You are viewing a single comment's thread from:

RE: আমার পরিচয়মূলক পোস্ট।

in Incredible India7 days ago

@avishek93 আপনাকে এই প্ল্যাটফর্মে স্বাগত।
কাজ শুরু করার সদিচ্ছা পড়ে ভালো লাগলো, তবে আমি আশা রাখবো আপনি এই প্ল্যাটফর্মের সকল নিয়মাবলী মেনে একাগ্রতা, নিষ্ঠা এবং সততার সাথে নিজের সর্বোচ্চ প্রয়াস দিয়ে এগিয়ে যাবেন।

আপনার পথ চলা সুদীর্ঘ হোক এবং কোনো প্রতিকূলতা যেনো আপনার পথ অবরোধ করতে না পারে, সেটাই কামনা করি।

আপনাকে যিনি এখানে এনেছেন, তিনি নিশ্চই আপনাকে শিখিয়ে দেবেন এই প্ল্যাটফর্মের নিয়মাবলী, তবুও discord এ আপনার উপস্থিতি কাম্য।

অনেক সময় ভেরিফিকেশন এর সময় ভুল দেখলে হয়তো আপনাকে ডেকে সেটা শিখিয়ে দিতে পারে এই কমিউনিটির যেকোনো সদস্য।

এখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে ধৈর্য্য একমাত্র অস্ত্র, যদি সেটা ধারণ করতে পারেন উপরিউক্ত বিষয়গুলোর পাশাপশি, তাহলে নিশ্চই সুফল পাবেন।

আপনি আগামী এক্ মাস্ কিছু নির্দিষ্ট ট্যাগ ব্যবহার করবেন, বিশদ বিবরণ তনয় আপনাকে নিশ্চই জানিয়ে দেবেন।

যেকোনো অসুবিধায় আমরা সাথে আছি, কাজেই নিজের কাজের ক্ষেত্রে কোনো সহজ রাস্তা বেছে নেবেন না। পরিশ্রমের কোনো বিকল্প নেই।

Sort:  
 7 days ago 

ধন্যবাদ দিদি।