প্রকৃতির সৌন্দর্য
প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন।
গত কয়েকদিন ধরে আবহাওয়াটা এতোটাই খারাপ যে এবার সত্যিই বিরক্ত লাগছে। প্রতিদিন হয় সকালে, না হয় দুপুরে, না হয় রাতে কমবেশি বৃষ্টি হয়েই চলেছে।
বৃষ্টি আমার ভালো লাগে, তাই বলে এমনভাবে প্রতিদিন বৃষ্টি হলে বিরক্ত লাগে। তবুও যদি বর্ষাকালে হয় মানা যায়। অবশ্য আজকাল আর ঋতুর ঠিক নেই। তাই আষাঢ়-শ্রাবণ মাসের বৃষ্টি ভাদ্র-আশ্বিন মাসে হচ্ছে।
পুজোর আগে সকলে কমবেশি কেনাকাটা করবে। পুজোর সময় ঘুরতে যাবে। বাচ্চারা আনন্দ করবে। সবকিছুই এই বৃষ্টির কারনে নষ্ট হচ্ছে।যাইহোক, আপনাদের আমি আগে জানিয়েছিলাম, প্রতিদিন বিকালে আমি ও সোমা হাটতে বেড়োই। গতকাল আমরা আমার মামাবাড়ির দিকে হাটতে গিয়েছিলাম।
গতকাল সকালে ভালোই বৃষ্টি হলো, আমি ভেবেছিলাম সকালে বৃষ্টি হয়েছে, তাহলে হয়ত বিকালে আর বৃষ্টি হবে না।কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর হঠাৎ কারেন্ট চলে গেলো। আমি বাইরে বেড়িয়ে দেখলাম আকাশ কালো করে মেঘ করেছে। আর কিছুক্ষণ বাদেই মুষল ধারায় বৃষ্টি শুরু হলো।
সেই বৃষ্টি থামতে থামতে দুপুর গড়িয়ে গেলো। সোমা আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো বাইরে বেড়োবো কিনা। আমি ওকে আসতে বললাম। কারন আমার নিজেরই বাড়িতে বসে থাকতে বিরক্ত লাগছিলো। বিকালে আকাশে অল্প মেঘ থাকলেও বৃষ্টি পড়ছিলো না।
দুজনে হাটতে হাটতে আমার মামাবাড়ির কাছাকাছি চলে গেলাম। ওখানে ফাকা রাস্তার পাশ দিয়ে রাস্তা। বৃষ্টি হয়েছিল বলে রাস্তায় মানুষ জনের ভীড়ও কম ছিলো। আমরা দুজন গল্প করতে করতে অনেকটা পথ গেলাম।
তখন আবহাওয়াটা সত্যিই সুন্দর লাগছিল। আকাশের রঙটা ছিলো অপূর্ব। আমরা কয়েকটি ছবিও তুললাম।। আকাশের ছবি তুলতে গিয়ে আকাশের সাথে নিজেদের ছবি তুলতে ভুলে গেলাম। জানিনা ফোনের ক্যামেরায় কতটা সৌন্দর্য ধরা পড়েছে, কিন্তু চোখের ক্যামেরায় যে দৃশ্য দেখেছি তা সত্যিই অবর্ণনীয়।
আসলে আমরা মানুষেরা যতো চেষ্টাই করিনা কেন প্রকৃতির কাছে আমরা পরাজিত। হার মানতে বাধ্য। সেটা প্রকৃতির শক্তি হোক বা সৌন্দর্য। আমাদের প্রাত্যহিক জীবনে আমরা বহুবার দেখেছি প্রকৃতির শক্তির কাছে আমাদের জীবন, শিক্ষা, অত্যাধুনিক প্রযুক্তি সবকিছু হেরে যায়। সেটার উদাহরণ হিসাবে আপনি সুনামি বলতে পারেন, আমফান- ইয়াস আরও বিভিন্ন ঝড় বলতে পারেন, ভুমিকম্প বলতে পারেন। আর এই সবকিছুর সামনেই আমরা খুবই সামান্য।
তেমনি সৌন্দর্যের দিক থেকে আপনি শরৎকালের আকাশের সৌন্দর্যের কথা বলতে পারেন, কাশফুলের সৌন্দর্য বলতে পারেন কিংবা শিউলি ফুলের গন্ধ বলতে পারেন, নতুন ধানের গন্ধ,আকাশের রামধনুর সৌন্দর্য বলতে পারেন। এই সবকিছু আমরা চাইলে না ধ্বংস করতে পারবো, আর না সৃষ্টি। আর এখানেই আমরা বার বার হেরে যাই, আর জিতে যায় প্রকৃতি।
যাইহোক, আজ সকালেও অল্প বৃষ্টি হলো, এখন অবশ্য বাইরে রৌদ্র উঠেছে। আশাকরি আজকে বিকালে অন্তত বৃষ্টি হবে না। আপনাদের সকলের আজকের দিনটা খুব ভালো কাটুক এই প্রার্থনা করে আমি আমার লেখা শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন।
Swetab97 শিউলি ফুল আমার খুব প্রিয় । আর আপনার প্রকৃতির ছবি গুলো খুব সুন্দর হয়েছে।
ধন্যবাদ @piudey দিদি আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন। আপনার দিনটি ভালো কাটুক।
শিউলি ফুল, পদ্ম ফুল এবং কাশ ফুল আমাদের জন্য সবসময় খুশির বার্তা বয়ে আনে।
ঠিক বলেছেন @pulook স্যার। পুজো মানেই খুশির বার্তা। আর শিউল ফুল, কাশফুল সেই পুজোর আগমনবার্তা বয়ে আনে। আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন স্যার।
প্রকৃতি আমাদের এমন অনেক কিছু শেখায় যা কেবলমাত্র পুঁথি পড়ে অর্জন করা যায় না।
একদম ঠিক বলেছেন @sduttaskitchen ম্যাম। আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।