চ্যালেঞ্জের সময় মনে রাখা এবং পালিত দিকনির্দেশনা।

in Incredible Indialast year (edited)
20230831_200254_0000.png

এই কমিউনিটি সহ বর্তমানে প্ল্যাটফর্মের সকলেই অবগত যে এনগেজমেন্ট চ্যালেঞ্জের এবারের দ্বাদশ পর্বে আমাদের কমিউনিটি মনোনীত হয়েছে।

এটা একটা প্রাপ্তি এবং প্রাপ্তির পাশাপশি সততা ও পরিশ্রমের ফল।

কাজেই, প্রতি সময়ের মত এবারও এখানে, মানে এই কমিউনিটির সদস্যদের উদ্দেশ্য কিছু কথা জানিয়ে রাখতে চাই।

কারণ, সময়ের সাথে বহু মুখ পরিবর্তিত হয়েছে, অনেকের ক্ষেত্রেই দেখা যাবে;
এটা তার প্রথম এনগেজমেন্ট চাক্ষুষ করা কমিউনিটিতে কাজ করা শুরু করবার পরে।

যদিও, আজকে টিউটোরিয়াল ক্লাসের আয়োজন কথাগুলো জানানোর উদ্দেশ্যেই করা, তবুও দেখা যায় অনেকেই সেখানে উপস্থিত থাকতে পারেন না।

আবার অনেকের ইন্টারনেট সমস্যা করে।
কেউ দেরিতে যোগদান করাতে অর্ধেক বিষয় জানতেই পারেন না।

বিভিন্ন, অসুবিধার কথা মাথায় রেখে, যে বিষয়গুলো আলোচনা করবো টিউটোরিয়াল ক্লাসে তার একটি সারমর্ম আজকে পোস্টের মাধ্যমে লেখা শুরু করলাম;
ভারতীয় সময় ৫টা বেজে ৫মিনিটে।

যদিও লেখাটি প্রকাশ করবো দেরিতে,
কারণ অনেক সময় দেখা যায় কিছু কথা ক্লাসে বলতে ভুলে গেলাম;
সেটা এই লেখায় যদি লেখা প্রকাশের আগে যোগ করে দেওয়া যায়, তাহলে আর কাউকেই সমস্যায় পড়তে হবে না।
অন্ততপক্ষে তাদের ক্ষেত্রে যারা আমার লেখা পড়বেন।

যাইহোক, এবার কোন কাজ করতে হবে, তার আগে জানাই কোন কাজগুলো একেবারেই করবেন না চ্যালেঞ্জ চলাকালীন।

  • কোনোভাবেই কোনো চ্যালেঞ্জে (কমিউনিটির ভিতরে বা বাইরে) অংশগ্রহণ করলে, সেখানে কমিউনিটির একাউন্টে (meraindia) বেনিফিশিয়ারি সেট করবেন না।

  • ছবিসহ লেখা যেনো চৌর্যৃবৃত্তি বহির্ভূত হয়।

  • কোনোরকম নকল বুদ্ধিমততাসম্পন্ন লেখা এখানে একেবারেই লেখা নিষিদ্ধ(সেটা যেকোনো সময়); কাজেই চ্যালেঞ্জের সময় এমন কোনো বিষয় নিয়ে পোস্ট লিখবেন না, যেই বিষয় আপনার দক্ষতা নেই। আপনাকে কোথা থেকে পড়ে, জেনে বা দেখে লিখতে হবে।

  • লেখা অনুযায়ী hash tag ব্যবহার করবেন, যেভাবে আপনাদের শেখানো হয়েছে ইতিপূর্বেও।

  • নিজেদের ক্লাব নিজেরা প্রতিদিন দেখে পোস্ট করবেন, সাথে সমস্ত লিংক দিয়ে নিজেদের পোস্ট দেখে নিয়েই পোস্ট করবেন।

কারণ, নিজের লেখা বলে অনেকেই হয় পুরনো ছবি, নয় নিজের পুরনো লেখা এখানে পুনরাবৃত্তি করেন, এটাকে কিন্তু সেলফ plagiarism বলে।
কাজেই, সেটাও কিন্তু একেবারেই করা যাবে না।

উপরিউক্ত বিষয়গুলো যারা অবজ্ঞা করবেন, অথবা পালন করবেন না; সেক্ষেত্রে, তৎক্ষণাৎ এই কমিউনিটি থেকে তাকে মিউট করে দেওয়া হবে, abuser ট্যাগ দিয়ে।



এখন দেখা যাক কোন বিষয়গুলো চ্যালেঞ্জের সময় করা সঠিক কাজের মধ্যে পড়ে:-
  • চ্যালেঞ্জের সময় নিজের পাশাপশি, অন্যের পোস্ট পড়ুন, এই সময় দক্ষ এবং বহুবছর ধরে এই প্ল্যাটফর্মে কর্মরত ব্যাক্তিদের লেখা পড়ার এবং সঠিকভাবে লেখা উপস্থাপনের পদ্ধতি আপনারা শিখতে পারবেন।

  • এরপর বলবো কমেন্টের কথা, আপনারা জানেন ভালো লেখার সাথে ভালো কমেন্ট কেও এখানে মূল্যায়ন করা হয়, কাজেই নিজের লেখা ভাগ করে নেওয়ার পাশাপশি, নিজের প্রতিদিনের কর্মরত সহকর্মীদের পোস্টে গঠনমূলক কমেন্ট করুন।

  • প্রত্যেকে, বিশেষ করে যে সকল ইউজার আইডি তে আমরা ট্যাগ দিয়েছি, সেটা মেম্বার হোক বা newbies সকলেই অবশ্যই চ্যালেঞ্জে অংশগ্রহণ করবেন, এবং যতটা সম্ভব সুন্দর করে নিজের লেখাকে সুন্দর, নির্ভুল ভাষা সহ মার্কডাউন ব্যবহার করে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করবেন।

তবে এমনটা না হয়, লেখায় কিছু নেই, শুধু মার্ক ডাউন সার।

  • এখানে জানানো হয়, প্রতিটি পোস্টে কমপক্ষে ১০ টি সমর্থন সহ ৫ টি যথাযত কমেন্ট থাকতে হবে, সেই পোস্টটি মনোনয়নের জন্য।

কাজেই, নিজেদের মধ্যে ঐক্যতা বজায় রেখে, একে অন্যের পোস্ট পড়ুন এবং কমেন্ট করুন।

যদিও ভোটের নিশ্চয়তা নেই,
সেটা জানিয়েই দেওয়া হয়েছে সকলকে।
তবুও, নিজেদের নিয়ম মেনে চলতে হবে, কারণ নিয়ম মেনে চলতে পারলে সমর্থনের সম্ভবনা বেড়ে যায়।

  • যাদের লেখার মান খুবই উন্নত তারা এইসময় প্রতিদিন পোস্ট করবেন, এবং বাংলার পাশাপাশি অন্ততপক্ষে শীর্ষকটি প্রথম বন্ধনীতে ইংরিজিতে লিখে দেবেন। সংক্ষিপ্ত অথচ মানে বহনকারী।

  • এরপর বলবো নিজেদের ভোটিং CSI >৫ রাখবেন।

  • শব্দ সংখ্যা যেনো সব লেখায় ৩৫০ অধিক থাকে, কিন্তু হিজিবিজি নয়, আর কুশল বিনিময়, শেষে ভালো থাকবেন দিয়ে লেখার শব্ধ বৃদ্ধি, সেটা প্রকৃত শব্দ সংখ্যায় গণ্য করা হবে না।
    কাজেই শব্দ ধরা হবে সেটুকুই যেখানে আপনার মূল বিষয়টি আছে।

এটা সঠিক সময় যখন আপনি নিজের আইডি কে পরিচিত করতে পারবেন সকলের মাঝে, নিজের লেখার দক্ষতা, নিজের সততা, পরিশ্রম সবটাই নজর কেড়ে নিতে সক্ষম হতে পারে, যেটা আপনাদের এই সময় করা কাজের উপরে নির্ভরশীল।

বিষয়টা হচ্ছে সবটা শিখিয়ে, বলে এবং লেখার মাধ্যমে অবগত করার পরেও যদি কাউকে অনৈতিক কাজ করতে দেখা যায়, সেখানে ক্ষমার কোনো জায়গা নেই।

এই কমিউনিটি শুধু সৎ এবং পরিশ্রমী লেখক লেখিকা দের জন্য, অসাধু কারোর কোনো জায়গা এখানে নেই, এটা মাথায় রাখতে হবে।

একজনের জন্য, অন্যদের ক্ষতি এখানে কখনোই মেনে নেওয়া হবে না।

অবশেষে বলতে চাই, যেকোনো বিষয় নিয়ে যদি সন্দিহান থাকেন, Discord এ যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করে তবেই, সেটি এখানে ভাগ করে নেবেন। আশাকরি সকলে লেখাটি মনোযোগ সহকারে পড়বেন এবং নিয়ম মেনে কাজ করবেন।

I9Ws6mn5yoT8JYcTf1.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeTntZEMjmNE2ojS3wJkRgH4FAk5wzUJTnRwSJu27LuNnR3DZNbpLAeQCyaNbnKVWTpGhovHtq.gif

Sort:  

আমরা চ্যালেঞ্জের পার্টিসিপেট করার সময় অবশ্যই আপনার বলা নিয়মাবলী মেনে পার্টিসিপেট করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো কষ্ট করে আমাদের মাঝে নিয়মাবলীগুলো উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

Loading...
 last year 
ম্যাডাম আপনি আপনার সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাসে বলা কথাগুলো আবারো লেখনীর মাধ্যমে আমাদের কমিউনিটির সকলকে সার্বিক বিষয়ে অবগত করলেন যে, এই প্লাটফর্মে অদক্ষতা, অসততা ও অনৈতিক কোন কাজ এখানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং কনটেস্টে অংশগ্রহণকারীদের জন্য পূর্ণাঙ্গ একটি ধারণা আমাদেরকে প্রদান করেছেন আপনার সুন্দর সাবলীল লেখনীর মাধ্যমে। আমার মত যারা কনটেস্টে এই প্রথমবার অংশগ্রহণ করবে তাদের জন্য খুবই সহায়ক আপনার লেখাটি। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, এত সুন্দর একটি পরামর্শ ও সচেতনতা মূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 last year 

আপনি বরাবর আমাদের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন একটা জিনিস না বুঝলে সেটা বরংবার আপনি বুঝে দেওয়ার চেষ্টা করে থাকেন ৷ আসলেই আপনার মত একজন পরিশ্রমী মানুষ এই কমিউনিটি তে থাকা খুবই গুরুত্বপূর্ণ ৷

আর আমরা যারা সকল সদস্য রয়েছি আমাদের উচিত এডমিন মহোদয়া দিদির সকল গুরুত্বপূর্ণ তথ্য গুলি আমাদের খুব দায়িত্বের সাথে মেনে চলা ৷

আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ৷ নিজের প্রতি খেয়াল রাখবেন ৷ 🙏🙏

 last year 

ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব,,,, সম্পূর্ণ নিয়ম মেনে সঠিকভাবে সততার সাথে কাজ করে!আপনার হাত ধরে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য! এবং যারা আমাদের সাথে আছে,,, তাদেরকে সঠিক বিষয়টা বুঝিয়ে আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য।

এই নিয়মগুলো আপনি আমাদেরকে বারবার বুঝিয়েছেন! অতএব আমি মনে করি আপনার এত সহজ নিয়ম যারা মেনে কাজ করতে পারবেনা! তারা কখনোই এই প্লাটফর্মে টিকে থাকতে পারবে না! অসংখ্য ধন্যবাদ,,, টিউটোরিয়াল ক্লাসে আপনি যে কথাগুলো বলেছেন! সেই কথাগুলো আবারও আমাদের সাথে পুনরাবৃত্তি করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 last year 

এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো আর সুস্থ থাকবেন সবসময়।

 last year 

টিউটোরিয়াল ক্লাসে সবকিছু বলে দেওয়ার পরও, আমাদের সুবিধার জন্য আপনি সবকিছু আবারো পোষ্টের মাধ্যমে লিখে দিয়েছেন। এতে আমাদের জন্য সবচাইতে বেশি ভাল হয়েছে কারণ আমরা অনেকেই আছি যেটি টিউটোরিয়াল ক্লাসে বলেন অথচ আমাদের মনে থাকে না।

আপনি সেই সব কিছু পোস্টের মাধ্যমে লেখে দিয়েছেন এতে করে আমাদের অনেক ভালো হয়েছে। আমরা কোন কিছু ভুলে গেলে, আপনার পোস্টে এসে পড়ে সেটি সংশোধন করতে পারবো।

 last year 

ধন্যবাদ এডমিন ম্যাম। এটা আসলে সবার পরিশ্রমের ফল। পোস্টটি আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ গত হ্যাং আউটে আমি যুক্ত হতে পারি নি। আপনার দেওয়া দিকনির্দেশনাগুলো যথাযথ ভাবে পালন করবো ইংশাআল্লাহ।

 last year 

যদিও আপনার বেশ কিছু পোস্টে এবং কমিউনিটির সাপ্তাহিক ক্লাসের মাধ্যমে ইতিপূর্বে অনেক বার এই বিষয়টি উপস্থাপিত। তারপরেও অনেক স্টিমিয়ানের ভুল হচ্ছে।

আশাকরি আপনার আজকের এই লেখাটি সবার জন্য সেই ভুল গুলো শুধরে নেয়ার একটি সুবর্ণ সুযোগ। অবশ্যই লেখাটিতে মনোযোগ দিতে হবে।

 last year 

টিউটোরিয়াল ক্লাসে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনি আমাদেরকে অবগত করেছেন। খুবই সুন্দরভাবে বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তারপরও যারা টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত হতে পারেনি কিংবা অনেকের নেটওয়ার্কের সমস্যা থাকে এজন্য আপনি এ বিষয়গুলো আবারও আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই টিউটোরিয়াল ক্লাসের কথাগুলো আমাদের সাথে আবারও পুনরাবৃত্তি করার জন্য। ভালো থাকবেন।