You are viewing a single comment's thread from:

RE: "সুন্দর একটি ঘাসফুলের ফটোগ্রাফি " 🌼

in Incredible India17 days ago

@yoyopk যদিও আপনার লেখায় ঈশা মন্তব্য করে গেছে, এবং একেবারেই সঠিক বলেছে, এটাকে ঘাস ফুল বলে না, টাইম ফুল বলে।

নামের বিশেষ পার্থক্য আছে বলে আমার জানা নেই, কারণ এই ফুল এখানেও চোখে পড়ে এবং উল্লেখিত নামেই পরিচিত।

আপনার ফটোগ্রাফি নিয়ে আমি কোনোদিন সন্দিহান ছিলাম না, তবে আপনি যদি মনে করেন ফটোগ্রাফি নিয়ে কিছু লিখবেন তাহলে চেষ্টা করবেন ফটোগ্রাফি বিষয়টি লেখনীতে প্রকাশ করতে।

উদাহরণস্বূপ বলতে পারি আপনার গ্রাম্য পরিবেশ এর দৃশ্য একজন ফটোগ্রাফার হিসেবে বেশি আপনাকে আকর্ষিত করে?
নাকি শহরের ভিড়ের ব্যস্ত জীবন?

অনেকের আবার নানা ধরনের খাবারের ছবির পাশাপশি, নামকরা শপিং মল তথা নিজের দেশ এবং এলাকায় অবস্থিত রেস্টুরেন্ট, দোকান পাট ইত্যাদিতে আগ্রহ বেশি।

এর সাথে সংযোগ করতে পারেন, আপনার ইচ্ছে অথবা আগ্রহ মোবাইল ফটোগ্রাফি নাকি ডিজিটাল ফটোগ্রাফি?

এসকল তথ্যই আসলে একটা ফটোগ্রাফি পোস্টকে পৃথক করে, সবসময় কেউ যে ঘুরতে যায়, এমনটা তো নয়, তবে সাধারণ লেখনীকে অসাধারণ করতে বেশ কিছু বিষয়বস্তু সংযোগ করা যায়।

একজন স্টিমিয়ান হিসেবে বিভিন্ন স্বাদের এবং বিভিন্ন ভাষার লেখা পড়ে যে অভিজ্ঞতা আজ পর্যন্ত সঞ্চিত করতে পেরেছি, তার নিরিখে আপনার লেখায় মন্তব্য করলাম।
আশাকরি, আমার মন্তব্য ৫০ শব্দের অধিক হয়েছে, আর আপনার ব্যস্তময় জীবন থেকে কিছু সময় বের করে আমার মন্তব্য পড়বার সময় আপনি পাবেন।

কারণ, অনেক সময় চেয়েও কিছু বলিনা, কথা কে কিভাবে নেবে সেটা ভেবে।
এই কথাগুলো টিউটোরিয়াল ক্লাসে বলাই যায় কিন্তু এখন আপনার উপস্থিতিও আগের তুলনায় অনেক কম অন্যান্য অনেকের ন্যায়!

আর ঠিক সেই কারণে কাউকে ব্যতিব্যস্ত না করায় শ্রেয় বলে মনে হয়। ভেবে দেখবেন কথাগুলো, যদি সঠিক মনে হয়, চেষ্টা করবেন একদিন ভালো না খেয়ে প্রতিদিন কিভাবে ভালো খাওয়া যায় সেই প্রচেষ্টা করবার।

Sort:  
 17 days ago 

আসলে দিদি টাইম ফুল কি না আমি জানি না তবে আমাদের এই দিকে ঘাস ফুল নামেই চিনে তাই আমিও ঘাস ফুল নামেই ফুলের নাম টি উল্লেখ করেছি হয়তো ভূল হয়েছে তার জন্য আমি দুঃখিত প্রকাশ করছি ৷

আর আপনি সব কথা গুলোই সঠিক বলেছেন ৷ চেষ্টা করবো আপনার কথা গুলোর যথাযথ মূল্যায়ন করার ৷