Better Life with Steem|| The Diary Game||29 June 2024||

in Incredible India5 days ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000007752.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🥀সকাল বেলা🥀

1000007593.jpg

প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই। আজকে আমি ঘুম থেকে কালকে অলিখিত পোস্ট লিখতে বসে যাই। কারন আমার কালকে কিছু ব্যস্ততার কারণে পোস্ট লিখতে পারিনি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই পোস্ট লিখতে বসে যাই। অল্প কিছুক্ষণের মধ্যে আমার পোস্ট লেখা শেষ হয়ে যায় তারপর আমি পোস্ট করি। তারপর ফোন রেখে দিয়ে চলে যায় নাস্তা করতে। নাস্তা করে যখনই বাড়ি থেকে বের হব তখনই দেখি তুমুল বৃষ্টি শুরু হয়েছে।

1000007747.jpg

তাই আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করি বৃষ্টি কমার জন্য। বৃষ্টি তো কোন ভাবেই কমতে ছিল না। আর ওদিকে আমার কোচিং এ যাওয়ার সময়ও হয়ে এসেছে। আজকে কোচিংয়ে যেতেই হবে তাতে যদি ঝড় তুফান ও আসে তাহলেও যেতে হবে। কারণ আজকে কোচিং এ পরীক্ষার জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তাকিয়ে দিবে। তাই আজকে কোচিংয়ে যেতেই হবে। বেশ অনেকক্ষণ পরে হালকা হালকা বৃষ্টি কমতে শুরু করলো। আমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে গেলাম। অবশেষে অনেক ঝড় তুফানের পর আমি কোচিং এ গিয়ে পৌঁছাইতে পারলাম। তো সেখানে গিয়ে স্যারের কাছে বই দিলাম।আমাদের সবাইকে কিছু কিছু প্রশ্ন দাকিয়ে দিল। সেই প্রশ্নগুলো বাড়িতে গিয়ে মুখস্ত করতে বলল।

1000007627.jpg

তো আমরা সুন্দরভাবে সেগুলোকে ডাকিয়ে নিয়ে কোচিং থেকে বের হই। তারপর চলে আসি সবাই মিলে কলেজের মধ্যে। এবছরের মত শেষ আড্ডা আজকেই। তাই সবাই মিলে কলেজের মধ্যে চলে যাই। প্রথমে সবাই কলেজের মধ্যে পুকুর পাড়ে গিয়ে বসি। সেখানে সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দেই। ভালই লাগতেছিল আজকে কোন রোদের চাপ ছিল না। প্রতিদিন তো সেখানে দাঁড়ানোই মুশকিল হয়ে যায়। কারণ প্রচন্ড গরম ও রোদের তাপ থাকে তাই সেখানে দাঁড়ানো সম্ভব হয় না। আর আজকে তো আমরা সবাই মিলে বেশ অনেক সময় সেখানে আড্ডা দিলাম আনন্দ করলাম। কারণ আকাশটা একটু মেঘলা মেঘলা তাই রৌদ্র নেই।

1000007635.jpg

তো ওখানে বেশ কিছুক্ষন আমরা সবাই মিলে আড্ডা দেই। তারপরে চলে যাই ক্লাসরুমে। সেখানে যাওয়ার কারণ হচ্ছে বৃহস্পতিবার আমরা অল্প কিছু সংখ্যক মানুষের এডমিট নিয়েছি। তাই বাকি সবাই আজকে নেওয়ার জন্য এসেছে। তো সবাইকে ক্লাসের মধ্যে বসতে বলা হলো। তো আমরাও তাদের সাথে এসে যোগদান হলাম। আমরা ক্লাসে বসে বেশ সবাই মিলে হাসি মজা শুরু করে দিলাম। দেশ অনেকটা সময় সেখানে পার করে দেই আজ।

🥀দুপুর বেলা+বিকাল বেলা🥀

তো সবাই মিলে কলেজ থেকে বের হই। তো তখন আমাকে আমার ওই কম্পিউটারের দোকানে যে মামায় থাকে। সে আমাকে ডাক দেয় বলে একসাথে বাড়িতে যাব আনে। তো আমি তার কথা শুনে কম্পিউটার প্রশিক্ষণ যেখানে হয় সেই রুমের মধ্যে গিয়ে বসলাম। তো সেখানে বসে বসে বেশ কিছুক্ষণ ফোন থেকে ফেসবুক ভিডিও দেখতে ছিলাম। ভালো লাগতেছিল না তাই গান ও শুনতে ছিলাম ফোন থেকে।

1000007648.jpg

বেশ অনেক সময় কেটে যায় তারপরে মামায় দোকান বন্ধ করে কোচিং সেন্টার বন্ধ করতে আসে। তারপর সে আর আমি চলে আসি সবকিছু বন্ধ করে বাড়িতে। বাড়িতে এসে আমি খাওয়া-দাওয়া করে গোসল করি। তারপরে বিছানায় গিয়ে একটু শুয়ে পড়ি। তো বিছানায় শুয়ে পড়তেই আমার ঘুম চলে আসে। রাতে অল্পতেই যেন না ঘুম চলে আসে তার জন্য আমি বিকালে ঘুমিয়ে পড়ি। ফোনটাকেও সাইলেন্ট করে রেখে দেই যেন আমার ঘুমে কোন ডিস্টার্ব না হয়। প্রতিদিন ঘুমানোর কিছুক্ষণ পরেই কেউ না কেউ এসে ডিস্টার্ব দেয় আমাকে। নয়তো কল দিয়ে কেউ ডাকে নয়তো আম্মু এসে কোন একটা কথা বলে তখন ঘুম ভেঙ্গে যায়। আজকে তার জন্য দরজা আর ফোনও সাইলেন্ট করে রেখেছি। তো ঘুম থেকে উঠি প্রায় সন্ধ্যা সময়।

🥀সন্ধ্যা বেলা+রাত্র🥀

1000007720.jpg

তো সন্ধ্যায় ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে একটু বসে। আজ কেমন জানি ঘুমটা কাটতেই ছিল না। শরীর একটু ক্লান্ত কেমন জানি অসুস্থ বোধ হচ্ছে। তাই মনে হয় ঘুমটা এমন ভাবে চোখের পাতায় এসে পড়ছে। তাই আমি হাতমুখ ধুয়ে এক কাপ কফি বানিয়ে খাই‌। হালকা ক্ষুদা লেগে গেছিল তার জন্য কফির সাথে বেশ কিছু বিস্কিট নেই। তো সেগুলোকে তাড়াতাড়ি করে খেয়ে বইয়ের সামনে বসে যাই। সুন্দরভাবে লেখাপড়া শুরু করে দেয়।

1000007735.jpg

বেশ অনেক সময় আজকে পড়বো ভেবেছি। তো আজকে আমার সেই ভাবনাটা বজায় হলো। আজকে আমাকে কেউ তেমন কোন ডিস্টার্বও করলো না আর কারেন্টও পাঁচ মিনিটের মধ্যেই গিয়ে আবার চলে আসলো। তাই বেশিক্ষণ পড়ালেখার সুযোগ পেলাম সুন্দরভাবে। তো প্রায় দশটা নাগাদ আমি রাতের খাবার খেতে যাই। সবাই যে সময় খাবার খেয়েছিল তখন আমাকে ডাকছিল আমি আসিনি খাবার খেতে। তাই একা একা খাবার খেয়ে। আবারো চলে আসি পড়ার টেবিলে। অল্প কিছুক্ষণ পর ফোন হাতে নিয়ে পোস্ট লিখতে বসে যাই।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

Sort:  
 5 days ago 

আসলে বন্ধুদের সাথে যদি সবাই একসাথে আড্ডা দেয়া হয় তাহলে সেই মুহূর্তটা সারা জীবনই আমাদের মনে থাকে। তারপরও সেটা যদি আবার বছর শেষে হয় আপনি বলেছেন এ বছর আপনাদের বন্ধুদের সাথে শেষ আড্ডা আসলে এই আড্ডার কথা আপনি হয়তো কখনো ভুলতে পারবেন না কোন না কোন একদিন আপনার এই কথাগুলো অবশ্যই মনে পড়বে।

যাইহোক আপনি আজকে যে পোস্টটি আমাদের মাঝে পড়েছেন সেটা অনেক সুন্দর ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে।

 4 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Loading...
 4 days ago 

সত্যি কথা বলতে কি আপনার পোষ্টের ছবিতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া খুব মিস করছি স্কুল জীবন বা কলেজ জীবনে। সময়ের সাথে সকল কিছুই পরিবর্তন হয় একাকীত্ব পীর হয়,

আপনিএ বছরের শেষ বন্ধুদের সাথে আড্ডা আনন্দ করলেন মেঘলা আকাশ দেখে কিছু সময় থাকলেন এবং। আপনাকে অভিনন্দন আপনার পরীক্ষা সুন্দর ভালোভাবেই সম্পন্ন হোক সেই দোয়া করি।

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন

 4 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 4 days ago 

সকালবেলা ঝড় বৃষ্টির মধ্যেও কোচিং এ গিয়েছিলেন।কারণ আজ স্যার অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দাগিয়ে দিবেন। স্কুল এবং কলেজ জীবনে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য স্যারদের পেছনে যে কত ঘুরেছি। বন্ধুদের সাথে এ বছরের শেষ আড্ডাটাও হলো আজ। আপনার পোস্ট থেকে বুঝতে পারলাম খুব শীঘ্রই আপনার পরীক্ষা শুরু হবে। তাই মন দিয়ে পড়াশোনা করুন। আপনার পরীক্ষার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।

 4 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 days ago 

পরিক্ষার আগে প্রতিটা শিক্ষক তার অভিজ্ঞতার ভিত্তিতে কমন কিছু প্রশ্ন বাছাই করে । তবে এগুলো অনেকসময় পরিক্ষায় নাও আসতে পারে তাই শুধু মাত্র সেগুলো না পড়ে বাড়তি অনেক কিছু পড়ে যাওয়া উচিত বলে আমি মনে করি।

অনেকে আছে যারা পড়ার সময় কোন বিরতি দেয় না তবে এমনটা করা উচিত নয়। সন্ধ্যার সময় কফি খেয়ে মন ফ্রেশ করে পড়তে বসেছিলেন । ভালো থাকবেন।

 2 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 23 hours ago 

আজ কলেজে যাওয়ার আগে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তবুও আপনি গিয়েছেন, কারণ আজ কোচিংয়ে আপনার স্যার অনেক কিছু পড়া দাগিয়ে দিয়েছে।

বন্ধুদের সাথে আড্ডা দিতে বেশ ভালো লাগে আরো যদি হয় তাহলে তো আরো বেশি ভালোবাসা থাকে তখন।
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি পোষ্ট রাখার জন্য

 17 hours ago 

আপনার করা কমেন্ট টা আমি অনেক কষ্ট করেও বুঝতে পারিনি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।