Better life with steem || The Diary Game || 18 November, 2024 ||
সকাল বেলা |
---|
HELLO▶
everyone
শুভ সকাল বন্ধুরা 🌼 গতকাল আমাদের ধান গুলো জমি থেকে নিয়ে এসেছি ২ বিঘা জমির মত মানুষের দারায় নিয়ে এসেছি ৷ রাত হয়ে যাওয়ার কারণে ধানের আটি গুলো পুন্জি করে রেখে দিতে পারি নি ৷ তাই খুব ভোরে উঠে আমার বাবা সহ ধানের আটি গুলো পুন্জি করে রেখে দিয়েছি ৷
তারপর জাল দিয়ে ঘেরাও করে রেখেছি যাতে করে হাঁস , মুরগী , ছাগল ধান গুলোকে নষ্ট করতে না পারে ৷ যাই হোক ভোর বেলা থেকে সকাল ৭ টা পর্যন্ত কাজ করলাম ৷ এরপর হাতে ব্রাশ নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে ব্রাশ করলাম তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম ৷
এদিকে মা সকালের নাস্তা তৈরি করেছেন পরোটা আর ডিম ভাজি সকাল সকাল গরম পরোটা আর ডিম ভাজি কার না খেতে ভালো লাগে তাই আমি বেশ মজা করে খেয়ে নিলাম ৷ যেহেতু আমার পছন্দের নাস্তা ৷
প্রায় ১০ টা বেজে গেলো আমাদের গরুর খাবার খাওয়ার জন্য কোন খড় ছিলো না খড় শেষ হয়ে গেছে সেজন্য দুরের একটু জমি রয়েছে সেই ধানের আটি গুলো বেঁধে নিয়ে আসতে হবে সেগুলো কয়েকদিন খাবার হিসেবে গরুকে দেওয়া যাবে ৷
আমি আর আমার বাবা চলে গেলাম ধানের আটি গুলো আনকে প্রথমত ধানের আটি গুলো বাধলাম তারপর একটা বাংলা ভ্যানে সেই ধানের গুলো উঠিয়ে বাড়িতে নিয়ে চলে আসলাম ৷
বিকেল বেলা |
---|
কাজ শেষ করে স্নান করে একটু বাজারে বিশেষ কাজে প্রায় এক ঘন্টা দেরী করার পরে কাজটা সম্পূর্ণ করলাম ৷ কাজ শেষ করে চৌরাস্তায় একটু থামলাম চা খাওয়ার জন্য ৷
হঠাৎ দেখতে পেলাম দিনাজপুর থেকে আগত একটা বেকারি গাড়ি থেমে আছে তাদের কাছে একটা বিস্কুট এর কার্টুন আমার পছন্দ হয়েছে সেই বিস্কুট এর কার্টুন টা পাইকারি দামে কিনে নিলাম ৷
প্রতিদিন সকালে বিস্কুট খেয়ে নাস্তা করা যাবে সেসব ভেবেই বিস্কুট কেনা আর কি ! যাই হোক তারপর আর দেরী না করে চলে আসলাম বাড়িতে ৷
সন্ধ্যা বেলা |
---|
রাতের বেলা একটু শহরের উদ্দেশ্য বের হলাম একজন ডাচবাংলা ব্যাংক থেকে টাকা তুলবে সেজন্য আমাকে সাথে নিয়ে গেলো ৷ তারপর ব্যাংকে গিয়ে টাকা তুললো আমি এদিকে গাড়ি নিয়ে সাইটে তার জন্য অপেক্ষা করতেছি ৷ প্রায় ১৫ মিনিটের পর সে চলে আসলো তারপর আমরা গাড়ি নিয়ে একটু ঘুরতে লাগলাম ৷
রাতের বেলা মডেল মসজিদ দেখতে অসাধারণ লাগতেছে আমার কাছে এই মসজিদের কারুকার্য টা আসলেই অনেক অসাধারণ লেগেছে ৷ সেজন্য দেখতে আসলাম রাতের সৌন্দর্যতাএকটু উপভোগ করার জন্য ৷
যাই হোক রাত ৯ টা বাজতেছে হালকা কুয়াশা সাথে হালকা শীত শীত অনুভব হচ্ছে ৷ এদিকে শীতের কাপরও বেশী পরা ছিল না শরীরের মধ্যে ৷ তাই আর দেরী না করে সোজা চলে আসলাম বাড়িতে ৷
বাড়িতে এসে রাতের খাবার খেয়ে সোজা পোস্ট লিখতে শুরু করলাম ৷ তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷
শুভ রাত্রি 🌼
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |