Introducting myself to this platform

in Incredible India27 days ago

নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত বিশ্বাস। আমি আজ স্টিমিটে জয়েন করতে চলেছি। আমি আমার সমস্ত স্টিমিট বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ও প্রণাম। আমি এই প্রথমবারের জন্য স্টিমিট এ পোস্ট করতে চলেছি।

IMG_20241029_152059.jpg

আমি ছোট থেকেই গ্রামে বড় হয়েছি। আমার গ্রামের নাম তরনিপুর। উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি কৃষ্ণনগরে এসেছিলাম পড়াশোনা করবার জন্য। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন। মা মিশনারি স্কুলের দিদিমণি ছিলেন। সকলেরই পেশা ছিল তরণী পুরের কাছাকাছি। আমার পড়াশোনার জন্যই মা-বাবা দুজনেই কৃষ্ণনগরে চলে এসেছিল। সেই থেকেই আমাদের শুরু হয় ভাড়া বাড়িতে থাকা।

Hobbies

শিল্পকলা ও শিল্পচর্চা আমার ভীষণ প্রিয় ।আমি ব্যক্তিগতভাবে খেলাধুলো ভীষণ ভালোবাসি। ছোট্টবেলা থেকেই আমি খেলতে পছন্দ করতাম এবং খেলা দেখতেও ভালোবাসি। বিভিন্ন চিত্র অঙ্কন এবং বাদ্যযন্ত্র বাজানো ছাড়াও আমি প্রতিমা নির্মাণ করতেও পারি।

Education

আমি শৈশবকালে আমার গ্রাম তরুণীপুর প্রাথমিক বিদ্যালয় ও কুটিপাড়া উচ্চ বিদ্যালয় যে স্কুলটি রয়েছে সেখানে আমি মাধ্যমিক পাস করি। তারপর আমি আমার পার্শ্ববর্তী গ্রামে অবস্থিত বৃহত্তম উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপর আমার কৃষ্ণনগরে আসা এবং কলেজে ভর্তি হওয়া। কৃষ্ণনগর গভমেন্ট কলেজ থেকে আমি আমার গ্রাজুয়েশন করি। এছাড়া আমি শিক্ষকতার জন্য ডিএলএড ট্রেনিং টিও করি। এরই পাশাপাশি কম্পিউটার ডিপ্লোমা তিন বছরের জন্য করি এবং অষ্টম বর্ষ অবধি অঙ্কন পরীক্ষায় উত্তীর্ণ হয়।

work

আমার কর্মজীবন হিসেবে বর্তমানে আমি একজন পেশায় বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক কর্মচারী। এছাড়া আমি একজন ভারতীয় জীবন বীমা সংস্থার একজন বিশ্বস্ত পরামর্শদাতা ও আমার কিছু ব্যক্তিগত ব্যবসা রয়েছে ।

Reference

আমি কর্মসূত্রে বাইরে থাকি। যখন আমি ছুটিতে বাড়ি আসি, বিশেষ করে প্রত্যেক সপ্তাহে শনিবার রবিবার, তখন আমি বাড়ি এসে লক্ষ্য করি যে আমার স্ত্রী মৌসুমী@mou.sumi সব সময় একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো এই ব্যস্ততাটা আমি আমার পাশের বাড়ির বোন যেমন নিজের বোনের মত ঈশা @isha.ish, তো তাকেও আমি দেখি এই কাজটি নিয়ে ভীষণ এক্সাইটেড হয়ে থাকতে।

IMG_20240916_203848.jpg

তো দুজনের মধ্যেই দেখি এই কাজটির প্রতি একটা উন্মাদনা। তো আমিও ওদের জিজ্ঞাসা করেছিলাম এই প্লাটফর্মটি সম্পর্কে। তো যখন আমি বিষয়টা ওদের কাছ থেকে ঠিকঠাক ভাবে জানলাম ,তখন আমারও একটা এসাইনমেন্ট তৈরি হয় এবং আমিও আগ্রহী হই।

IMG-20241029-WA0008.jpg

IMG_20241029_152119.jpg

কেননা আমিও কিছু লিখতে লেখার দক্ষতা এবং আমার কিছু একটা গাড়ি দক্ষতা রয়েছে, যেটা আমি সমগ্র পৃথিবীর সামনে এই প্লাটফর্মের মাধ্যমে তুলে ধরতে পারি ।এছাড়া আরো একটা কথা আমি বলতে চাই যে ,কোনো বয়সের মানুষই করতে পারেন এবং এর মধ্যে এবং এর সব জায়গায় একটা ভালো বিষয় হলো এর মাধ্যমে একটা উপার্জনের পথ প্রশস্ত হয়। সুতরাং আর আমি কথা না বলি এইটুকুই বলতে চাই। এবং আমার সাথে যত বন্ধুরা রয়েছেন ।তাদের আমিও অনেক শুভানুধ্যায়।

Sort:  
Loading...

Greetings friend @sri.manta

Welcome to Steemit, we are pleased that you have integrated into the platform. We hope you find a space to share original and interesting content.

I invite you to fulfill the achievements in the Newcomers community.

I recommend that you learn about the internal policies that you must take into account when publishing content on Steemit.

https://steemit.com/faq.html#What_is_considered_spam_or_abuse

On the other hand, it is important to let you know that the use of artificial intelligence is not allowed to generate content.

 26 days ago 

Thank you 🙏

TEAM 7

Congratulations!

THE QUEST TEAM has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags


postbanner.JPG

Curated by : @sduttaskitchen