ভয়!

in Incredible India9 days ago
pexels-karolina-grabowska-5422603.jpgSource

ভয় শব্দটা শুনলে সর্বপ্রথম আমাদের মাথায় যে কথাটা আসে সেটা হলো ভূত। আপনি কি ভূতে বিশ্বাস করেন?

এর উওরটা একেকজনের ক্ষেত্রে একেকরকম। কেউ কেউ ভূতে বিশ্বাস করেন আবার অনেকে বিশ্বাস করেন না। ভূতে বিশ্বাস করেন না বা করেন রাতে একা থাকলে ভূতের কথা মনে পড়লে সবারই ভয় লাগে, তাই না!

আপনি তো ভূতে বিশ্বাস করেন না তাহলে ভয় কেন লাগে? আমি নিজেও ভূতে বিশ্বাস করি না, ভয়ও খুব কমই পাই। রাতে একা চলাফেরা করা বা একা থাকতে আমার খুব বেশি অসুবিধা হয় না। বাসায় যখন থাকি তখন একটা বাসায় একা থাকার অভ্যাস রয়েছে অনেক আগে থেকেই।

বাংলাদেশে রেডিও তে ভূত FM অনুষ্ঠিত হয় প্রতি শুক্রবার রাত ১২ টায়। এখানে ভূতের গল্প শোনানো হয়। আপনারা কে কে শুনেছেন আমি জানি না তবে আমি নিয়মিত শ্রোতা ছিলাম। এখন আর শোনা হয় না।

ভূতে না হয় বিশ্বাস করলাম না তবে আমাদের আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে মাঝে মাঝে যেটা অনেক বেশি আশ্চর্যজনক বা ভৌতিক মনে হয়। এগুলো আসলে বিশ্বাস করা কঠিন!

ছোটবেলা থেকে একটা মজার ঘটনা ঘটতো আমার সাথে সেটা হলো -

আমি রাতের বেলায় একা একা বাইরে থেকে ঘুরে আসতে পারতাম একটুও ভয় লাগতো না। তবে একা একা ঘরে যেতে ভীষণ ভয় লাগতো। কেন এমন হতো আমি জানি না। এটা হয়ত আমার মনের দোষ। এজন্যই বললাম ভয়টা আসলে মনের কাছে!

আমাদের গ্রামে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোর উত্তর এখনও পায়নি কেউ। আপনাদের সাথে সেরকম একটা গল্প শেয়ার করবো।

আমাদের একই পাড়াতেই বাড়ি। আমার বাড়ি থেকে ১০ মিনিট পথের দুরত্ব তাদের বাড়ির। আমি তখন অষ্টম শ্রেণিতে পড়ি। সেই বাড়ির একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো। তবে সেই মেয়েটা এই ছেলেকে পছন্দ করতো না। সেই মেয়েটা অবশ্য আমার বান্ধবী ছিলো, একই সাথে পড়তাম।

একপর্যায়ে ছেলেটা আত্মহত্যা করে। এই ঘটনাতে ছেলের বাড়ির লোকজন ভীষণ খারাপ অবস্থার মধ্যে চলে যায়। এই ঘটনাটা মানতে না পেরে ছেলেটার দাদুও আত্মহত্যা করে! সেটা সত্যি খুব দুঃখজনক!

এতসব কিছু ঘটে যাওয়ার পর ছেলেটার পরিবারের বাকি সবাই বাড়ি ছেড়ে ভারতে চলে যায়। বাড়িতে না থাকার কারনে বাড়িতে কেমন যেন গা ছমছমে পরিবেশ তৈরি হয়।রাতে তো দুরের কথা, দিনের বেলাতেও কেউ তাদের বাড়িতে যেত না।

সেই বাড়িটার আশেপাশে তো আরও বাড়ি রয়েছে। একদিন একটা বয়স্ক লোক তার মেয়ের বাড়িতে বেড়াতে আসে। তার মেয়ের বাড়িটাও ঐ বাড়িটার পাশে।

আমাদের সবারই নিজের সববয়সী লোকের সাথে ভাব জমে। তেমনই বয়স্ক লোকের ভাব জমে বয়স্ক লোকের সাথে।

যে লোকটা মেয়ের বাড়িতে বেড়াতে এসেছে, উনি জানতো না যে তার সমবয়সী যে লোকটা ছিলো সে মারা গিয়েছে! মেয়ের বাড়িতে আসার পর সন্ধ্যার দিকে লোকটা ঘুরতে বেরিয়েছে এবং বরাবরের মতো স্বাভাবিকভাবেই উনি ঐ মৃত বাড়িতে গিয়েছে কারন সে জানতো যে এই বাড়িতে দুজন মারা গিয়েছে এবং এখন বাড়িতে কেউ থাকে না!

যাই হোক, উনি একপর্যায়ে বাড়িতে চলে আসেন। রাতের বেলায় সকলে মিলে ভাত খাচ্ছে। তখন লোকটা বলছে,

  • পাশের বাড়ির বেয়াই দের বাড়িতে গিয়েছিলাম ( মৃত লোকটাকে বেয়াই বলে সম্বোধন করতো) । উঠানে দাঁড়িয়ে বেয়াইকে ডাক দিলাম, শুধু ঘরের ভিতর থেকে ডাক শুনলো। ভালো- মন্দ জিজ্ঞেস করলাম সেটারও উত্তর দিলো কিন্তু আমাকে একবারও উঠে বসতে বললো না। অন্য সময় তো একসাথে সব সময় গল্প করতাম তাহলে এবার এমন ব্যবহার কেন করলো।

আসলে এটা স্বাভাবিক যে আমরা কারো বাড়িতে বেড়াতে যাই আর সে যদি উঠে বসতে না বলে তাহলে আমাদের খারাপ লাগে। তবে লোকটার কথা শুনে, ওখানে উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে!

সবাই হয়ত ভাবছে যে এটা কি করে সম্ভব? যে লোকটা কয়েকমাস আগে মারা গেছে সে উওর করবে কিভাবে?? লোকটার কথা শুনে সবাই চুপ হয়ে গেছে এবং কি উওর করবে কেউ বুঝতে পারছে না। কিছুক্ষণ পর ধীরে ধীরে সবাই মিলে লোকটাকে সব কিছু বুঝিয়ে বললো।

সব কিছু শোনার পর লোকটা ভীষণ ভয় পেলো এবং কিছুক্ষণের মধ্যে তার গায়ে জ্বর চলে আসলো। কোনো ভাবেই এই জ্বর ভালো হয় না। ডাক্তার দেখলেও কোনো লাভ হচ্ছে না। বেশ অনেক দিন তার জ্বর ছিলো তারপর সব কিছু স্বাভাবিক হয়।

এই ঘটনাটার উওর আজও কেউ পায়নি। শুধুমাত্র এটা নয় ওদের বাড়ি নিয়ে অনেক ঘটনা ঘটেছে। মাঝে মাঝে রাতের বেলায় ঘরের মধ্যে শব্দ হওয়া এসব তো নিত্য দিনের ঘটনা। রাতের বেলায় ঐ পাড়ার কেউ বাড়ি থেকে বেরোতো না!

আমি জানি না এই ঘটনাটা কিভাবে হয়েছে? কেন হয়েছে?

ভূত FM শুনতে তো ভালোই লাগতো। তবে সেরকম একটা ঘটনা যে আমাদের গ্রামেও ঘটে যাবে সেটা বুঝিনি। তবুও আমি বলবো, ভূত বিশ্বাস করি না, তবে এই ঘটনাটা কিভাবে ঘটলো সেটার উত্তর আমাদের কারোর জানা নেই।

আমি একটু আগেই বললাম যে রাতে একা চলাফেরা করতে ভয় লাগে না তবে পোস্টটা লিখতে গিয়ে এমন অনেক ঘটনা মনে পড়েছে তাই এখন একা একা ওয়াশরুমে যেতে ভয় লাগছে!😀 একটু আগে বীরপুরুষের মতো ভাষণ দিলেও এখন নিজেরই ভয় করছে। আপনাদের আশেপাশে এমন আশ্চর্যজনক ঘটনা কি কখনও ঘটেছে সেটা অবশ্যই জানাবেন! ভালো থাকবেন।

Sort:  
Loading...