Better Life With Steem | | The Diary Game | | 25 December, 2024
আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীতের রাতে আজকে পোস্ট লিখতে বসেছি। আপনাদের মাঝে সারাদিনের কার্যক্রম তুলে ধরব। তাহলে শুরু করা যাক :
আলহামদুলিল্লাহ আজকে সকাল ৭ টা নাগাদ ঘুম ভেঙেছে। ঘুমটা অবশ্য মোবাইলের এলার্মের শব্দে ভেঙেছে। আজকে সকাল ৭টায় ঘুম থেকে উঠার একটাই কারণ আমার সকাল ডিউটি ছিল। শীতের সকালে ঘুম থেকে উঠা এতটাই কষ্টকর যা বলার মত নয়।
যেহেতু সকাল ডিউটি ছিল এখানে কিছুই করার নেই। ঘুম থেকে উঠেই আগে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছি। পরে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে অফিসে চলে গিয়েছি।
আজকে অবশ্য সকালবেলা তেমন একটা কুয়াশা ছিল না, এবং ঠান্ডার পরিমাণও কম ছিল। চাঁদপুরে গত কয়েকদিন আগে মোটামুটি বেশ ঠান্ডা পড়েছিল। এখন আবার আগের মতো প্রতিদিনই অনেক রোদ উঠে। যাই হোক, অফিসে পৌঁছে সব মেশিন চালু করেছি।
ল্যাবএইডে রিএজেন্ট থেকে শুরু করে সব কিছুর হিসেব রাখতে হয়। গতকালকে কিছু জিনিসের হিসাব করা হয়নি। সকালে যেহেতু কাজের চাপ ছিল না। তাই গতকালকের কিছু কাজের হিসাব রেজিস্টার খাতায় তুলেছি।
এখানে যদি সামান্য একটা কলমও ব্যবহার করা হয়, সেটাও হিসাব দিতে হয়। তবে এর আগে যত জায়গায় চাকরি করেছি কোথাও এরকম হিসাব রাখতে হয়নি। এখানে আসার পর আমার জন্য এটাও একটা নতুন অভিজ্ঞতা। আজকে কাজের চাপ অনেকটাই কম ছিল।
মোটামুটি ১০টার দিকে বাইরে গিয়ে সকালের নাস্তা খেয়েছি। নাস্তা খাওয়ার পর দুপুর পর্যন্ত নিজের কাজে ব্যস্ত ছিলাম। সকাল ডিউটি করলে পুরো একটা দিনের স্বস্তি পাওয়া যায়। মনে হয় পুরো একটা দিন উপভোগ করতে পেরেছি। দুপুরে খাওয়ার সময় হলে মেসে গিয়ে খেয়েছি।
দুপুর ৩টা নাগাদ ডিউটি শেষ করে বাসায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ বাসায় আসা মাত্রই তাড়াতাড়ি গোসল করে ঘুমিয়েছি। অনেক রাতে ঘুমানোর পর সকালবেলা উঠতে খুব কষ্ট হয়। এজন্য ডিউটি থেকে আসা মাত্রই ফ্রেশ হয়ে ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে দেখি রাত ৮টা বেজে গিয়েছি। পরে ঘুম থেকে উঠে বাসায় মা এবং আপুর সঙ্গে ফোনে কথা বলেছি।
আর হ্যাঁ! রাতের খাবার খাওয়ার জন্য আবারো মেসে যেতে হবে। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে গিয়েছি। রাতের খাবার খেয়ে ল্যাবে গিয়েছিলাম। পরে বড় ভাইকে ল্যাব বন্ধ করতে একটু সাহায্য করেছি। আলহামদুলিল্লাহ ল্যাব বন্ধ করেই সোজা বাসায় আসার উদ্দেশ্যে রওনা হয়েছি।
তবে বাসায় আসার পথে দোকান থেকে পাউরুটি এবং দুধ নিয়েছি। কারণ কম বেশি প্রতিদিনই অনেক রাত পর্যন্ত জেগে থাকা হয়। দেখা যায়, রাতে আবারো ক্ষুধা লাগে। দুধ গরম করে পাউরুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আলহামদুলিল্লাহ সুস্থ ভাবে বাসায় চলে এসেছি। আজকে এই পর্যন্তই ছিল।
@alejos7ven Thank you.
আপনার দিনযাপনের বর্ণনা পড়ে মনে সত্যি অনেক ভালো লাগলো ।কিন্তু সকালে ডিউটি করা সত্যিই কষ্টকর, বিশেষত শীতের সকালে। তবুও আপনার দায়িত্ববোধ এবং কাজের প্রতি আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়।
ল্যাবে প্রতিটি ছোটখাট জিনিসের হিসাব রাখা এবং কাজের চাপ সামলে সবকিছু সুন্দরভাবে সামলানো আপনার দক্ষতার পরিচয় দেয়েছেন।
পরিবারের সঙ্গে কথা বলা এবং নিজের জন্য ছোট ছোট মুহূর্ত উপভোগ করার দিকগুলোও সত্যি অনেক সুন্দরভাবে আপনার পোস্টে ফুটে উঠেছে। সবশেষে, পাউরুটি-দুধের রাতের স্ন্যাকসের কথা পড়ে আমারও খেতে খুব ইচ্ছে করছে।
আসলেই শীতের সকালে ঘুম থেকে উঠে ডিউটিতে যাওয়া অনেক কষ্টকর। কিন্তু চাকরি জীবনে সিতা ঠাণ্ডা এসব করলে চলে না। তবুও ডিউটিতে যেতেই হয়।
ল্যাবে অনেক ছোটখাটো জিনিস থাকে, যেগুলোর প্রতিদিনের হিসাব আমাদেরকে রাখতে হয়। দুধ পা রুটিটা খেতে রাতে অনেক সুস্বাদু হয়েছিল।
আপনার মন্তব্য পরে ভালো লাগলো। ধন্যবাদ