You are viewing a single comment's thread from:

RE: পাখিদের সাথে কাটানো কিছু সুন্দর সময়,,,।

in Incredible Indialast month

চিড়িয়াখানায় গেলে পাখি ও অন্যান্য পশুদের দেখে একদিকে যেমন ভালো লাগে আবার ওদের জন্য খারাপও লাগে। আমাদের ঘরে বন্দী ৎাকতে যতটা কষ্ট লাগে, ওদেরও নিশ্চয়ই সব সময় বন্দী জীবন কাটাতে অনেক কষ্ট হয়। কিছু কিছু পাখি অনেক সুন্দর কথা বলতে পারে। আমার জেটুদের একটা শালিক পাখি রয়েছে এবং ওর পাশ দিয়ে যাওয়ার সময় পাখি টা হ্যালো, হ্যালো বলতে থাকে। আধুনিক যুগের পাখি তো এজন্য হয়ত হ্যালো বলতে থাকে।

Sort:  
 last month 

ডিজিটাল যুগের সাথে সাথে পশুপাখি গুলো ডিজিটাল হয়ে যাচ্ছে একদম ঠিক আধুনিক যুগের পাখি বললেই হয়তো হ্যালো হ্যালো করে,,

আমরা প্রত্যেকটা মানুষ এত স্মার্ট আর পাখিগুলো কি আনস্মার্ট হয়ে থাকতে পারে বলুন, 😄জেনে ভালো লাগলো আপনার জেঠুদের একটা শালিক পাখি রয়েছে আর শালিক পাখির কথা কিন্তুু ভারী মিষ্টি শুনতে।।