The Performance i Conclude During 7 Days as Moderator
Hello Everyone,,,
কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি তবে শরীর ও মন কিছুটা অসুস্থ। জীবনে চলার পথে এমন পরিস্থিতি আসবে তবে তাই বলে সেটাকে পাশে রেখে নিজের দায়িত্ব পালন করতে হবে। তাই তো প্রতি সপ্তাহের মতো আজও আপনাদের মাঝে আমার রিপোর্ট উপস্থাপন করতে চলেছি।
আপনারা জানেন আমি প্রতি সপ্তাহের মঙ্গলবার আমার মডারেশনের রিপোর্ট উপস্থাপন করি। আমার এই রিপোর্টের বিষয়বস্তু সম্পর্কে আপনারা সকলেই অবগত রয়েছেন। আজকের রিপোর্টে আমি মূলত সারা সপ্তাহে যে দায়িত্বগুলো পালন করেছি সেটা উপস্থাপন করি। কোনো কোনো সপ্তাহে ভেরিফিকেশনের পাশাপাশি আমার দায়িত্ব কিছুটা বেড়ে যায় আবার কখনও কমে যায়। তবে চেষ্টা করি দায়িত্বটা সঠিকভাবে পালন করার। বিগত সপ্তাহে পোস্ট ভেরিফাই করার সময় খেয়াল করলাম একজন সদস্যের ভোটিং সিএসআই একদমই নেই। তাই তাকে সেটা বৃদ্ধির পরামর্শ দিয়েছিলাম। বিশেষ করে নতুন সদস্যরা ভোটিং সিএসআই এর দিকে খেয়াল রাখতে ভুলে যায় তাই তাদের মনে করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে।
সদস্যের ওয়ালেট থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে |
---|
আপনারা সকলেই জানে পাওয়ার আপ করার গুরুত্ব কতটা। তাছাড়া ক্লাবের অর্ন্তভুক্ত হওয়ার জন্য অবশ্যই পাওয়ার আপ করার প্রয়োজন। আমার বিগত সপ্তাহের রিপোর্টে বলেছিলাম, আমি আমার ভাইকে এই প্লাটফর্মের সাথে যুক্ত করিয়েছি। তাই নতুন সদস্যকে অবশ্যই পাওয়ার আপ করতে হবে। তবে পাওয়ার আপ করার বিষয়টা আমাদের কাছে হয়ত সহজ মনে হয় তবে নতুন সদস্যের কাছে এটা জটিল একটা বিষয়। আমরা সাধারণত ডিসকর্ডের মাধ্যমে সদস্যদের সাথে যোগাযোগ করে দিকনির্দেশনা দিয়ে থাকি তবে নতুন সদস্য অর্থাৎ ভাইয়ের বাড়ি যেহেতু আমাদের বাড়ির পাশে তাই তার সাথে সরাসরি দেখা করে তাকে পাওয়ার আপ করা শিখিয়ে দিয়েছিলাম। সামনে উপস্থিত থেকে যেকোনো জিনিস বুঝাতে ও বুঝতে হয়ত অনেক সুবিধা হয়।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
---|
Date | Post Count |
---|---|
03-12-2024 | 6 |
04-12-2024 | 7 |
05-12-2024 | 7 |
06-12-2024 | 10 |
07-12-2024 | 9 |
08-12-2024 | 10 |
09-12-2024 | 14 |
Total = | 63 |
বিগত সপ্তাহে আমি মোট ৬৩ টা পোস্ট ভেরিফাই করেছি। পোস্ট ভেরিফাই করাই আমার মূল দায়িত্ব তাই অন্য দায়িত্ব কম বা বেশি হতে পারে তবে পোস্ট ভেরিফাই প্রতিদিনই করতে হয়। পোস্ট ভেরিফাই করার সময় একাধিক বিষয়ের উপর নজর রাখতে হয় যেটা হয়ত আপনার ভেরিফিকেশন প্রক্রিয়া দেখলেই বুঝতে পারেন।
সদস্য হিসাবে আমাদের সকলের একটা প্রধান দায়িত্ব হলো নিয়মিত পোস্ট ও অন্যের পোস্ট পড়ে মানসম্মত কমেন্ট করা। যেটা আমি সব সময় চেষ্টা করি। যতটা পারি নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করি, যদিও এটাই পর্যাপ্ত নয়। আমার নিজের কাজে আরও ধারাবাহিকতা হওয়া উচিত। বিগত সপ্তাহে আমি নিম্নোক্ত পোস্টগুলো শেয়ার করেছি -
অনেক দিন বাদে এই সপ্তাহে হ্যাং আউট অনুষ্ঠিত হয়েছিলো। হ্যাং আউটের শুরুতে লোকসংখ্যা কম থাকলেও পরবর্তী একে একে অনেকেই যুক্ত হয়েছিলো। সকলের সাথে খুব সুন্দর সময় অতিবাহিত হয়েছিলো।
উপসংহার : আশা করি, সকলের আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়েছেন। বিগত সপ্তাহে আমি উপরোক্ত দায়িত্বগুলো পালন করেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি৷ সকলে ভালো থাকবেন।
Thank you for upvoting my post. I wish your community continued growth and success.😍
দাদা প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি সপ্তাহের এই প্লাটফর্মের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আমিও যখন এই কমিউনিটিতে নতুন এসেছিলাম তখনও আমাদের পাওয়ার অফ আপ করা কাজগুলো টিউটোরিয়াল ক্লাসেই শেখানো হতো। আপনি নিজের হাতে আপনার ভাইকে শেখাচ্ছেন যেন খুবই ভালো লাগলো। আর এটা ঠিক যে পাওয়ার আপ না করলে ক্লাব মেইন্টেন করা যায় না।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার একটি সপ্তাহের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য। পাওয়ার আপ আমাদের প্রত্যেকটি ইউজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে কমিউনিটিতে অনেক সময় দিয়ে থাকেন। তার পাশাপাশি এই সপ্তাহের এংগেজমেন্ট আপনার অনেক অনেক বেশি ভালো ছিল। যাইহোক শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।