Better Life with Steem|| The Diary Game||3 July 2024||

in Incredible India3 months ago (edited)

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000008448.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🥀সকাল বেলা🥀

1000008239.jpg

আজকে পরীক্ষা ছিল না। তাই আজকে স্যারে কোচিংয়ে যেতে বলছে সবাইকে। তাই সকাল বেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করি। তারপর আস্তে আস্তে বাসা থেকে বের হই। তো রাস্তায় বের হতেই একটু দূরে যাওয়ার পরে বৃষ্টি পড়তে শুরু করে। তাই আমি দৌড় মেরে সামনের দোকানের দিকে চলে যাই। দোকানের দিকে যাওয়ায় আমাকে দৌড় দিয়ে আসতে দেখে। একজন রিস্কা ওয়ালা মামা দাঁড়ায় আমার জন্য। তো আমি তাড়াতাড়ি করে তার গাড়িতে উঠে যাই।

1000008242.jpg

আমার জন্য রিস্কা ওয়ালা মামা দাঁড়ায় এইটা দেখে আমার বেশ অনেক ভালো লাগে। যে মানুষ বিপদে পড়েছে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই বিভিন্ন কথা চিন্তা করতে করতে আমি চলে গেলাম কোচিং এর সামনে। গিয়ে থাকে একটু বেশি ভাড়া টাকা দিলাম। সে আমাকে তার ন্যায্য ভাড়ার থেকে বেশি টাকা দেওয়াই সেই টাকা ফিরিয়ে দেয়।বলে মামা ভুলে মনে হয় বেশি টাকা দিয়ে ফেলেছেন। আমি বললাম না মামা ভুলে নয় ওটা আপনি রাখেন আমি আপনাকে খুশি হয়ে দিলাম। তারপর আমি কোচিং এ ঢুকে যাই। তো কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসে আমাদের বই দেখিয়ে দেওয়া শুরু করে দেয়। পরীক্ষার মধ্যে আমাদের তো আর পড়ায় না। শুধু বইগুলো দেখিয়ে দেয় আর সেগুলো বাড়িতে এসে আমরা পড়ি। তো ভালোভাবেই বইগুলো দেখিয়ে আমাদের ছুটি দিয়ে দেয়।

1000008243.jpg

তারপর সেখান থেকে চলে আসি কলেজের মধ্যে। বাড়ি যেতে ভালো লাগতেছিল না তাই আমি একটু কলেজের মধ্যে বন্ধুদের নিয়ে ঢুকি। সেখানে অল্প কিছুক্ষণ সবার সাথে আড্ডা দেই। তারপরে সেখান থেকে বের হয়ে একটু কাজের জন্য বাজারের দিকে চলে যাই।

1000008246.jpg

মূলত বাজারে কাজ হচ্ছে এনআইসি ব্যাংকে। তো আমি বাজারে চলে আসি তারপর এনআইসি ব্যাংকে ঢুকে যাই। সেখানে ঢুকেই তো আমি অবাক হয়ে যাই। সেখানে এত মানুষের ভিড় যে আমার মনে হলো আমার কাজটা হতে হতে আজ বিকেল হয়ে যাবে। তো আমি অন্য একটা স্টাফ এর কাছে জিজ্ঞেস করি আমার কাজের বিষয়। সে বলে তিন নাম্বার কক্ষে তারপর সেখানে যাই। গিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আমার কাজটা সম্পন্ন করা হয়ে যায়। তারপর সেখান থেকে বের হই।

🥀দুপুর বেলাবিকেল বেলা🥀

1000008365.jpg

তারপর সেখান থেকে বাড়িতে চলে আসে। তো আমার বাড়িতে আসতে আসতে প্রায় দুপুর হয়ে যায়। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়নি। তারপরে চলে যাই গোসল করার জন্য ঘাট পারে। সেখানে তিন চারদিন আগেও আমার চাচারা মিলি কত আনন্দ করে গোসল করতাম। আর আজ তারা বাড়িতে কেউ নেই। তাই একটু মনটা খারাপ হয়ে গেল। তারপর একা একা গোসল করে ঘরে চলে আসলাম। ঘরে এসে খাওয়া দাওয়া করে। একটু ঘুমানোর জন্য চেষ্টা করি। কারণ রাতে বেশিক্ষণ পড়তে হবে তাই ঘুমানোর চেষ্টা করি।

1000008404.jpg

অল্প কিছুক্ষণ শুয়ে কাটিয়ে দেই কারণ ঘুম আসতেছিল না কেন জানি। তো তারপর আমাকে আমার এক বন্ধু কল দেয়। দিয়ে বলে আয় দোকানের দিকে বাড়ি বসে কি করিস দোকানের দিকে আয়। তো আমি ওর গল্পে সেখানে চলে যাই গিয়ে ওদের সাথে বেশ কিছুক্ষণ বসে বসে আড্ডা দেই।

1000008408.jpg

তারপরে সবাই মিলে শুরু করি গেম খেলা। অনেকদিন পরে আমি আর আমার বন্ধু হাসান একসাথে গেম খেলতে ছিলাম। আর আমার পাশের দুই বন্ধু কেউ নতুন গেম ডাউনলোড করে দিলাম। ওরা আজ প্রথম গেম ডাউনলোড করেছে ওদের ফোনে। তো সবাই মিলে অনেক আনন্দ করে গেম খেললাম। সন্ধ্যা হয়ে আসতেছিল তাই আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম।

🥀সন্ধা বেলা+রাত্র🥀

1000008418.jpg

সন্ধ্যা বাড়িতে এসে একটু সামনে গিয়ে বসি। কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দেয়।তো আমি হাত পা ধুয়ে ঘরে চলে আসি। ঘরে এসে সোজা টেবিলে বসে পড়ি পড়ার জন্য। একবার আম্মু আমাকে জিজ্ঞেস করে সিফাত কি পড়তে বসেছিস। আমি বলি হ্যাঁ আমি পড়তে বসে গেছি। তো আম্মু আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসে। আমি তো কপি টুকু পেয়ে খুব খুশি হয়ে যাই। বললাম আজকে আমার না বলতেই কফি চলে আসলো। আম্মু বলল হুম এখন চুপচাপ খেয়ে পড়তে বসে যা।

1000008443.jpg

তো আমি সুন্দরভাবে কপি টুকু খেয়ে পড়তে বসে যাই। অনেকক্ষণ লেখাপড়া করার পরেও তেমন কিছুই মাথায় ঢুকতেছিল না আজ। কালকে আমার পরীক্ষা কম্পিউটার এমনিতে আমি কম্পিউটার চালাতে জানি। কিন্তু কম্পিউটারের বিষয় বইতে যা লেখা আছে সেগুলো মাথায় ঢুকতেছে না কেন জানি। তাও অনেক কিছু করলাম। তো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করার জন্য যাই। খাওয়া দাওয়া করে এসে শুয়ে শুয়ে পোস্ট লিখতে বসি। আজকে ঘুমাতে অনেক দেরি হবে কারণ এখনো অনেক পড়াই বাকি আছে তাই আগেভাগেই পোস্ট লিখে রাখি।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

Sort:  
Loading...
 3 months ago 

আজ আপনার পরিক্ষা ছিলো না তাই স্যারের কোচিং এ গিয়েছিলেন যদিও যাওয়ার পথে বৃষ্টি নেমেছিলো তারপরও গাড়িতে করে গিয়েছিলেন। বৃষ্টির মধ্যে ভাড়া একটু বেশি ভাড়া চায় সকলে তবে এই লোকটা সকলের থেকে ভিন্ন দেখছি। সে তার ন্যায্য ভাড়ার বেশি নিতে চাইলো না। এমন লোক পাওয়া সত্যি মুশকিল এখন। সকলে মিলে গেমও খেলেছিলেন, আমিও একসময় খেলতাম তবে সব বাদ দিয়েছি এখন।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 3 months ago 

আমাদেরও যখন পরীক্ষা থাকে মাঝে মাঝে কোচিং বা প্রাইভেটের স্যার বন্ধের দিন দেখে থাকে আর অনেক কিছু দেখিয়ে দেয়।। আর হ্যাঁ বিপদের সময় মানুষ সাহায্য করলে অনেক বেশি ভালো লাগে।। দেখতে পারলাম আজ বন্ধুদের সাথে অনেকটা সময় পার করেছেন আসলে বন্ধুদের সাথে সময় পার করতে ভালোই লাগে।।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।