You are viewing a single comment's thread from:

RE: মজাদার ঘটনা

in Incredible Indiayesterday

@sri.manta আপনার সদরে যে কার্তিক ঠাকুর রেখে গেছেন, তার নিশ্চই জানা ছিল না, এ বছর আপনাদের পক্ষে পুজো করা সম্ভব নয়!
নইলে হয়তো আগামী বছর রাখতেন, তবে মূর্তির সাথে লেখাটি কিন্তু বেশ অভিনব লেগেছে আমার।

পুজো করতে না পারলেও ঠাকুমার কলে ওঠার সাধ পূর্ণতা পাক এই কামনা করি।

মজার কারণে হোক অথবা ভিন্নার্থে ঈশ্বরের আগমন সর্বদাই শুভ বার্তা বয়ে নিয়ে আসে, আপনাদের জীবনের আগামী পথ শুভময় হোক সেটাই কাম্য।

বড় করে পুজো না করলেও, রোজকার ঠাকুর পুজোর মত করে যদি সম্ভব তার আগমনকে সম্মানিত করার প্রয়াস করবেন।

বেশ মজার বিষয়, এর আগেও অনেকের সাথে এমন হয়েছে শুনেছি, তবে সাথে যে বার্তা লেখা থাকে সেটা আজকেই জানলাম।