বর্তমান অবস্থার প্রেক্ষিতে আপনি খুব সুন্দর ও যুগোপযোগী লেখা শেয়ার করেছেন। পিতা মাতা কতই না কষ্ট করে তার সন্তানকে বড় করতে। নিজের ইচ্ছাগুলো অপূর্ণ রেখে সন্তানের আবদার মেটানো বাবা মায়ের শেষ স্থান হয় বৃদ্ধাশ্রম।
আমি যদি উচ্চ পদস্থ কোনো ব্যক্তি হতাম তাহলে এসব পশুদের ধরে ধরে মৃত্যুদন্ডে দন্ডিত করতাম।
এটা আপনি একদম ঠিক বলেছেন। সত্যি খুব ভালো লাগলো আপনার চিন্তা ভাবনা দেখে। ভালো থাকবেন আর এমনই সুন্দর সুন্দর লেখা শেয়ার করবেন।
আমি এইধরনের লিখা লিখতে খুবই ইঞ্জয় করি ভাই।আসলে বাস্তবতা বড়ই কঠিন।সবার জীবনেই খারাপ বাস্তবতার অভিজ্ঞতা আছে।আর তাই তো মানুষ এই ধরনের লিখা পড়তে পছন্দ করে থাকে।পিতামাতার সেবা যারা করতে পারবেনা তারা যেনো পরপারে শান্তি আশা করে না। সে যতই ধর্মভীরু হোক না কেনো।
আপনার লেখাগুলো পড়তে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। সত্যিই আপনি খুব ভালো লেখেন। বাস্তবতা সত্যিই অনেক কঠিন। বাবা মা সারাজীবন কষ্ট করে তার সন্তানকে সুখি করার জন্য। আর সেই বাবা মায়ের শেষ পরিনতি যদি হয় বৃদ্ধাশ্রম তাহলে এর মতো দুঃখজনক আর কিছু হতে পারে না। আমাদের সকলেরই উচিত মা বাবাকে ভালোবাসা উচিত। ধন্যবাদ আপনাকে আমার মতামতের উওর দেওয়ার জন্য। ভালো থাকবেন।