"দিদিকে জন্মদিনের সারপ্রাইজ দিলাম"

in Incredible India2 years ago

IMG_20221007_192515.jpg

শুভ জন্মদিন দিদি

প্রিয়,
পাঠকগণ,

আশা করছি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন।
আপনাদের সকলের আজকের দিনটা ভালো খুব কেটেছে।

দেখতে দেখতে পূজো শেষ হয়ে গেছে। আসছে বছরের জন্য অপেক্ষা শুরু হয়ে গেল। যাইহোক, আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন, এই বছর দশমীর দিনে আমার দিদি @sampabiswas এর জন্মদিন ছিলো।

পুজোর মধ্যে অনেক বার আমি দিদিকে আমাদের বাড়িতে আসতে বলেছিলাম কিন্তু ও যেহেতু আমার পিসি(ওর বাপের বাড়ি) বাড়িতে ছিলো তাই আসতে পারেনি। আমি যদিও ওকে ফোনে শুভেচ্ছা জানিয়েছি। কিন্তু আমি ওকে প্রতিবারই সামনাসামনি গিয়ে উইশ করি। আমার সাধ্য মতো যা কিছু উপহার সম্ভব দেওয়ার চেষ্টা করি।

IMG_20221007_192536.jpg

বাড়ি থেকে বেড়োলাম

আজকে ভাবলাম দিদিকে সারপ্রাইজ দিই। তাই আমি আজকে বিকালে দিদি বাড়ি চলে গেলাম। যদিও যাওয়ার অন্য একটি কারনও আছে। আসলে বেশ কিছুদিন ধরেই আমার স্টিমিটের কিছু কাজ শেখা বাকি ছিলো। তাই ভাবলাম দিদির বাড়িতে গিয়ে ওর সাথে দেখাও করে আসি এবং সাথে সাথে আমি ওর সামনে বসে কাজটাও শিখে আসি।

IMG_20221007_192623.jpg

দিদির জন্য নেওয়া গোলাপ আর চকলেট

তাই যেমন ভাবনা তেমন কাজ। বিকাল বেলা দিদির পছন্দের একটা গোলাপ ফুল ও ওর প্রিয় জিনিস চকলেট নিয়ে সোজা চলে গেলাম ওর বাড়িতে। পিকলু আমার আওয়াজ পেয়ে সোজা গেটের সামনে চলে এলো। প্রথমে এককু ডাকলো। তারপর অবশ্য আমার সাথে ভাব হয়ে গেলো।

দিদি তো ফুলটা দেখে ভীষন খুশি হলো। আর চকলেটটা দেখে মুখে সেই হাসি ফুটলো।আসলে ওকে আগের বার জন্মদিনে আমি একটা কানের দুল উপহার দিয়েছিলাম। কিন্তু ও যেহেতু খুব একটা পড়ে না। তাই ভাবলাম এমন কিছু দেই যেটা ও বেশি পছন্দ করে।

IMG_20221007_192711.jpg

পিকলু আর আমি

তারপর পিকলুর সাথে কিছুক্ষণ সময় কাটালাম। দিদির শশুর শাশুড়ির সাথেও বেশ কিছুক্ষণ কথা বললাম। তারপর দিদির শাশুড়ি আমাকে মিষ্টি খেতে দিলো। যেহেতু বিজয়ার পরে ওদের বাড়ি এলাম, তাই মিষ্টি খেতেই হলো।

গল্প শেষ করে আমি আর দিদি ওর ঘরে গিয়ে বসলাম। তারপর দিদি আমাকে কাজগুলো শিখিয়ে দিলো। তারপর আমি ওর সামনে বসে সবটা ভালো করে শিখে নিলাম। তারপরে দিদিকে বললাম, ট্রেন টাইম দেখতে বললাম।

যদিও দিদি অনেক বার করে থাকতে বলল কিন্তু কালকে লক্ষ্মী পুজোর বাজার করার কাজ আছে,মায়ের শরীরটা খুব একটা ভালো না, তাই মায়ের সাথে আমাকেও যেতে হবে।এইজন্যই আজকে বাড়িতে ফিরতে হবে। দিদি ট্রেন টাইম দেখে দেওয়ার পর আমি রেডি হয়ে নিলাম।

IMG_20221007_192643.jpg

ফেরার পথে দিদি বাড়ির সামনের লাইটিং

বেরোনোর আগে পিকলু কে একটু আদর করে নিলাম। তারপর দিদির শশুর শাশুড়িকে বলে আমি স্টেশনের উদ্দেশ্যে বেড়িয়ে পড়লাম। সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো আমাদের দুজনের। আশাকরি, পরের বার জন্মদিনে আমি দিদির সাথে পারবো।

যাইহোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
শুভ রাএি।

Sort:  
 2 years ago 

বাহ্ দিদির জন্য আনা ফুলটা খুব সুন্দর হয়েছে @swetab97 । চকলেট আমি খুব একটা পছন্দ করি না, ওটা আমার ছেলের পছন্দ। দিদিকে সারপ্রাইজ দিয়েছো জেনে ভালো লাগলো। দিদি খুব খুশি হয়েছে নিশ্চয়ই। এমন ভাবেই ভালো থাকো দুজনে।

 2 years ago 

@baishakhi88 হ্যাঁ দিদি খুব খুশি হয়েছে। সব থেকে পছন্দ হয়েছে গোলাপ ফুলটা। আর চকলেট ও সব দিনই খেতে ভালোবাসে। আশীর্বাদ করবেন সারাজীবন যেন এই ভাবেই থাকতে পারি। ভালো থাকবেন দিদি।

 2 years ago 

বহু মূল্যবান উপহার দিয়েছো তোমার দিদির জন্মদিন উপলক্ষে, বাজার মূল্য নয় এই দুটো জিনিসের ভালোবাসার প্রতীক। খুব ভালো লাগলো দেখে।

 2 years ago 

@sduttaskitchen ম্যাম আমার দিদি উপহারের থেকে এই দুটো জিনিস সব থেকে বেশি পছন্দ করে। তাই একটু খুশি করার চেষ্টা করলাম। ভালো থাকবেন ম্যাম।

 2 years ago 

খুব ভালো লাগলো যে দিদির জন্য বোনের এতো সুন্দর একটা ভাবনা চিন্তা দেখে।কারণ এখন কেউ কাউর খোঁজ ‌ই রাখে না।

 2 years ago 

@sanchita96 পিসি মারা যাওয়ার পর থেকে চেষ্টা করি আমি এবং আমার মা মিলে ওকে খুশি রাখার। আমি খোঁজ আর খেয়াল দুটোই রাখি। ভালো থাকবেন দিদি।

Loading...
 2 years ago 

দুটো অমূল্য উপহার দিয়েছেন আপনি আপনার দিদিকে, মানতেই হবে আপনার পছন্দ উৎকৃষ্ট।

 2 years ago 

@pulook স্যার এই দুটি জিনিস আমার দিদির কাছে খুবই অমূল্য উপহার। তাই একটু চেষ্টা করলাম খুশি করার। ভালো থাকবেন।