Better life with steem || The Diary Game || 03 September, 2024 ||
সকাল বেলা |
---|
HELLO
everyone
সবাই কে জানাই শুভ সকাল !! ইশ্বরের কৃপায় আজকেও প্রতিদিনের মত সকাল সকাল উঠে পড়লাম ৷ আজকে কিছু কাজ থাকার কারণে তারাহুরো করে ব্রাশ ও নাস্তা খেয়ে বাদাম পরিষ্কার করতে লাগলাম ৷
আজকে বাদাম বিক্রি করবো প্রায় ১০ টা বস্তার মতো আর আমাদের বাদাম গুলোতে প্রচুর ধুলামাটি আর ফটকা কিছু বাদাম রয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে ৷ তা না হলে বাজারে নিয়ে গেলে এভাবে দেখলে আর নিতেই চাইবে না ৷
যার জন্য আমরা বেশ কয়েকজন বাদাম গুলো নিয়ে ফ্যানের বাতাসে ধুলা আর ফটকা বাদাম গুলো পরিষ্কার করে দিলাম ৷ একটু পর ভ্যান এসে বাদামের বস্তা গুলো নিয়ে চলে যায় ৷
দুপুর বেলা |
---|
কাজ শেষ করে দুপুর বেলা চলে গেলাম ধান ক্ষেতে ইদানিং ধান ক্ষেতে অনেক পোকামাকড়ের আক্রমণ বেড়ে গেছে যার জন্য একটু দেখার জন্যই গিয়েছিলাম ৷
আর গিয়ে দেখলাম মাঝে মাঝে ধানে গাছের গোড়ায় বেশ কিছু ছোট পোকার আক্রমণ শুরু করেছে আজকে দেখে বাজার গিয়ে ঔষুধ আনতে হবে আগামীকাল স্প্রে করে দিতে হবে খুব তারাতারি তাহলে আর কোন পোকামাকড় আক্রমণ করতে পারবে না ৷
যাই হোক তারপর বাড়িতে চলে আসি এসে স্নান করলাম তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম শরীর টা কেন জানি অনেক খারাপ লাগতেছে ৷
বিকেল বেলা ঘুম থেকে উঠে দোকানে আসলাম মাথা টা ব্যাথা করতেছে তাই একটা চা আর সাথে চিপস খেয়ে নিলাম ৷
সন্ধ্যা বেলা |
---|
সন্ধ্যা বেলা বাজারে কিছু কাজ ছিল জন্য বাজারে গেলাম তারপর দেখি কাপরের সেলাই এর দোকান বন্ধ একটা প্যান্ট সেলাই করতে দিয়েছিলাম আজকে দেওয়ার কথা ছিল কিন্তু দোকান টাই বন্ধ কি আর করার তারপর বেশ কিছু বন্ধুদের সাথে দেখা হলো ৷
তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম আর আড্ডা দেওয়া শেষে কিছু খাওয়ার জন্য একটা ছোট হোটেলে ঢুকে পড়লাম ৷ আসলে আমি এখন সোলা বুট পছন্দ করি কারণ এতদিন থেকে ভাজা পোড়া খেতে খেতে গ্যাস অতিরিক্ত বেড়ে গেছে যার জন্য এখন প্রায় সময় সোলা বুট খেয়ে থাকি ৷
যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তারপর বিল নিয়ে লেগে গেলো একজন বলছে আমি দিবো আরেকজন বলছে আমি দিবো পরে একটা জোর করে দিয়ে দিলো ৷
রাত প্রায় ৯ টা বেজে গেছে আমার বাড়ি আসতে হবে আর বর্তমান সময়ে রাত করে বাইরে থাকতে দেয় না আমার মা ৷ একটু পর পর ফোন করে বলছে তারাতারি বাড়িতে আয় তাই আর কোথাও দেরী না করে সবাই কে বিদায় জানিয়ে চলে আসলাম বাড়িতে ৷
তারপর খাওয়া দাওয়া করে রুমে এসে বিশ্রাম নিলাম একটু পর পরই পোস্ট লিখতে শুরু করে দিলাম ৷
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই শুভ রাত্রি ❤
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
বালুর চরে বাদাম বেশি হয়ে থাকে, আমাদের এলাকাতেও অনেক মানুষ বাদাম চাষ করে, আমাদেরও এক সময় বাদাম চাষ করা হচ্ছে, কিন্তু এখন আর করা হয় না, আপনার সারাদিনের কার্যক্রম দেখে ভালো লাগলো, ধন্যবাদ সারাদিনের কার্যক্রম আমাদের সাথে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
এত বাদাম পেয়েছেন ভাই তাহলে তো অনেক টাকা পাবেন বাদামের যে মূল্য। আপনি বরাবরই বাসার বেশ কাজ করেন আর আজকের ব্যতিক্রম নেই দুপুরে ধানের কাজে গিয়েছিলেন জমিতে।। বিকালে বাজারে গিয়েছিলাম এবং নাস্তা খেয়েছেন।। সবমিলিয়ে সুন্দর একটা দিন পার করেছেন।।
তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই শুভ রাত্রি ❤