Better life with steem || The Diary Game || 15 November, 2024 ||

in Incredible India3 months ago

Picsart_24-11-15_19-49-01-805.jpg

সকাল বেলা

IMG_20241115_160013.jpg

HELLO▶

everyone

শুভ সকাল বন্ধুরা 🌼 আজ শুক্রবার ঠিক সকাল ৭ টায় ঘুম থেকে উঠেছিলাম আর বিছানা ছেরে যখন বাইরে আসি তখন দেখি অনেক কুয়াশা পরছে আর আজকের সকাল যেন দেখে মনে হচ্ছে একটি শীতের সকাল ৷

এই শীতের আগমনে আজকেই সবচেয়ে বেশী শীত ও কুয়াশা পরছে যেটা দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে ৷ যাই হোক তারপর হাতে ব্রাশ নিয়ে বাইরে চলে গেলাম তারপর ব্রাশ করতে করতে হঠাৎ দেখতে পেলাম একটি ছোট মাকড়সা তার বাসাতে কি সুন্দর ভাবে বসে আছে ৷ সাথে সূর্য টাও হালকা ভাবে উপরে উঠতেছে আর এই সময়ে বেশ সুন্দর ক্যাপচার করাই যায় ৷ সেজন্য একটা ছবি তুলে নিলাম মাকড়সা এবং সাথে সূর্যের ৷

ফ্রেশ হতে হতে ৮ টা বেজে যাচ্ছে তাই আর দেরী না করে কাপর গুলো পরিবর্তন করলাম কিছু পুরাতন কাপর ছিল সেগুলো পরে নিলাম ৷ তারপর গত রাতে রুটি আর বিস্কিট নিয়ে এসেছি আজকে সকালে খাবো জন্য সেগুলো খেয়ে নিলাম ৷

IMG_20241115_160726.jpg

নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে চলে আসলাম ধান কাটতে ৷ আসলে আমরা নিজের কাজ নিজে করি তাই অনেকদিন যাবৎ ধরে ধান কাটতে হয় ৷ আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কেটে চলে আসি বাড়িতে পরে আর যাওয়া হয় না তখন অন্যান্য কাজ গুলো টুকটাক করে থাকি সেজন্য একটু বেশী সময় লাগে ৷

তবে আগামীকাল থেকে ধান কাটা শেষ হয়ে যাবে পরে বাকি কিছু জমি রয়েছে সেই ধানের গাছ গুলো এখনো কাচা অবস্থায় রয়েছে কাটতে বেশ কিছুদিন সময় লাগবে ৷

যাই হোক সেই সকালে এসেছি ঠিক দুপুর ১ টায় বাড়িতে চলে আসলাম তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম ৷

IMG_20241115_193602.jpg

বিকেল বেলা

স্নান করার আগে বিকেল বেলা পুকুরে নামলাম মাছ ধরার জন্য আমাদের ভরি জাল নেই সেজন্য টনি জাল দিয়েই আমরা কোনরকম করে মাছ ধরে থাকি পুকুরের মধ্যে ৷

আসলে যখন পুকুরে পানি কম থাকে তখন টনি জাল টেনে খুব সহজেই মাছ ধরা যায় ৷ টনি জাল পুকুরের মাঝ খানে দিয়ে পুকুরের চারাপশে একটু ঘুরে বেড়ালে তারপর টনি জাল টা টান দিলেই অনেক মাছ উঠে ৷ সেরকম ভাবে আজকেও কিছু মাছ ধরলাম ৷

IMG_20241115_194005.jpg

সন্ধ্যা বেলা

সন্ধ্যা বেলা চলে আসলাম বাজারে সারাদিন কাজ করে একটু ঘুরার জন্য বাজারে আসা ৷ বাড়িতে রাতের বেলা থাকতে ভালো লাগে না যার জন্য বাজারে আসি মন টন ভালো হয়ে যায় একে অপরের সাথে কথা বার্তা হয় তারপর আড্ডা হয় তাই একটু ভালো লাগে ৷

IMG_20241115_194653.jpg

যাই হোক টুকটাক কাজ ছিল বাজারের মধ্যে সেগুলো শেষ করে চৌরাস্তা চলে আসলাম ৷ সেখানে এক ছোট ভাইয়ের দোকানে গিয়ে একটা মসলা পান খাইলাম ৷

প্রতিদিন একটা করে পান খাই ভালোই লাগে খাইতে ৷ রাত প্রায় ৯ টা বেজে গেছে সেজন্য আর দেরী না করে চলে আসলাম বাড়িতে ৷

তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

শুভ রাত্রি 🌼

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

Sort:  
Loading...
 3 months ago 

একটু সময় লাগলে নিজের কাজ নিজেরা করাই ভালো এতে অর্থ অনেকটাই সাশ্রয় হয়। তাছাড়া নিজেদের জমিতে নিজেরা ফসল কাটা তো ভালো বিষয়। আপনাদের এখানে ফসল কাটাট কাজ শুরু হয়ে গেছে তবে আমাদের এখানে এখনও অনেক বাকি। এবার বাড়িতে আছি তাই আমিও যাবো আমাদের জমিতে ফসল কাটতে।

স্নান করার সময় পুকুর থেকে মাছ ধরেছিলেন জাল টেনে। নিশ্চয়ই অনেক বড় বড় মাছ পেয়েছিলেন। পান গালে দিলে কেমন জানি মুখ জ্বালা করে আমার, তাই পান খাই না। ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉

 3 months ago 

অনেক জায়গায় ধান পরিপক্ক হয়ে গিয়েছে এবং সেগুলো কাটা শুরু হয়ে গিয়েছে। ধান কাটা অনেক পরিশ্রমের একটি কাজ ধানের সিজনে কৃষকের অনেক পরিশ্রম হয়। আমার মনে হচ্ছে যে ধানগুলো অনেক উপরে থেকে কাটছেন জমিতে কি পানি আসে এখনো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 3 months ago 

নিজেদের বাড়ির কাজ নিজেদের করাই ভালো এবং একটু দেরি হলেও নিজেরা কাজ গুলো সম্পন্ন করতে পারলে ভালো হয় তার পরেও একটু দ্রুত কাজ গুলো সম্পন্ন করার জন্য মজুরি নেয়া ভালো। যাইহোক সকাল বেলা আপনি ধারণ করেছেন মাকড়সা তার জালের উপরে বসে আছে সাথে আছে সূর্যের কিছু দৃশ্য যে ছবিটি অসাধারণ ছিলো ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম শেয়ার করার জন্য।

 3 months ago 

হুম ভাই এতে করে কিছু টাকা বেচে যায় আর আমাদের বেশীও জমি না তাই নিজের কাজ গুলো নিজে করার চেষ্টা করি ৷ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ৷