Better Life with Steem|| The Diary Game||17 December 2024||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকাল বেলা ঘুম থেকে উঠি ১১:২০ এর দিকে। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয় নাই। ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে থাকি ঘরের মধ্যে। বাহিরে আবহাওয়াটা কেমন জানি একটু মেঘলা মেঘলা। রৌদ্র ওঠেনি এখনও তো আম্মু বাসায় না থাকায় আমার সকালের নাস্তা আমাকে তৈরি করতে হলো। হালকা কিছু খাবার তৈরি করে খেলাম। তারপর এক কাপ কফি তৈরি করে ঘরের সামনে গিয়ে বসি।
সেখানে বসে কফি পান করি ও বাইরের আবহাওয়া দেখতে থাকে। অল্প কিছুক্ষণ সেখানে বসে বসে ফোনও দেখি। তারপর বাড়ি থেকে বের হই একটু বাইরের দিকে। চলে যাই দোকানের দিকে গিয়ে দেখি আমার দুজন এলাকার ভাই ও আমার খালাতো ভাই বসে আছে। তো তাদের সাথে গিয়ে সেখানে বসে বেশ অনেকটা সময় পার করে দেই। কথাবার্তা বলতে বলতে তাদের সাথে বেশ অনেকটা সময় কেটে যায় সেখানে।
তারপর সেখান থেকে চলে আসি বাড়ির দিকে বাড়ির দিকে এসে গোসল করার জন্য গামছা ও লুঙ্গি নিয়ে বাইরে বের হই। বাইরে বেরিয়ে আমিও আমার খালাতো ভাই সাথে আর এক এলাকার ভাই গোসল করতে সামনের দিকে আগায়। তখন আমাদের ইচ্ছে হয় ডাব খাওয়ার তারপর পিছনে ঘুরে আবারো নানা বাড়ির দিকে চলে আসি।
তারপর এসে ডাব গাছ খুঁজতে থাকি যে কোন গাছে ডাব আছে। খুঁজতে খুঁজতে একটা গাছ পেয়ে যাই তারপর আমার সেই এলাকার ভাই গাছে উঠে পড়ে। বেশ কিছু ডাব পেড়ে নেয় আমরা নিচে দাঁড়িয়ে থাকি। তারপর সে গাছে থেকে নামে সবাই মিলে একসাথে বসে ডাব খেতে থাকি। ডাব গুলোর পানি খেতে বেশ মিষ্টি লাগে বেশ ভালো লাগলো ডাবগুলো খেয়ে।
তো ডাব খাওয়া শেষ করে আমরা গোসল করতে চলে যাই। তিনজনে মিলে বেশ বেশ অনেকটা সময় কাটাই গোসল করতে গিয়ে। শীতের দিনে বেশ একটা সময় তো গোসল করি না অল্প একটু গোসল করলেই গোসল শেষ। তারপর গোসল করে বেশ অনেকটা সময় সেখানে আমরা রৌদ্রে দাঁড়িয়ে থাকি। তারপর যে যার বাড়ির দিকে চলে আসি বাড়িতে এসে।
খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রুমের মধ্যে গিয়ে শুয়ে থাকি। বেশ অনেকটা সময় ফোন দেখতে থাকি বিকেলে আর বাইরে বের হব না ভেবেছি। বেশ অনেকটা সময় ফোন দেখতে দেখতে আমার ঘুম চলে আসে আমি খুব সুন্দরভাবে ঘুমিয়ে যাই। বেশ অনেকটা সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেই। আমার ঘুম ভাঙ্গে একদম সন্ধ্যার দিকে। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হই।
ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘরে মধ্যে বসি তারপর দাদি আপু আমাকে এক কাপ রং। তো আমি আর বিছানা থেকে উঠে কফি তৈরি করতে যাই না। সেই রং চাই সেখানে বসে বসে পান করি। বেশ অনেকটা সময় এভাবেই বিছানায় বসে শুয়ে কাটিয়ে দেই সবার সাথে কথা বলে। তারপর বাড়ি থেকে বের হই ব্যাডমিন্টন খেলার জন্য। ব্যাগ নিয়ে ব্যাডমিন্টন মাঠের দিকে চলে যায়।
সেখানে গিয়ে দেখতে পাই কেউ ব্যাডমিন্টন মাঠে লাইট জ্বালাইনি। তাই আমি আমার এক বড় ভাইয়ের সাথে কিছুক্ষণ অনলাইনে কথা বলতে থাকি। বেশ অনেকটা সময় তার সাথে কথা বলে কেটে যায়। বেশ ভালই লাগে তার সাথে এভাবে কথা বলতে। তো কথা শেষ করে এসে দাড়াই ক্রাম বোর্ড খেলার সামনে। জিজ্ঞেস করি আজকে কি ব্যাডমিন্টন খেলা হবে না।
তারা বলে আজকে ব্যাডমিন্টনের ব্যাট নেই। তাই আজকে আর ব্যাডমিন্টন খেলা লাগবো না। তাই তাদের সাথে এখানে দাঁড়িয়ে বেশ অনেকটা সময় ক্রাম বোর্ড খেলতে থাকি। কেরাম বোর্ড খেলা শেষ করে বেশ অনেকটা সময় পরে বাড়ির দিকে চলে যাই। বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করে আবারও বিছানায় শুয়ে পড়ি।
যাই বলেন ভাই,আপনি পারেনও সকাল সাড়ে ১১ টায় ঘুম থেকে উঠেন। আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম। আপনার নানার বাড়ি, বুঝি আশে-পাশেই। ডাব শরীরের জন্য উপকার। আপনিতো গ্রামে থাকেন,এই জন্য ডাব গাছের অভাব হয় না,আর ডাবের অভাব হয় না। আর শহরে এই ডাব গুলোর দাম ৯০ টাকা বা ১০০ টাকা করে। আপনারা হয়তো ভাই পুকুরে গোসল করেন তাই না, অনেকবারই বলেছি আপনার পোস্টটি পড়লে, আমার অতীতের কথা মনে পড়ে যায়। ভালো থাকবেন ,সুস্থ থাকবেন।
আপনাকে ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।