ভালোবাসায় দুরত্বও জরুরী,তবেই অপেক্ষার আনন্দ অনুভব করা যায়

in Incredible India2 years ago

IMG_20220922_130736.jpg

আমরা যতই দূরে থাকি, আমাদের আকাশ কিন্তু এক

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন। আজকের দিনের শুরুটা ঝলমলে রোদ্দুর দিয়ে হয়েছে,আর আশাকরি সারাটা দিন এমনই থাকবে।

আমার লেখায় প্রতিদিন আপনারা আমার ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ক্যাফেতে যাওয়া এইসব দেখে নিশ্চয়ই ভাবেন আমি সব সময় আমার জীবনটা এমনই হেসে খেলে কাটাই। সত্যিই আমি তেমনই চেষ্টা করি। আমি চাই সবসময় নিজেকে এবং আমার কাছের মানুষগুলোকে খুশি রাখতে।

কিন্তু আপনারা সকলেই জানেন যে ভালোলাগা ও খারাপলাগা এই দুটো অনুভূতি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। সব সময় খুশি থাকার মানে এই নয় যে আমার কখনো কোনো কষ্ট হয় না, কোনো কারণে খারাপ লাগে না। আমিও মানুষ, তাই আমারও মন খারাপ হয়, কষ্ট হয়। তবে হ্যাঁ আমার প্রকাশ কম।

কারন আমি এটা বিশ্বাস করি আমার মন খারাপ হলে, সেকথা কাউকে বললে আমার কষ্ট কমে যাবে না। বা আমি যাকে বলছি সে আমার কষ্টের ভাগ নিতে পারবে না। আমার জীবনে খুব কম সংখ্যক মানুষ আছে যাদের আমি আমার খারাপ লাগার কথা বলি।

IMG_20220922_125946.jpg

রেস্টুরেন্টে গিয়ে সেলফি তুলছিলাম, আর ও আমার চুল দিয়ে গোফ বানাচ্ছিল, এইসব দুষ্টুমি গুলো মিস করি

আজকে আমি এই ধরনের কথা বলছি কারন, আজকে আমার মনটা খুব খারাপ। না, কারোর সাথে কোনো ঝগড়া, অশান্তি কিছুই হয়নি, মনটা বিশালের জন্য খারাপ। আপনাদের সকলের সাথেও নিশ্চয়ই এমন হয় যাকে ভালোবাসেন তার সাথে দেখা করতে মন চায়, পাশে বসতে মন চায়।

কাল থেকে আমার ঠিক এমনটাই মনে হচ্ছে। ভিডিও কলে কথা বললেও কিছু কিছু সময় এই দুরত্বটা অসহ্য লাগে। পুজোর দিন যতো এগোচ্ছে আমার খারাপ লাগা বাড়তে থাকবে।

IMG_20220922_124531.jpg

ইকো পার্কে ঘুরতে গিয়ে তোলা ছবি

আমি ওকে ভীষন মিস করি। ওর সাথে সময় কাটানো, ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া সবকিছু মিস করি। কিন্তু এই কথাগুলো আমি ওকে বলতেও পারি না। কারন আমার থেকেও ওর মন খারাপ বেশি হয়।

আমি এখানে আমার পরিবারের সাথে থাকি। মন খারাপ লাগলে বন্ধুদের সাথে আড্ডা দিতে বেড়িয়ে পরি। কিন্তু ও বিদেশে একা থাকে, সাথে না পরিবার আছে না কোনো বন্ধু। ওর কষ্টটা আরও বেশি।

কাল রাতে কথা বলতে বলতে ও নিজেই মন খারাপের কথা বললো। আর তারপর থেকেই আমার মনটাও খারাপ হয়ে গেলো। এক বছরের বেশি হয়ে গেলো আমাদের সামনাসামনি দেখা হয়না। ফোনে প্রতিদিন কথা হয়। বলতে পারেন কথা কম ঝগড়া বেশি হয়। ঝগড়াটা যদিও আমিই বেশি করি, কিন্তু তবুও যেন সেই ঝগড়া ওর ভালো লাগে।

IMG_20220922_125924.jpg

অনেক আগে কলেজের ক্যান্টিনে তোলা ছবি

আমার মা তো আমাকে ভীষন বকে, বলে- কেন তুই এতো ঝগড়া করিস? আসলে আমার মা ও বিশাল দুজনেই কম কথা বলে। তাই ঝগড়া ওদের ভীষন অপছন্দ। বিশাল আমাকে সবসময় বলে-তুই বলে যা,আমি শুনছি। আর এই কথাটা শুনলে আমার আরও রাগ বেড়ে যায়।

যাইহোক, পরের বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ও হয়তো বাড়ি আসবে। তার আগে পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। সারাজীবন যাতে একসাথে ভালো থাকতে পারি তারজন্য এই কষ্টগুলো আমাদের মেনে নিতেই হবে।

আমি জানি ও আমাকে ভীষন মিস করে, ওর পরিবারকে মিস করে। কিন্তু নিজেই আবার বলে, সবাইকে ভালো রাখতে গেলে আমাকে এই কষ্ট সহ্য করতে হবে। আর এই কারনেই আমি নিজের খারাপ লাগার কথা ওকে বলতে পারি না, তাহলে ওর কষ্ট আরও বেড়ে যাবে।

যাইহোক, আমার আনন্দের দিনগুলোর কথা আপনাদের জানাই, আজ একটু মন খারাপের কথাও জানালাম। আপনারা ভালো থাকবেন, ভালোবাসার মানুষদের সাথে ভীষন আনন্দে থাকবেন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক এই প্রার্থনা করি।

Sort:  
Loading...
 2 years ago 

আপনার ভবিষ্যৎ জীবন সুখময় হোক, এই কামনা করি।

 2 years ago 

অনেক ধন্যবাদ @pulook স্যার।

 2 years ago 

@swetab97 আপনার ভালোবাসার মানুষ সব সময় আপনার পাশে থাকুক এটাই কামনা করি। ভালো থাকুন।

 2 years ago 

অনেক ধন্যবাদ @piudey দিদি। আপনিও ভালো থাকুন।

 2 years ago 

ভালবাসার পাশপাশি জীবনে নিজেকে দার করবার চেষ্টা করো, কঠিন পরিস্থিতিতে সেটাও কাজে আসে।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন @sduttaskitchen ম্যাম। আমি চেষ্টা করছি।