লজ্জাবতী ফুল গাছের ফটোগ্রাফি !!🌼
HELLO▶
everyone
চলে আসলাম আপনাদের মাঝে লজ্জাবতী ফুল গাছের ফটোগ্রাফি নিয়ে ৷ আজ ঠিক বিকেল বেলা বের হয় কিছু ফটোগ্রাফি করবো বলে কিন্তু কিছুতেই কোন ফটোগ্রাফি করার মত ছবি পাচ্ছি না হঠাৎ করেই একটা জমির আলিতে এই লজ্জাবতী গাছ গুলো দেখতে পাই ৷
আপনারা হয়তো এই লজ্জাবতী ফুলকে সবাই চিনে থাকবেন কারণ এই লজ্জাবতী ফুল গুলো প্রায় সময় যেখানে সেখানে দেখতে পাওয়া যায় ৷ তবে শীতকালীন সময় আসতে না আসতে এই লজ্জাবতী ফুলকে আমরা সচরাচর দেখতে পাই ৷
আর গ্রীষ্মকালে এই ফুলের গাছ গুলোকে আমরা খুবই কম দেখতে পাই তার কারণ হলো এই ফুলের গাছ গুলো অতিরিক্ত তাপ সহ্য করতে পারে না তাছাড়াও এরা গ্রীস্মকালে মাটির রসের জন্য বেশীদিন বাঁচতে পারে না আর অল্প দিনের মধ্যে এই ফুল গাছ গুলো শুকিয়ে শুধু শিকর গুলো থেকে যায় ৷
আর যখন শীতকালীন সময় চলে আসে তখন সেই শিকর থেকে নতুন করে কুশি গজাতে থাকে এবং গাছ টি প্রতিনিয়ত বেড়ে উঠতে থাকে ৷
ছোট থাকতে এই ফুলকে নিয়ে অনেক মজা করছি তবে সবচেয়ে মজার বিষয় হলো এই ফুলের গাছের পাতা গুলো যখন তাজা থাকে আর আমরা যখন হাত দিয়ে একটু স্পর্শ করি তখন পাতা গুলো জড়ো লাগে এই বিষয় টা দেখে আমরা ছোট তে অনেক কৌতুহল ছিলাম বা আনন্দ পেতাম ৷
তবে ফুলটি দেখতে অনেক সুন্দর হালকা সাদা ও লাল রঙের হয়ে থাকে আর ফুলটি দেখতে মাঝারি তবে ফুলের পাপড়ি গুলো দেখতে অনেক চমৎকার লাগে ৷
এই গুলো বিচি হচ্ছে লজ্জাবতী ফুল গাছের বিচি গুলো কাচা অবস্থায় দারুন সুন্দর দেখা যাচ্ছে ৷ তবে বিচি গুলো দীর্ঘদিন পর্যন্ত কাচা অবস্থায় থাকতে পারে না এক ডালে যদি কাচা বিচি থাকে অন্য দিকে আরেক ডালে আস্তে আস্তে এই বিচি গুলো শুকিয়ে যায় ৷
অন্যান্য ডালে এই লজ্জাবতী ফুল গাছের বিচি গুলো শুকিয়ে গেছে তা আপনাদের সাথে তুলে ধরলাম ৷ আর এভাবেই আস্তে আস্তে শীত ফুরাবার আগে গাছ গুলো মরে যায় ৷ যখন আবার শীতের আগমন ঘটে তখন এই লজ্জাবতী গাছ গুলো গজিয়ে উঠে ৷ এই লজ্জাবতী গাছের ও আয়ুকাল রয়েছে যেটা সঠিক সময়ে মরে যায় আর সঠিক সময়ে জন্ম নিয়ে থাকে ৷
তাছাড়াও এই লজ্জাবতী গাছ একটি সাধারন ঔষুধি গাছ বলা যেতে পারে কারণ এই গাছ ও বিচি থেকে বেশ কিছু ঔষুধ তৈরি করা হয়ে থাকে যেটা আমাদের জন্য বেশ উপকারিতায় ভূমিকা পালন করে থাকে ৷
তো বন্ধুরা কেমন লাগলো লজ্জাবতী ফুল গাছের ফটোগ্রাফি তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
লজ্জাবতী অনেক সুন্দর একটি গাছ অদ্ভুত একটা গাছ। ধরলেই লাজে মরে যায়। সাধারণত এই গাছটি বাচ্চারা যখন গাছটির পাতা ধরে বাচ্চারা হঠাৎ করে চমকে উঠে এটা আবার কেমন গাছ। আমার বাসার পাশে মাঠে অনেক লজ্জাবতী গাছ রয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
বরাবরি আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেন আপনার ফটোগ্রাফি দেখে আমি তো মুগ্ধ। সাধারণ লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি করছেন যেটা দেখে মনেই হচ্ছে না এটা ফোনের ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করছেন।
লজ্জাবতি ফুলের বিভিন্ন রং হয়ে থাকে তবে সাদা লজ্জাবতী ফুলগুলো দেখতে আরো সুন্দর লাগে যদি আশেপাশে সাদা লজ্জাবতী ফুল থাকে তাহলে সেই ফুলের ফটোগ্রাফি একদিন আমাদের কাছে উপস্থাপনা করিয়েন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
সাদা লজ্জাবতী ফুল আমি কখনো দেখি না আর মনে হয় না আমাদের এই দিকে আছে ৷ যদি কখনও চোখে পরে তাহলে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ৷
দাদা ভাই মালয়েশিয়াতে আমি অনেক জায়গায় দেখেছি এই সাদা লজ্জাপতি ফুল সেজন্য বললাম যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টি পড়ে তার সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন।
লজ্জাপতি গাছ অনেক দেখেছি তবে আজ প্রথম লজ্জাবতী ফুল দেখলাম আপনার পোস্টের মাধ্যমে। লজ্জাবতী গাছের পাতায় স্পর্শ করার সাথে সাথে যেন নিজেকে লজ্জার আবরণে ডেকে ফেলতো।
খুব ভালো লাগলো আপনার পোস্টের মাধ্যমে লজ্জাবতী ফুল ও ফুলের সম্পর্কে বেশ কিছু তথ্য সম্পর্কে জানতে পেরে। ভালো থাকবেন।
আপনার ফটোগ্রাফির প্রশংসা যতই করি না কেনো সব কম হয়ে যাবে। কারণ আমি আগাগোড়া আপনার ফটোগ্রাফি পছন্দ করি। এবং আমি এটা বিশ্বাস করি আপনি সত্যিই অনেক দক্ষতার সাথে এই ফটোগ্রাফি গুলো ধারণ করে থাকেন। তার পাশাপাশি লজ্জাবতী ফুল গুলো আসলেই অনেক সুন্দর হয়ে থাকে। মাঝে মাঝে লজ্জাবতী ফুল গুলো আমি দেখি। এবং আজ আবারো আপনার পোষ্টের মাধ্যমে লজ্জাবতী ফুলের ফটোগ্রাফি দেখে অনেক খুশি হলাম।