Better life with steem || The Diary Game || 11 September, 2024 ||

in Incredible India22 days ago

Picsart_24-09-11_20-26-01-566.jpg

সকাল বেলা

IMG_20240911_184704.jpg

HELLO.

everyone,,

কেমন আছেন সবাই !! আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ? আমিও ইশ্বরের কৃপায় আজ অনেক ভালো আছি দীর্ঘদিন যাবৎ ধরে জ্বর ছিল আজকে একটু অনেক স্বস্তি লাগতেছে এবং আগের চেয়েও অনেক আরামদায়ক লাগছে ৷

প্রতিদিনের মত আজকেও সকালে উঠতে হয়েছিল কারণ কয়েকদিন যাবৎ ধরে প্রচুর পরিমাণে গরম তার পাশাপাশি কারেন্ট এর অবস্থা খুবই খারাপ ছিল সারাদিনে আর সারারাতে মনে হয় ৫ থেকে ঘন্টার মত কারেন্ট থাকে আর বাকি সময় টা খুব বাজে ভাবে কাটাতে হচ্ছে ৷

যাই হোক সকালে উঠে দেখি কারেন্ট নেই এদিকে ঘেমে শেষ উঠে চট করে বাইরে চলে আসলাম আর আজকের বাইরের পরিবেশ টা অনেক সুন্দর লাগছে এখনো রোদ উঠেনি তবে একটু পরেই খুব ভোল্টেজ দিয়ে রোদ উঠবে তখন শুরু হয়ে যাবে রোদ আর গরম কাকে বলে ৷

বাইরে একটু ঘুরাঘুরি করে বাড়িতে এসে ব্রাশ করলাম তারপর নাস্তা খাওয়ার জন্য দোকানে গিয়ে নাস্তা করে নিলাম ৷ আর যে গরম পরেছে আর এদিকে কারেন্ট ও থাকে না কি আর করবো দোকানের পাশে একটা মন্দির রয়েছে সেখানে বসার জায়গা রয়েছে সেখানে বসে বেশ কয়েকজন মিলে আড্ডা দিলাম তারপর একটু গেম খেলে চলে আসলাম বাড়িতে ৷

বাড়িতে এসে সকালের খাবার টুকু খেয়ে নিলাম তারপর ঔষুধ কিছু ছিল ঔষুধ গুলো ঠিকভাবে খেয়ে নিলাম ৷

IMG_20240911_185455.jpg

খাওয়া শেষ করে দুপুর বেলা চলে গেলাম বাজারে কয়েকদিন আগে আমার একটা ছোট ভাগনি হয়েছে তাকে দেখতে যাবে আমার মা যার জন্য বাজারে গিয়ে ফল মূল তারপর মিষ্টি কিনে নিয়ে আসলাম ৷

IMG_20240911_202327.jpg

বর্তমান বাজারে যে ফলমূলের দাম বেশী করে আর নিতে পারলাম না আপেল আর কমলা আর আম সব মিলে দেড় কেজির মত করে নিলাম তারপর মিষ্টি ১ কেজি নিয়েছি এই গুলো নিয়েই চলে আসলাম বাড়িতে ৷

তারপর একটু পর মা রেডি হয়ে ভ্যানে করে চলে গেলো ৷ আমি রুমে এসে বিশ্রাম নিতে লাগলাম তারপর স্টিমিট প্লাটফর্মে গিয়ে কিছু বন্ধুদের পোস্ট পড়ে বেশ কিছু কমেন্ট করলাম ৷

IMG_20240911_201619.jpg

সন্ধ্যা বেলা

বিকেল বেলা টুকু কোনরকম ভাবে কাটিয়ে দিলাম তারপর শেষ বিকেলে মা চলে আসলো মেহমান বাড়ি থেকে তারপর আমি ঔষুধ কেনার জন্য চৌরাস্তা বাজারের উদ্দেশ্য রওনা দিলাম ৷ তার আগে আমি যে দোকানে গিয়ে আড্ডা দেই সেখানে আসলাম দেখি একটা কাকু দোকানে বসে আছে তাকে ফাজলামি করে বললাম কাকু কি খাওয়াবা আর কি খাবো কাকু হুট করে বলে উঠলো যা মন চায় তাই খাও আমি একটু মুচকি হাসি দিয়ে মনে মনে অনেক খুশি হয়ে গেলাম ৷

IMG_20240911_202228.jpg

যাই হোক বললেই তো আর সব কিছু খাওয়া যায় না আমি একটা পটেটো চিপস নিলাম তারপর চিপস খেতে লাগলাম তারপর কাকু উঠে এসে একটা বিস্কিট এর প্যাকেট নিল তারপর দুজনে মিলে বিস্কিট টা খেয়ে নিলাম ৷ তারপর শরবত খাইলাম খেয়ে দেয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর আমি ঔষুধের দোকানে এসে কিছু ঔষুধ নিলাম ৷ তারপর সোজা বাড়িতে চলে আসি ৷

তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সকলে ৷❤

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

Sort:  
Loading...

Congratulations, your post has been curated by @dsc-r2cornell. You can use the tag #R2cornell. Also, find us on Discord

Manually curated by Blessed-girl


image.png

Felicitaciones, su publicación ha sido votada por @ dsc-r2cornell. Puedes usar el tag #R2cornell. También, nos puedes encontrar en Discord

 21 days ago 

Thank you sir for your support ❤❤

 18 days ago 

ধন্যবাদ সুন্দর একটা ডাইরি গেম উপহার দেওয়ার জন্য। লেখাটার মধ্যে সকাল, সন্ধ্যা ভাগ করে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এভাবে একটা দৈনন্দিন কার্যক্রম লিখে উপহার দিয়ে আপনি আমার মন জয় করেছেন অসংখ্য ধন্যবাদ।