The Performance i Conclude During 7 Days as Moderator
Hello Everyone,,,
আশা করি, সকলেই অনেক বেশি ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। তবে কিছুটা ব্যস্ততার মধ্যে দিন পার করতে হচ্ছে আর একারনেই আজকের রিপোর্ট উপস্থাপন করতে কিছুটা দেরি হয়ে গেলো।
বরাবরের মতো আজ আমি আবারও বিগত সপ্তাহে আমার সম্পাদিত কার্যাবলীগুলো উপস্থাপন করতে চলেছি। বিগত সপ্তাহে মডারেটর ও সদস্য হিসাবে যে সকল দায়িত্ব আমি পালন করেছি সেটাই তুলে ধরবে আজকের রিপোর্টে। চলুন তাহলে শুরু করা যাক -
আপনারা সকলেই জানেন যে, আমাদের কমিউনিটিতে প্রতি সপ্তাহে কনটেস্ট চলমান থাকে। সকলেই অবগত রয়েছেন, কনটেস্টে অংশগ্রহণ করতে হলে কিছু বিশেষ নিয়মাবলি রয়েছে। নতুন সদস্যদের এই নিয়মাবলি সম্পর্কে বুঝতে কিছুটা সমস্যা হয় তাই তেমনই একজন সদস্যকে কনটেস্টের অংশগ্রহণ করার সম্পূর্ণ নিয়মগুলো সম্পর্কে বুঝিয়ে দিয়েছিলাম। তার পাশাপাশি পোস্টের মধ্যে কিভাবে কপিরাইট ফ্রী ইমেজ ব্যবহার করতে সেটা শিখিয়ে দিয়েছিলাম।
বিগত সপ্তাহেও আমাদের মাঝে নতুন একজন সদস্য যুক্ত হয়েছেন। মূলত আমার হাত ধরেই এই নতুন সদস্য যুক্ত হয়েছেন আমাদের সাথে। তাই বরাবরের মতো এডমিন ও কো- এডমিন ম্যামের উপস্থিতিতে সকল নিয়মাবলি মেনে তার ভেরিফিকেশন সম্পন্ন করা হয়। আমাদের কমিউনিটি স্টিমিট প্লাটফর্মের সকল নিয়ম অনুসরণ করে। তাই কোনো সদস্যকে ভেরিফাই করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি যাতে করে কোনো ইউজার একের অধিক একাউন্ট ব্যবহার করতে না পারে।
মডারেটর হিসাবে উপরোক্ত দায়িত্ব পালন করার পাশাপাশি প্রতিদিন আমাকে নির্দিষ্ট সময় সদস্যদের পোস্ট ভেরিফিকেশন করতে হয় । কয়েক দিন আগের তুলনায় বর্তমানে কমিউনিটিতে সদস্যদের পোস্ট সংখ্যা অনেকটাই বেড়েছে যেটা খুবই ভালো বিষয়। যদিও এটা স্বাধীন প্লাটফর্ম তবে আশা করবো, সকলেই নিজ নিজ সক্রিয়তা বৃদ্ধি করবে।
Date | Post Count |
---|---|
10-12-2024 | 10 |
11-12-2024 | 8 |
12-12-2024 | 6 |
13-12-2024 | 9 |
14-12-2024 | 10 |
15-12-2024 | 10 |
16-12-2024 | 14 |
আমি আগেও অনেক বার বলেছি, কমিউনিটির সকল সদস্যের প্রধান দায়িত্ব হলো, নিয়মিত পোস্ট শেয়ার করা ও অন্যের পোস্ট পড়ে মানসম্মত কমেন্ট করা। আমি নিজেও চেষ্টা করি নিজের এনগেজমেন্ট বৃদ্ধির করার।
উপসংহার : আশা করি, সকলেই মনোযোগ সহকারে আমার পোস্টটি পড়েছেন এবং আমার কার্যাবলী সম্পর্কে ধারনা পেয়েছেন। আমি নিজেও বুঝতে পারছি, বিগত সপ্তাহে আমার পারফরম্যান্সের কিছুটা অবনতি হয়েছে।
তবে আমি কোনো অযুহাত দিতে চাই না তবে চেষ্টা করবো পরবর্তী সপ্তাহে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য। সকলে শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
শুরুতেই জানাবো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কারনে আমি প্রতি সপ্তাহের চলমান কনটেস্টে অংশগ্রহণ করতে পেরেছি। আপনি এত সুন্দর ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার নিয়ম গুলো বুঝিয়েছেন যে আমি এক একেবারে সবকিছু বুঝে ফেলছি।সেই সাথে কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করাও শিখিয়েছেন।
আসলে আমি অনেক দিন থেকেই দেখি যে আমাদের এডমিন ম্যাম কত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করে কিন্তু আমি কিছুতেই অংশগ্রহণ করার সাহস পাই না কারণ আমি নিয়ম গুলো জানিনা, তবে আপনার থেকে নিয়মগুলো জেনে আমি এত উপকৃত হয়েছি বলে বোঝানোর মত না। আশা করি সব সমস্যার সমাধান করবেন সব সময়। আপনার কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন।
পোস্ট ভেরিফাই এর সংখ্যা দেখেই বঝা যায় আপনি আপনার কাজ নিয়ে কতটা সিরিয়াস। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। পাশাপাশি কেউ ডিসকোডে এসে মেসেজ দিলেই আপনি সবার আগে রিপ্লাই দেন, এটা আগে দেখতাম পিয়া দিদির মাঝে। আশা করি আপনার এই স্টিমিট জারনি অনেক বেশি সাফল্য মন্ডিত হবে।