Better life with steem || The Diary Game || 31 August, 2024 ||

in Incredible Indialast month

Picsart_24-08-31_11-55-29-280.jpg

সকাল বেলা

IMG_20240831_095710.jpg

HELLO.

everyone

শুভ সকাল বন্ধুরা !! আজও প্রতিদিনের মত করে খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম ৷ বাইরে গিয়ে দেখি আজকেও সেই রোদ এর আভাস পাওয়া যাচ্ছে দীর্ঘদিন যাবৎ ধরেই রোদের উপর বিরক্ত হয়ে আছি রোদের মধ্যে কোন কাজ করতে ভালো লাগে না ৷

যাই হোক ঘুম থেকে উঠে খুব তারাতারি ফ্রেশ হয়ে নিলাম এই দিকে আমার মা ধান সিদ্ধ করতে ব্যাস্ত আমি তারাতারি করে মায়ের কাছে গিয়ে চুলাতে খড়ি দিতে লাগলাম মা বাড়িতে চলে আসলো টুকটাক কাজ গুলো সেরে ফেললো ৷

তারপর আবার মা চলে গেলো আমি বাড়িতে চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য সকালে নাস্তা না খেলে ভালো লাগে না ৷ গতকালকে আমার মা চালের ভাজা তারপর ভুট্টা ভাজা এবং বাদাম ভাজা আরো কি যেন ছিল সব গুলো ভেজে রেখেছে সেগুলো মিলে গিয়ে সব গুলো এক সাথে গুড়ো করে নিয়েছি এভাবে নাকি অনেক ভিটামিন পাওয়া যায় ৷

IMG_20240831_100456.jpg

সেই গুড়া গুলো আজকে চিনির সাথে মিশিয়ে খাইলাম বেশ ভালোই লাগলো খেতে এর আগে এভাবে কখনই খাওয়া হয় নি ৷ আজকে প্রথমবারের মত খেয়ে অনেক সুস্বাদু লাগলো ৷

যাই হোক নাস্তা খাওয়া শেষ করে সিদ্ধ ধান গুলো বাড়ির আঙিনায় নিয়ে গেলাম তারপর চারপাশে ধান গুলো দিয়ে দিলাম যে রোদ উঠেছে বিকেল হতে হতে ধান গুলো তুলে নিতে পারবো ৷

সব কাজ গুলো গুছিয়ে রুমে এসে বিশ্রাম নিলাম তারপর স্টিমিট প্লাটফর্মে গিয়ে কিছু বন্ধুদের পোস্ট পড়ে বেশ কিছু কমেন্ট করলাম ৷ তারপর কারেন্ট চলে যাওয়াতে আবার বাইরে চলে আসলাম ৷

IMG_20240831_100825.jpg

বিকেল বেলা

সব কাজ সেরে ফেলার পর বিকেল বেলা এক খানে যাওয়ার কথা ছিল তাই রেডি হয়ে নিলাম ৷ গতকাল কে আমার পিসিতো বোনের সিজার করা হয়েছে মানে আমার ভাগনি হয়েছে দেখতে যাচ্ছি আজকে ৷

যাওয়ার সময় বোদা বাজারে থেমে ভাগনির জন্য দুই সেট কাপর নিলাম তারপর ঠাকুরগাঁও শহরের উদ্দেশ্য রওনা দিলাম প্রায় ৪০ মিনিট লাগলো যেতে সেখানে পৌঁছে বোনকে ফোন কে দিলাম ক্লিনিকের নাম ছিল প্রাইম ক্লিনিক ঠিকানা মত সেখানে পৌঁছে গেলাম ৷

IMG_20240831_101237.jpg

ভাগনি দেখতে অনেক সুন্দর হয়েছে তারপর ভাগনিকে একটু কোলে নিলাম তারপর তাদের সাথে কিছু গল্প গুজব করে সেখান থেকে বিদায় নিলাম ৷

IMG_20240831_101441.jpg

সন্ধ্যা বেলা

বাড়ির আসার পথে সন্ধ্যা সাড়ে সাত টা বেজে গেছে আগে বাস স্টশন গিয়ে বাসে উঠে পড়লাম ৷ আবারো ৪০ মিনিট লেগে গলো বোদা আসতে ৷

IMG_20240831_101814.jpg

এই দিকে অনেক ক্ষুদাও লাগছে একটি হোটেলে ঢুকে পড়লাম ৷ তারপর আমার খেচুরি পছন্দ তার জন্য খেচুরি নিলাম সাথে মাংস ও সবজী ছিলো ৷

খাওয়া শেষ করে বিল পেমেন্ট করে সিএনজি স্টশনে চলে আসলাম তারপর সিনএনজি করে আমাদের চৌরাস্তা বাজারে চলে আসলাম ৷ তারপর সেখানে একটা ভ্যানে করে চলে আসলাম বাড়িতে ৷

বাড়িতে এসে আর খাওয়া দাওয়া করলাম না , স্নান করে সোজা রুমে এসে পোস্ট লিখতে শুরু করে দিলাম ৷

তো বন্ধুরা সবাইকে জানাই শুভ রাত্রি !! ভালো থাকবেন সকলে ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

Sort:  
Loading...
 last month 

রোদের কারণে যখন প্রচন্ড গরম থাকে তখন আমাদের কোন কাজ করতেই ভালো লাগেনা, কাজ করতে করতে আমরা তখন বিরক্ত হয়ে যাই, আমরা যখন কোন নবজাতক শিশুর খবর শুনি তখন খুব আনন্দিত হয়, এবং তাকে দেখার জন্য যাই, আপনার সারাদিনে কার্যক্রম দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

আপনার ভাগ্নি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে , ,, এবং আজ আপনি তাকে দেখতে গিয়েছিলেন প্রায় ৪০ মিনিট পথ অতিক্রম করে,,,
সত্যি এই আনন্দটা অন্যরকম,,, খুব সুন্দর একটি দিন কাটিয়েছেন দিনশেষে বাড়ি ফেরার পথে আপনার পছন্দের খাবার খাইয়েছেন।

 28 days ago 

মায়ের এক কাজে সাহায্য করা প্রতিটি সন্তানের উচিত।। আর হ্যাঁ শুনে ভালো লাগলো আপনার ভাগ্নি হয়েছে অভিনন্দন জানাই আপনাকে।। আসলে ছোট বাচ্চাদের মধ্যে অন্যরকম এক মা লুকিয়ে আছে তাদের দেখলেই একটা ভালো লাগা সৃষ্টি হয়ে যায়।।

 27 days ago 

এই পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর করে আপনার দিনলিপি তুলে ধরেছেন। মায়ের সাথে ধান সিদ্ধ করা, নাস্তার নতুন উপায়ে স্বাদ নেওয়া, ভাগনির সাথে সময় কাটানো—সবই আপনার দিনটিকে বিশেষ করে তুলেছে। আপনি শেষ পর্যন্ত অনেক কিছু করেও সময় বের করে পোস্ট লিখছেন, যা সত্যিই প্রশংসনীয়।সুস্থ থাকবেন,ভালো থাকবেন, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।