আজকের দিন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলো।

in Incredible India14 days ago
1000028130.png

আমি গত পরশু রাতে ঘুমিয়েছি, সেই থেকে এখনও পর্যন্ত এক ফোঁটাও ঘুমাতে পারি নি!
ভেবেছিলাম দুপুরে একটু বিশ্রাম নেবো, কিন্তু ভাবলেই নিজের মনের মত করে সবটা হয়না।

আজকে বিকেলে বাজার যাবার কথা ছিল, সময়ের অভাবে তাও যাওয়া হয়নি।
সকাল থেকেই ভীষণ ক্লান্ত লাগছিল শরীরটা সারা রাত না ঘুমানোর কারণে।

তারপর যথারীতি ঘরের কাজ এবং কমিউনিটির দুটো পোস্ট করার ছিল। এর মাঝে বেশ কিছু ফোন এসেছিল, ফলস্বরূপ বিশ্রাম আর হলো না।

শুধু যে ফোনের কারণেই তাই নয়, আজকাল বেশ একটা মজার খেলা খেলার সুযোগ পেয়েছি।
আমি বরাবর সত্যান্বেষী বিষয় নিয়ে আগ্রহী, আর ঠিক এরকম একটা সুন্দর সুযোগ বেশ কিছুদিন ধরেই করে দিয়েছেন কিউরেটর এক্।

সেই খেলায় আজ আমি অংশগ্রহণ করলেও জেতার সুযোগ পাই নি! এটা মনকে খারাপ করে দিলেও জেতার জেদ অনেকখানি বাড়িয়ে দিয়েছে।

এটা খুব সুন্দর একটা পরিকল্পনা, তাই নিজের লেখা এখন, মানে ভারতীয় সময় রাত ১২ টা বেজে ৫২ মিনিটে লিখতে বসেছি।
এই লেখার শেষে কিউরেশন শুরু করবো, মানে আজও কখন ঘুমোতে যাবো ঠিক নেই!

তবে, জীবনে কিছু শেখা অথবা প্রাপ্তির জন্য, এই পরিশ্রমে আমার কোনোদিন কার্পণ্য ছিল না, আর শরীর সঙ্গ দিলে ভবিষ্যতেও থাকবে না।

মাথার পিছনে যখন কাজের কথা চলতে থাকে তখন মনোযোগ এ বিঘ্ন ঘটে এটা আজকে আমি শিখলাম।

একটা কাজ করার সময় নিজের সম্পূর্ণ মনোযোগ সেখানেই দেওয়া উচিত, তবে দায়িত্ব তো কম থাকে না, কমিউনিটির প্রতি আর সহযোগিতার খানিক খামতি থাকায়, আজ শেষ হাসি টা হাসা হলো না।

এটা থেকেও শিখলাম, একসাথে অনেক কাজ করতে গেলে কোনো কাজই সঠিকভাবে করা যায় না, তার পিছনে থাকে, দিকভ্রান্ত হয়ে যাবার প্রবণতা।

তবে, এই খেলায় আমি এতটা আসক্ত হয়ে পড়েছি, হয়তো পরের বার আজকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুনির্দিষ্ট ভাবে মনোনিবেশ করতে পারবো।

যেকোনো, বিষয়কে বুঝতে হলে, প্রথমে হেরে যাবার প্রয়োজনীয়তা আছে, কারণ এই হার জেতার খিদে অনেকখানি বেরিয়ে দেয়।

আমার নোটিফিকেশন দেখলে হয়তো অনেকেই বুঝবেন কোন খেলার কথা বলছি।
জীবনে জেতার থেকেও শেখার গুরুত্ব বেশি, অনেক বছর পড়ার অভ্যেস নেই, আর তার ফলাফল আজকে বুঝতে পারলাম।

যেকোনো, বিষয় সূত্র অনেক গুরুত্বপূর্ণ এটাও আজকে পুনরায় প্রমাণিত হলো।
কাজেই, হারার আগে হারতে নেই, সেই কথাটা মাথায় রেখেই, আগামী খেলায় অংশগ্রহণ করবো।

এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, আর এর মাধ্যমে মগজাস্ত্র কে শান দেবার পুনরায় সুযোগ পেয়েছি।

1000028132.webp

Pixabay

অনেকেই হেরে গেলে পিছিয়ে পড়েন, কিন্তু আমার ক্ষেত্রে বিপরীত মনোভাব কাজ করে, জানিনা আজকের রাত টাও সেভাবেই হয়তো কাটবে! এই সপ্তাহে বেশকিছু কার্যক্রমের তালিকা তৈরি করা ছিল, সেগুলোর মধ্যে বেশকিছু কাজ পিছিয়ে গেলো বটে, তবে সেটা সমাধা করবোই।

পাশাপশি, আমার সেই ডিটেকটিভ আমি কে ফিরিয়ে আনবো, হয়তো একটু সময় লাগবে কিন্তু প্রক্রিয়া বন্ধ রাখবো না।

জীবন মানেই হার জিতের খেলা, এই খেলায় বেশিরভাগ অভিজ্ঞতা আমার হারের হলেও, হাল না ছেড়ে লেগে থেকেই পথ চলেছি।

এবারেও তার ব্যতিক্রম হবে না। তাই হয়তো গত কনটেস্ট এ সেইরকম একটি বিষয় বেছে নিয়েছিলাম।

দিনের শেষ হয়তো হার দিয়ে হলো, কিন্তু নতুন সূর্য্য যদি দেখতে পাই জানবো ঈশ্বর আমাকে আবারো একটা সুযোগ দিয়েছেন নিজেকে প্রমাণ করতে।

হেরে যাওয়া একটা পরীক্ষা মাত্র, তাই চেষ্টা চালিয়ে যেতে হবে, এটাই আমি।

1000010907.gif

1000010906.gif

Sort:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...
 13 days ago 

আপনি দিনরাত পরিশ্রম করে যান যেটা আমরা অনেক মানুষ জানি বলে আমার মনে হয়। আসলে জীবনে এক বার হেরে যাওয়া মনে সবকিছু হেরে যাওয়া নয়। এই হেরে যাওয়া থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। নিজেকে নতুন ভাবে তৈরি করতে পারি। চেষ্টা করলে মানুষ সব কিছু করতে পারে।

ইনশাল্লাহ যে খেলাটি আপনি আজকে হেরে গিয়েছেন পরবর্তীতে সেই খেলায় আপনি বিজয়ী হবেন। ধৈর্য ধরে এবং নিজের মন ঠিক করে চলতে হবে। যাইহোক আপনার পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পারলাম। এটা এক দম ঠিক কথা এক সাথে অনেক কাজ করতে গেলে অনেক সময় আমরা যে কোনো একটি কাজের প্রতি ভালো ভাবে খেয়াল করতে পারি না।

এবং সব শেষে বলতে চাই অতিরিক্ত রাত জাগলে নিজের শরীর ক্লান্ত হবে এটাই স্বাভাবিক। যে কোনো কাজ করার আগে নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে। আপনি সুস্থ না থাকলে আপনার কাজ গুলো সম্পন্ন করতে ভালো লাগবে না। তাই অবশ্যই নিজের শরীরে প্রতি যত্ন নিবেন এবং ঠিক ভাবে ঘুমাবেন।

শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

TEAM 2
: Congratulations! This post has been voted through steemcurator04. We support quality posts, good comments anywhere and any tags.

Team 2 curation.png

Curated by : @anasuleidy
 12 days ago 

আপনি কোন খেলার কথা বলেছেন সেটা আমি বুঝতে পারি নাই। তবে আপনি একবার সত্যিটাকে বের করে আনতে চাইলে যে সেটাকে বের করে আনেন এটার প্রমান আমি আগেও পেয়েছি। তাই এবারও যে সফল হবেন এটাই ধারণা করছি।
আপনি যে একজন পরিশ্রমী মানুষ সেটাও জানি। তবে কাজের সাথে সাথে নিজের প্রতিও যত্ন নিবেন। বিশেষ করে ঘুমটাকে অবহেলা করবেন না।
আপনার ভেতরের ডিটেকটিভ আবারো সফল হোক এই কামনা করি। ভালো থাকববেন সবসময়।

 11 days ago 

অনেক বেশি ভালো লাগলো কারণ, হারার পরেও আপনি সিদ্ধান্ত নিয়েছেন আর একবার হারলেও আবার আগামীকাল কে খেলতে বসবেন।

আপনার সাথে আমি একমত ,জীবনে অনেক কিছু শেখার আছে জিতে গেলেই অনেক কিছু পাওয়া যায় না ।তবে হেরে গেলেও অনেক কিছু শেখা যায়।

আর দিদি আপনি কিভাবে ঘুমাবেন আমি জানিনা তবে আপনার ভিতরে এত বেশি আগ্রহ যে ঘুম আপনাকে ছাড়িয়ে নি। আপনি বরং ঘুমকে ছেড়ে দিয়েছেন।

প্রতিবারের মতো এবারও বলবো সত্যি আমি মনে করি আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।