে গেলে তাঁর অভাব কখনোই পূরণ হবার না। আপনার দাদু চলে গেছেন এই মাসে। আপনার এই অভাববোধটা কিছুটা হলেও আমি অনুভব করতে পারি। কারণ এই মাসে আমার বাবা ও শাশুড়ি মা মারা গেছেন। তাদের অভাব খুবই তীব্র ভাবে অনুভব করি। কিন্তু কিছু করারও নেই। নিজেকে সান্তনা দেই যে তারা আমার সাথেই আছেন।