"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৪৩ [ তারিখ : ২১ -০৬ -২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @neelamsamanta


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

নাম: নীলম সামন্ত। জাতীয়তা: ভারতীয়। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছেন। বর্তমানে বেশ কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছেন। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ তাঁর প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা। তিনি স্টিমিটে যুক্ত হয়েছেন ২০২৪ সালের মে মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


হাতে হাত রেখে সাথীর সাথী হয়ে ওঠা।। স্টিমিট ও আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসার গল্প।। by @neelamsamanta ( ২১.০৬.২০২৪ )

আমার বাংলা ব্লগে আসার পর থেকে আমি অনেকবারই ভেবেছি এই পোস্টটা শেয়ার করার কথা। কিন্তু সময়ের অপেক্ষা করেছি। ভেবেছিলাম কোন এক বিশেষ দিনে আমার বন্ধুকে উপহার হিসেবে দেব। আসলে আমাদের বাসস্থান গত দূরত্ব এতই বেশি যে আমি চাইলেই কোন কিছু দৌড়ে গিয়ে দিয়ে আসতে পারি না। হয়তো ডাক মাধ্যমে সম্ভব, কিন্তু আজও সেভাবে জেনে উঠতে পারিনি। কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়, একদিন আমি ঠিক জেনে নেব। এক মাসের সামান্য বেশি কিছুদিন হয়েছে আমাদের আলাপ। আমাদের মানে আমার আর সেলিনা সাথীর। সেদিন বেশ সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়ে কলকাতা গিয়েছিলাম, ডেকেছিলেন পূবালী দেব দিদিভাই, কিছু কাজ মিটিয়ে কলেজস্ট্রিট পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেছিল। কলেজস্ট্রিটের রাজর্ষী হোটেলে যেতে বলেছিলেন দিদিভাই৷ সে এক পুরনো বাড়ি! সিঁড়ি উঠেই যাচ্ছি ঘর আর আসে না৷…


বন্ধুত্ব একটি অন্যরকম সম্পর্ক। বন্ধুত্বগুলো শুরু হতে খুব বেশি আয়োজনের প্রয়োজন হয় না। কোন একটি তুচ্ছ ঘটনা বা কোন একটি সাধারণ মুহূর্তের মধ্য থেকেই জীবনের অনেক দামি বন্ধুত্বগুলোকে খুঁজে পাওয়া যায়। নিলম সামন্ত এবং আমাদের কমিউনিটির সেলিনা সাথী আপুর বন্ধুতের গল্পটি ফুটে উঠেছে আজকের ফিচার আর্টিকেলে।

মাত্র এক থেকে দেড় মাসের পরিচয়। ভিনদেশী দুই কবির আলাপ হয়। আলাপ থেকেই শুরু হয় একসাথে কিছুটা সময় কাটানো। ঘুরতে যাওয়া, ছবি তোলা, কিছু কেনাকাটা করা, কিছু খাওয়া দাওয়া এরই মধ্য দিয়ে দুজনের সম্পর্ক গভীর হতে থাকে। একটা সময় গিয়ে তাঁরা উপলব্ধি করতে পারে দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে উঠেছে।

কয়েকদিন খুব সুন্দর সময় কাটিয়ে বিদায়ের মুহূর্তটা ছিলো তাদের কাছে বেদনাদায়ক। সেলিনা সাথী আপু ফেরার সময় নিলম ম্যাডামকে একটি বইও গিফট করে এসেছিলেন৷ নিলম ম্যাডাম বইটি রেখে দিয়েছেন স্মৃতি হিসেবে। বন্ধুকে স্মরণ করে তিনি একটি আর্টিকেল ও লিখেছেন। এই আর্টিকেলটি আজকের ফিচার আর্টিকেল হিসাবে ঘোষণা করা হচ্ছে।


3.PNG

ছবিটি @neelamsamanta আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 6 months ago 

অসম্ভব আনন্দিত হলাম মুহুর্তেই৷ আজকের ফিচারড আর্টিকেল এ আমার নিজের নাম যা আমি নিজেই আশা করিনি৷

স্টিমিটে যার হাত ধরে এসেছি তাকে নিয়ে একটু পরিচিত মুখ হলেই পোস্ট দেব আগে থেকেই ভেবে রেখেছিলাম। জানি না কতখানি পরিচিত আপনাদের মাঝে, তবে আমাদের সহজ বন্ধুত্বের কাছে আমি আরও সহজ হয়ে উঠেছি৷

অনেক অনেক ধন্যবাদ জানাই এমন খুশি দেবার জন্য। এবিবি কে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা সহ অনেক অনেক শুভকামনা।

আমি চেষ্টা করব আরও ভালো কিছু লিখে যেতে নিয়মিত৷

🙏🙏🙏

 6 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। কিছুক্ষণ আগেই এই পোস্ট আমি পড়েছি। দুজনের বন্ধুত্বের গল্পটা সত্যিই দারুন ছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দারুন একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেলে নির্বাচিত করা হয়েছে দেখে খুবই ভালো লেগেছে।

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগছে। আজকে যে ফিচারড আর্টিকেল পোস্টটি নির্বাচিত করেছেন সেটা আসলে অনেক ভালো ছিল। এই গল্পটি আমার কাছে ভীষণ ভালো লাগছে। এবং আমি মনে করি ভবিষ্যতে আরো অনেক সুন্দর আর্টিকেল আমরা দেখতে পারবো।

 6 months ago 

বন্ধুত্ব সত্যি অনেক সুন্দর একটি সম্পর্ক। কোন আয়োজন করে বন্ধুত্বের শুরু হয় না। তবে বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন থেকে যায়। এই পোস্ট এখনো পড়া হয়নি। তবে সময় পেলে পড়ার চেষ্টা করবো।

 6 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক বেশি ভালো লেগেছে। নিলাম দিদির এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তিনি অনেক সুন্দর একটা ব্লগ আমাদের মাঝে শেয়ার করেছেন। সাথী আপুর অনেক কাছের মানুষ হয়ে ওঠা আর বাংলা ব্লগে আসার গল্পটা অনেক সুন্দর করে তিনি শেয়ার করেছেন। সবকিছু ওনার এই পোষ্টের মাধ্যমে জেনে নিতে পেরে ভালো লাগলো।

 6 months ago 

প্রথমেই আমার পক্ষ থেকে @neelamsamanta দিদিকে জানাই অনেক অনেক অভিনন্দন। আপনি অনেক সুন্দর করে এই আর্টিকেলটা লিখেছেন। সাথী আপুর সাথে পরিচিত হওয়া, ওনার আপনজন হওয়া, আর আমার বাংলা ব্লগে, আশা সবকিছুই সুন্দর করে এখানে উপস্থাপন করেছেন। স্টিমিটের যাত্রাটা অনেক সুন্দর করেছে তুলে ধরেছেন। ওনার এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

বন্ধুত্ব সম্পর্কটা অনেক গভীর। যার কাছে মনের সব কথা প্রকাশ করা যায়।বন্ধুত্ব সম্পর্কটা সারা জীবনের।ফিচারড আর্টিকেলের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। দুজনের বন্ধুত্ব সম্পর্কের পোষ্টটি বেশ দারুন ছিল।পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

বন্ধুত্ব ছোট বড় ধনী গরিব জাত -অজাত,ধর্ম -বর্ণ দেশ দেখে কখনো হয় না। এটা আত্মার সম্পর্ক। যেমনটা আমাদের দুজনের। আর এই সুন্দর পোস্টটি ফিচারড আর্টিকেলে স্থান পাওয়াতে মন থেকে অনেক বেশি খুশি হয়েছি।
অনেক অনেক শুভকামনা বন্ধু তোমার জন্য 💕