আমার বাংলা ব্লগের অফিসিয়াল চ্যারিটি একাউন্ট এর অডিট রিপোর্ট ০৪ (Audit report of official charity account of Amar Bangla Blog 04)

in আমার বাংলা ব্লগ2 years ago

audit-charity.png


গত ২০ শে জুন ২০২২, আমাদের "আমার বাংলা ব্লগ" কমুনিটির একজন সম্মানিত মডারেটর @tangera ম্যাডাম যিনি বর্তমানে ব্রিটিশ নাগরিক কিন্তু, জন্মসূত্রে বাংলাদেশী তিনি একটি ফান্ড রেইসিং ক্যাম্পেইনের পোস্ট করেন । বাংলাদেশের ভয়াবহতম বন্যার ত্রাণ সাহায্যার্থে তিনি এই ফান্ড রেইসিং ক্যাম্পেইনটা চালু করেন । বাংলাদেশের সিলেটে স্মরণকালের ভয়াবহতম এই বন্যার ত্রাণকল্পে আমাদের ফান্ড রেইসিং ক্যাম্পেইনটা ১০০% ফুলফিল হয়েছে । সবাইকে সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ।

@tangera র ফান্ড রাইসিং পোস্ট এর লিংক : https://steemit.com/hive-129948/@tangera/7mojke


@tangera র কাঙ্খিত এমাউন্ট : ৫,৫০০ স্টিম


ফান্ডরাইসিং থেকে সংগৃহীত ফান্ড আজ ০২ জুলাই ২০২২ @tangera এর পক্ষে কমিউনিটির এক অ্যাডমিন @moh.arif এর steemit ওয়ালেটে ট্রান্সফার করা হয় । এখন নিচে বিস্তারিত সকল রিপোর্ট তুলে ধরা হলো --

Verified Fundraising Event-04 : বাংলাদেশের সিলেটের স্মরণকালের ভয়াবহতম বন্যায় দুর্গতদের পাশে দাড়ানোর আহবান । link : এখানে দেখুন


Raised Funds : ২০ জুন ২০২২ থেকে ৩০ জুন ২০২২ : Total raised funds : 7330.272 STEEM


Funds Moved From @abb-charity to @moh.arif

5500 STEEM


Untitled.png


Percentage of @abb-charity cut fund : 24.97%

একাউন্টের কর্মপদ্ধতি :

১. @abb-charity একাউন্টটি এক্সেস করার ক্ষমতা শুধুমাত্র @rme আর @blacks এর আছে ।
২. একাউন্টটির কোনো ফান্ড চ্যারিটি ছাড়া কোনো অবস্থাতেই অন্য কোনো একাউন্ট এ ট্রান্সফারেবল নয় , এমনকি কমিউনিটি'র অ্যাডমিন এর একাউন্ট ও নয় ।
৩. শুধুমাত্র verified fundraising প্রজেক্টে ছাড়া আর কোথাও ফান্ড ট্রান্সফার করা যাবে না ।
৪. যে কোনো ডোনেশন এর ৫০% steem পাওয়ার হিসাবে @abb-charity একাউন্টে ট্রান্সফার করা হবে । বাকি ৫০% steem ট্রান্সফার করা হবে @abb-charity সেভিংস একাউন্টে ।
৫. যে কোনো fundraising পোস্ট অবশ্যই ১০০% post payout beneficiary হিসাবে @abb-charity কে নির্বাচন করতে হবে । অন্যথায়, চ্যারিটি ফান্ড থেকে কোনো রকম ফান্ড ট্রান্সফার পসিবল হবে না ।
৬. চ্যারিটি ফান্ড শুধুমাত্র ডোনেশন হিসাবে steem একসেপ্ট করতে পারবে । fundraiser কেও শুধুমাত্র steem ট্রান্সফার করতে পারবে ।
৭. @abb-charity র বাড়তি ইনকামের জন্য "amarbanglablog" curation ট্রেইল কে ফলো করতে পারবে ।
৮. @abb-charity র curation reward এর ৫০% একাউন্টে পাওয়ার হিসাবে রেখে বাকি ৫০% পাওয়ার ডাউন করা হবে । লিকুইডেশনের পরে steem সেভিংস ওয়ালেটে ট্রান্সফার করা হবে ।
৯. শুধুমাত্র verified ফান্ডরাইসিং ইভেন্ট ছাড়া কোনো সাধারণ ব্যক্তিবর্গ কে কোনো অবস্থাতেই কোনো ডোনেশন দিতে পারবেন না এই চ্যারিটি একাউন্ট ।
১০. চ্যারিটি ফান্ড থেকে কাউকে কোনো অবস্থাতেই steem ধার, বা ডেলিগেশন দেয়া যাবে না ।

কি ভাবে চ্যারিটি ফান্ডে ডোনেট করবেন

১. চ্যারিটি ফান্ড শুধুমাত্র steem ডোনেশন হিসাবে একসেপ্ট করে, তাই আপনারা শুধু steem-ই ডোনেট করতে পারবেন । সর্বনিম্ন ডোনেশন এর পরিমান ১ steem , সর্বোচ্চ পরিমান : আনলিমিটেড । ডোনেশনটি অবশ্যই @abb-charity একাউন্ট এ করবেন ।
২. সরাসরি steem ডোনেট না করেও আপনারা ডোনেশন করতে পারবেন । সে জন্য পোস্ট করার সময় "Reward Advanced Settings" এ ক্লিক করবেন প্রথমে , একটি পপ আপ উইন্ডো ওপেন হবে, "add account" এ ক্লিক করে স্টিমিট ID র ঘরে দেবেন @abb-charity আর beneficiary percentage এর ঘরে দেবেন যত পার্সেন্ট আপনি আপনার পোস্ট রিওয়ার্ড @abb-charity এর ওয়ালেটে দেবেন সেটা । নিচের ছবি দুটি ভালো করে লক্ষ করুন তাহলে বিষয়টি ক্লিয়ার হবে ।

Untitled2.png

Untitled.png

কি ভাবে চ্যারিটি ফান্ড থেকে ডোনেশন নেবেন

১. প্রথমে আমাদের কমিউনিটি-তে একটা fundraising পোস্ট করবেন । সেখানে যতটা সম্ভব বিস্তারিত বর্ণনা করবেন কেন আপনার ডোনেশন লাগবে, কী উদ্দেশ্যে ডোনেশনটি ব্যবহার করবেন ।
২. পোস্টটির ট্যাগ অবশ্যই "charity abb-charity amarbanglablog fundraising" এই গুলি হবে । নতুবা, পোস্টটি ভেরিফাইড fundraising পোস্ট হিসাবে গণ্য হবে না ।
৩. আপনার fundraising পোস্টে যতটা সম্ভব ডোনেশন campaign সংশ্লিষ্ট বিস্তারিত বর্ণনা, ফোটোগ্রাফস, ভিডিও শেয়ার করতে হবে । মনে রাখবেন আপনি যতটা ভালোভাবে আপনার ডোনেশন এর ব্যাপারটা আমাদের কাছে উপস্থাপন করতে পারবেন তত দ্রুত আপনার ডোনেশন approved হবে ।
৪. সর্বশেষ আপনার desired ডোনেশন এমাউন্টটা অবশ্যই উল্লেখ করবেন ।

◁ ধন্যবাদ ▷

↜ মানুষ মানুষের জন্য ↝

Sort:  
 2 years ago (edited)

সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অসহায় দরিদ্র মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন, খুব ভালো লাগছে দেখে আপনাদের সহায়তার ফলে আমাদের ফান্ড রেইসিং ক্যাম্পেইনটা ১০০% ফুলফিল হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমার বাংলা কমিউনিটিকে এবং আমাদের সকলের প্রিয় দাদা কে দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানোর এই সুযোগটি করে দেওয়ার জন্য।

 2 years ago 

বাংলাদেশের সিলেটে স্মরণকালের ভয়াবহতম এই বন্যার ত্রাণকল্পে আমাদের ফান্ড রেইসিং ক্যাম্পেইনটা ১০০% ফুলফিল হয়েছে ।

এটা সত্যি দারুণ একটা আনন্দময় সংবাদ আমাদের সকলের জন্য, যারা বিশ্বাস করে মানুষ মানুষের জন্যে, যারা বিশ্বাস করে দুঃসময়ে মানুষ মানুষের পাশে থাকা কর্তব্য, আর এটা আরো সহজ করে দিয়েছে আমার বাংলা ব্লগ। ধন্যবাদ আমার বাংলা ব্লগ ধন্যবাদ যারা মানবতায় বিশ্বাস করে পাশে দাঁড়িয়েছে তাদের।

 2 years ago 

যাক অবশেষে ক্যাম্পেইনটা খুব ভালোভাবেই সফল হয়েছে , এইটা ভেবে খুব ভাল লাগলো । তবে সর্বোপরি কৃতজ্ঞ প্রতিষ্ঠাতা ও ইউজারদের প্রতি । যারা ভেবেছে মানুষ মানুষের জন্য। ধন্যবাদ।

 2 years ago 

আলহামদুলিল্লাহ, জেনে অনেক খুশি হলাম যে ,১০০% সহায়তায় আমরাও সিলেট বন্যা ভাসি মানুষের পাশে দাড়াতে পেরেছি। আমার বাংলা ব্লগের সকল সদস্যদের এবং এডমিন মডারেটরদের অনেক ধন্যবাদ এবং আমার বাংলার প্রিয় মানুষটির জন্য আর উনার পরিবারের জন্য সব সময় দোয়া এবং শুভকামনা রইল , তিনি না থাকলে হয়ত আমরা এই সহায়তা ক্যাম্পেইনে সফল হতে পারতাম না, তাই ধন্যবাদ প্রিয় দাদা আপনাকে -ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়।

 2 years ago 

আলহামদুলিল্লাহ এটা জেনে খুব ভালো লাগছে যে ফান্ড রেইসিং ক্যাম্পেইনটি ১০০% ফুলফিল হয়েছে। বলার অপেক্ষা রাখে না এই ফান্ড রেইসিং ক্যাম্পেইনে @rme দাদা অগ্রণী ভূমিকা পালন না করলে কোনভাবেই সফল হতো না। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়াতে পারে আমরা বেশ আনন্দিত। আশা করছি এই ক্যাম্পেইনে প্রাপ্ত অর্থ ক্ষতিগ্রস্তদের অনেক উপকারে আসবে।
ধন্যবাদ।

 2 years ago 

আলহামদুলিল্লাহ,, ১০০% ফুলফিল হয়েছে জেনে খুব ভালো লাগলো।আসলে মানুষের বিপদে মানুষরা যদি এগিয়ে না আসি,তাহলে মানুষ হব কেমনে।যাই হোক ভালো থাকুক এই প্রত্যাশায়। ধন্যবাদ

 2 years ago 

আমাদের ফান্ড রেইসিং ক্যাম্পেইনটা ১০০% ফুলফিল হয়েছে।

আলহামদুলিল্লাহ 🤲
সবাই খুব চমৎকার এগিয়ে এসেছেন এবং সাধ্যমত দিয়েছেন দেখে ভালো লাগলো। আর পরিবারের অভিভাবক সবসময়ই বড় দায়িত্ব পালন করছেন, যেখানে যতটুকু কমতি রয়েছে তা দিয়ে এই মহৎ কাজটা সমাধান করলেন। বন্যা দুর্গত মানুষ কিছুটা হলেও সহযোগিতা পাবে এটা ভেবেই ভীষণ ভালো লাগছে। তাদের দোয়া নিশ্চয়ই বিফলে যাবেনা। বেঁচে থেকো অভিভাবক তুমি দোয়ার বরকতে ✨

 2 years ago 

আমার বাংলা ব্লগ আরো একবার প্রমান করলো মানুষ মানুষের জন্য।এই ক্যাম্পেইনটি সঠিক ও সুন্দরভাবেসম্পন্নহওয়ারজন্য,সম্মানিত,
প্রতিষ্ঠাতাদাদা সহ সকলকে আন্তরিকভাবে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি♥♥

 2 years ago 

@abb-charity মানেই আমাদের অনুপ্রেরণা। "মানুষ মানুষের জন্য" এই স্লোগান সামনে রেখে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তার কিছুটা অংশীদার হতে পেরে সত্যিই অনেক বেশী ভাল লাগছে। ধন্যবাদ প্রিয় আমার বাংলা ব্লগ।

 2 years ago 

সিলেটের ভয়াবহ এই বন্যার কারণে ফান্ড রেইসিং ক্যাম্পেইনটি ১০০% ফুলফিল হয়েছে এটা দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। তাদের পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি তারা এই ফান্ড থেকে অনেক উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।