Better life with steem || The Diary Game || 3 November, 2024 ||

in Incredible India22 days ago

Picsart_24-11-03_20-18-06-794.jpg

সকাল বেলা

IMG_20241103_145315.jpg

HELLO.

everyone

শুভ সকাল বন্ধুরা !! সবাইকে জানাই ভাই ফোঁটার শুভেচ্ছা ৷ আজ রোজ রবিবার সকাল থেকে শুরু হয়ে যাবে ভাই ফোঁটা অনুষ্ঠান আর এই অনুষ্ঠান সমগ্র বিশ্বের মধ্যে প্রচলন রয়েছে ৷

যাই হোক আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে সবার আগে স্নান করে নিলাম তারপর কিছু বাজার খরচ অনুষ্ঠান খরচ কিছু বাকি ছিল সেজন্য চলে আসলাম বাজারে তারপর বাকি সব খরচ গুলো ঠিকঠাক ভাবে করে নিলাম ৷

তারপর চলে আসলাম বাড়িতে এদিকে ভাই ফোঁটার সবকিছু আয়োজন করা শেষ হয়েছে আমি ফ্রেশ হয়ে বসে পড়লাম ভাই ফোঁটা নেওয়ার জন্য ৷ আমরা চার জন ভাই বসে ছিলাম তারপর তিন জন বোন আমাদের এক এক করে ভাই ফোঁটা দিলো ৷

IMG_20241103_145938.jpg

ভাই ফোঁটা শেষ করে বোনকে আর্শীবাদ দিলাম এরপর বোন গুলাকে গিফট হিসেবে চকলেট বক্স নিয়ে এসেছি সবাই কে একটি করে চকলেট বক্স গিফট করলাম ৷

IMG_20241103_150435.jpg

ছোট বোন গুলো চকলেট পেয়ে সবাই অনেক খুশি হয়েছে তাদের খুশি দেখে আমার নিজেরও অনেক ভালো লাগতেছে ৷ যাই হোক ভাই ফোঁটা অনুষ্ঠান শেষ করে সবাই বসে পড়লো খাওয়ার জন্য আর এই ভাই ফোঁটা খাওয়ার অনুষ্ঠানে পায়েস ,লুচি মিষ্টান্ন আয়োজন করা হয়েছে ৷

সবাই খেয়ে দেয়ে চলে গেলো এদিকে দুপুর হয়ে গেলো আমিও খেয়ে টেয়ে রুমে এসে বিশ্রাম নিতে লাগলাম ৷

IMG_20241103_150609.jpg

বিকেল বেলা

বিকেল বেলা ধান ক্ষেত দেখার জন্য বের হয়েছিলাম তারপর সব ধানের ক্ষতে গুলো দেখে মনে হলো বর্তমান ধানের ফসল গুলো ঠিকঠাক রয়েছে আর কদিনের মধ্যে ধান পেকে যাবে তখন ফসল কাটা মাড়াই শুরু হয়ে যাবে ৷

তারপর বাড়ি আসার পথে একটি ফুল গাছে দেখতে পেলাম ফুলে অনেক গুলো ছোট প্রজাপতি গুলো মধু সংগ্রহ করা নিয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে ৷

ফুল গাছে একসাথে ৬ টি প্রজাপতি বসেছে মধু সংগ্রহ করার জন্য কিন্তু সেখানে ৬ টি প্রজাপতি বসে ঠিক ভাবে মধু সংগ্রহ করতে পারছে না একটি দুটো উড়ে যাচ্ছে আবার দুটো প্রজাতির ফুলে গিয়ে বসতেছে এভাবে চলতেই আছে ৷ সেজন্য বুঝাার আর বাকি রইল না তারা একটি ফুলের মধু নিয়েই তাদের মধ্যে উৎপাত শুরু হয়েছে ৷ 😊

IMG_20241103_200043.jpg

সন্ধ্যা বেলা

প্রতিদিনের একটা অভ্যাস রয়েছে রাতের বেলা চৌরাস্তা গিয়ে একটু আড্ডা দেওয়া তেমন আজকেও চৌরাস্তা বাজারে গিয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম ৷

তারপর পাশের দোকানে কেরামবোর্ড খেলছে কিছুক্ষণ খেলা উপভোগ করলাম খেলায় চা নাস্তার বাজেট ছিল খেলে শেষে চা নাস্তা খাইলাম ৷

IMG_20241103_200454.jpg

বাড়ি ফেরার পথে খোলা বিস্কুট কিনে নিলাম প্রতিদিন সকালে মা বাবা আমি মাঝে মধ্যে খাবো তাহলে সকালের বেশ কিছু সময় নাস্তা খেয়েই পার করা যায় ৷

তো বন্ধুরা আজকে এই ছিল আমার সারাদিনের সংক্ষিপ্ত কার্যক্রম যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷ ভালো থাকবেন সকলে !!

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

Sort:  
 22 days ago 

ভাই ফোঁটা যেটা ভাই-বোনের সম্পর্ককে যেন অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা আমার মনে হয়। এই দিনটি আপনার অনেক ভালো কেটেছে, কারণ ভাই-বোন একত্রিত হয়ে অনেক মজা করেছেন।

প্রজাপতির ছবিটা কিন্তু দারুণ ছিল ভাই। প্রজাপতির সাথে শৈশবে অনে মজা করেছি। গরমের ধান চাষ শুরুর পর থেকেই যেন প্রজাপতি আর দেখা যায় না। হয়তো ফসলের জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলেই এই দূর্দশা। যাইহোক, আপনার সম্পূর্ণ দিনের কার্যক্রম সম্পর্কে জেনে খুব ভালো লাগলো।

 21 days ago 

ঠিক বলেছেন দিদি ভাই বোনের সম্পর্ক যেন সব ধরনের সম্পর্ককে হার মেনে দেয় খুব সহজেই ৷ যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মুল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷

ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Loading...
 21 days ago 

Thank you so much for your support 😊❤