এলোমেলো কিছু ফুলের ফটোগ্রাফি !!🌼

in Incredible India6 days ago

IMG_20241119_193010.jpg

HELLO▶

everyone

আজ রোজ মঙ্গলবার সারাদিন আজকে ফ্রি ছিলাম সেজন্য সময় করে নিয়ে আজকে বিকেল সময়ে কিছু ফটোগ্রাফি করবো বলে বের হয়েছিলাম ৷ কিন্তু যখন শখ করে ফটোগ্রাফি করার জন্য বের হবো তখন কিছুতেই খুজে কোনকিছু ফটোগ্রাফি করার মত কিছু পাওয়া যায় না ৷

কিন্তু অনেক সময় হঠাৎ করেই বেশ কিছু ফুল ফলের ছবি চোখে পরে কিন্তু সে সময়ে ফটোগ্রাফি করার মত কোন পরিস্থিতি থাকে না ৷

তাই আজকে সময় করে বের হয়েছি বেশ কিছু এলোমেলো ফুলের ছবি তুলবো বলে ৷ যাই প্রথমে গেলাম আমাদের পাশের গ্রামে একটি সন্ন্যাসী মন্দিরের ঐখানে সেখানে ছোট কিছু জঙ্গল ছিল আর জঙ্গলের মধ্যে এই সাদা ফুলটিকে দেখতে পেয়েছি এবং ফুলের কাছে গিয়ে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি করে নিলাম ৷

IMG_20241119_193748.jpg

তবে দুঃখের বিষয় হলো যে এই ফুল গুলোর নাম আমি জানি না তবে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ৷

ফুল গুলো দেখতে সাদা দেখতে অনেক টা মাইকফুলের মত চার বিশিষ্ট পাপড়ি রয়েছে এবং গাছ ও পাতা গুলো সবুজ রঙের দেখতে ৷ তবে এই ফুলের গাছ গুলো লতা পাতা দিয়ে বেড়ে উঠে ৷

IMG_20241119_193837.jpg

এই ফুল গুলো সচরাচর জঙ্গলে দেখতে পাওয়া যায় সেজন্য এই ফুল গুলোর সাথে অনেকে পরিচিত না , সেজন্য আমি এই ফুল গুলোর নামও বলতে পারবো না ৷

IMG_20241119_194219.jpg

ফুল গুলো দেখতে সাদা রঙের তারপর পাঁচটি বিশিষ্ট পাপড়ি রয়েছে ৷ গাছ এবং পাতা গুলো সবুজ রঙের তবে এই ফুল সম্পর্কে এইটুকুই বলতে পারবো যে এই ফুল গাছের গাছ থেকে বেশ কিছু ঔষুধি গুনাগুন রয়েছে যেটা আমাদের শরীরের জন্য বেশ উপকারিতায় আসে ৷

IMG_20241119_194304.jpg

ফুলটি একটি ছোট মাকড়সার জালে আটকে রয়েছে সেই সময়ে ফটোগ্রাফি টা করেছি ৷ আসলেই দেখতেই অনেক সুন্দর লাগতেছে ফুল যেমনি থাকুক না কেন বা ফুল যেখানেই পরে থাকুক না ফুল সবসময় দেখতে সুন্দর হয় ৷

IMG_20241119_194538.jpg

এই ফুলের নাম হলো ল্যান্টানা ফুল এই ফুলকে হয়তো সবাই চিনে থাকবেন ৷ বিশেষ করে রাস্তার ধারে এই ল্যান্টানা ফুলের গাছ গুলো খুব দেখা যায় ৷ ফুল গুলো দেখতে অসাধারণ লাগলেও মানুষজন এই গাছের ধারে যায় না ৷ কারণ এই ফুল গাছ থেকে বাজে একটি সুবাস বের হয়ে আসে সেজন্য মানুষজন এই গাছকে তেমন একটা পছন্দ করে না ৷

তবে ফুলের গাছের মধ্যে থোকায় থোকায় ফুল ফুটে তার পাশাপাশি ফুলের বিভিন্ন রং দেখা যায় এই ফুল গাছের মধ্যে ৷

IMG_20241119_195526.jpg

এই ফুলের নাম আমার অজানা এই ফুলের গাছটাকেও আমি রাস্তার পাশে পেয়েছি সেই সুবাদে সাথে সাথে ফটোগ্রাফি করে নিলাম ৷

IMG_20241119_195728.jpg

ফুলের গাছে ফুল টাতে কি সুন্দর ভাবে একটি ছোট প্রজাপতি মধু সংগ্রহ করতেছে যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে ৷ আমরা যখন ছোট ছিলাম তখন এই ধরনের দৃশ্য দেখলে আমরা ছুটে যেতাম প্রজাপতি গুলোকে ধরতে ৷ আর এখন চেয়েই দেখি কি সুন্দর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য ৷

যাই হোক অনেক সময় ধরে ফটোগ্রাফি করা শেষ হলো তারপর চলে আসলাম বাড়িতে ৷ বাড়িতে এসে পুরো পোস্ট লিখতে শুরু করে দিলাম ৷

আজকের মত এখানেই বিদায় নিলাম ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসRedmi note 13 pro +
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yctNbUfy3Svm873NHceMEBkiU7QugfFD3RdWkWB8D5Nn71Vnqc38zTwcdMtsxGBY9bLpzWCxcXrK7yhhF5vsc2ofGXjYS.png

Sort:  
Loading...
 3 days ago 

আজকে আপনি এলোমেলো কিছু ফুলের ফটো করে পিসি শেয়ার করছেন দেখতে বেশ সুন্দরী লাগছে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে সাদা রঙের এই ফুলগুলো।

সব সময় সাদা রঙের ফুলগুলো আমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এলোমেলো কিছু ফটো গ্রাফি আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

 3 days ago 

ভাই আপনি আজকে যে এলোমেলো ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি চমৎকার। বিশেষ করে আমার কাছে তো সব চেয়ে বেশি ভালো লেগেছে মাকড়সার জালে অল্প কিছু পানি দেখা যাচ্ছে ফুলের উপরে এই দৃশ্যটা সত্যি অসাধারণ ছিলো তার পাশাপাশি ফুলের উপরে প্রজাপতি বসে আছে যে দৃশ্য সত্যি আমাদের মনে শান্তি নিয়ে আসে। যাইহোক ভাই এতো সুন্দর কিছু এলোমেলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।