Better life with steem || The Diary Game |2 December, 2024 ||
সকাল বেলা |
---|
HELLO▶
everyone
শুভ সকাল বন্ধুরা !! আমি গত দু তিন দিন ধরে এলার্জি জনিত সমস্যায় ভূগতেছি আর এই ধরনের এলার্জি আগেও হয়েছে তবে খুবই কম হয়েছে যেটাতে ঔষুধ ও খেতে হয় নি , কিন্তু এই কয়েকদিন আগে যে অবস্থা হয়েছিল আমার তাতে বুঝে নিলাম যে এলার্জি একটি ভয়ানক রোগ বলা যেতে পারে ৷
যাই হোক ঔষুধ খেয়ে একটু সুস্থ তারপরও হাতে আর মুখে যখন চুলকানি শুরু হয় আর শির শির করে তখন শুধু চুলকাইতেই মন চায় সাথে ব্যাথাও লাগে ৷ রাতে এলার্জির ঔষুধ খেয়ে দারুন একটা ঘুম হয়েছে আজকে সকাল ১০ টার পর ঘুম থেকে উঠেছিলাম ৷
তারপর ফ্রেশ হয়ে ভাত খেয়ে নিলাম তারপর ঔষুধ ঠিকমত খেয়ে নিলাম ৷ বাড়ির পাশে ধান রয়েছে ধান গুলো দেখতে গেলাম ৷
ধান গুলো পেকে গেছে আবার ধান গাছের মধ্যে খাসকাও পরেছে তাই যত দ্রুত সম্ভব ধান গুলো কেটে ফেলা উচিত আমাদের ৷ হয়তো আগামীকাল থেকে ধান কাটা শুরু করে দিবো ৷
বিকেল বেলা |
---|
দুপুর সময় টা বাড়িতেই পার করেছিলাম শুয়ে শুয়ে কারণ চুলকানি শরীর নিয়ে আর কতই ঘুরে বেড়াবো সেজন্য রুমেই ছিলাম একেবারে বিকেল বেলা বের হইলাম ৷
বিকেল বেলা রুমে শুয়ে ছিলাম সে সময়ে মা ডেকে বললো একটু সবজী বাগানে গিয়ে একটা কদু নিয়ে আয় আমার আবার কদুর ডাল খেতে ভালো লাগে সেজন্য আমিও আর না করলাম না সবজী বাগানে গিয়ে একটা ছোট জালি কদু ছিরে নিয়ে আসলাম ৷
তারপর ফ্রেশ হয়ে আবার রুমে এসে শুয়ে পরছি শরীর টাও ভালো লাগছে না আর শুয়ে শুয়ে থাকতে থাকতে প্রচুর ঘুম চোখে আসছে সেজন্য ঘুমিয়ে পড়েছিলাম ৷ শেষ সন্ধ্যার আগে আগে ঘুম ভেঙেছিল ছোট বাচ্চাদের কোলাহলে ৷
সন্ধ্যা বেলা |
---|
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দোকান আসলাম আর ঘুম থেকে উঠলে কেমন যেন লাগে সেজন্য একটা চা খাইলাম ৷ সারাদিন তো বাড়িতেই ছিলাম তাই ভাবলাম যে একটু চৌরাস্তা ঘুরে আসি সেজন্য চৌরাস্তায় চলে আসলাম তারপর ঔষুধ শেষ হয়ে গেছিলো সেজন্য ঔষুধের দোকানে গিয়ে দুদিনের ঔষুধ নিলাম আবার ৷
শরীর ভালো নাই জন্য রাতে আর কোথাও আড্ডা দিলাম না সোলা বুট খেয়ে সোজা চলে আসলাম বাড়িতে ৷ তারপর বাড়িতে এসে আর খাওয়া দাওয়া করলাম না ভালো লাগছে না জন্য ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🌼
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |