"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫১০ [তারিখ : ০৮-১২-২০২৪]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @emon42
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখক: ইমন হোসেন। জাতীয়তা: বাংলাদেশী। ইমন ভাই বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পাঠরত। তবে তার কথায়, উনি লেখাপড়া টা সিরিয়াসলি করেন না তবে লেখালেখিটা বেশ পছন্দ করেন। সেই সাথে ফুটবল খেলা অনেক পছন্দ করেন, পছন্দের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো 😁। ভাইয়ের প্রিয় লেখক জীবনানন্দ দাস। ইমন ভাই, ২০২০ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তন!! emon42 (Date ০৮.১২.২০২৪)
২০ মে, ২০১৪, ফাইনাল ম্যাচের ৯২ মিনিট, রিয়াল মাদ্রিদ ১-০ গোলে পিছিয়ে, ৯৩ মিনিটের গোলে রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরে এলো। যেন সিনেমা। ক্লাবের প্রতি ভালবাসা তার আগে থেকেই ছিল, আসলে রিয়াল মাদ্রিদ আমার সবচাইতে পছন্দের ফুটবল ক্লাব, হয়তো তাদের ঐতিহাসিক পরম্পরার জন্যই পছন্দ, হয়তো আমার সবচাইতে পছন্দের খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেখানে খেলতো সেজন্য পছন্দ। যারা ফুটবল খেলা অল্প হলেও দেখেন তারা জানেন রিয়াল মাদ্রিদ যে কোন জায়গা থেকে ফিরে আসতে পারে। আর বারবার সেটাই প্রমাণ করে আসে। ফুটবল দেখার আর সময় নেই কারণ খেলা যা হয় সবই ভোররাতে। অত রাত পর্যন্ত তো জেগে থাকা সম্ভব নয় সেজন্য খেলা অনেক দিনই দেখা হয় না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির রাজা রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে খুবই খারাপ পরিস্থিতিতে চলছে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে একের পর এক হার।
ইমন ভাইয়ের পোস্ট পড়ে দেখলাম, রিয়াল ফিরে আসার যাত্রা শুরু করেছে। আহা! খেলা নিয়ে আমার বাংলা ব্লগে পোস্ট খুবই কম হয়, তাই অনেকদিন পরে খেলার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো। যারা খেলা দেখেন না, তাদের বলবো ইমন ভাইয়ের পোস্ট টি পড়ুন রিয়াল মাদ্রিদের প্রেমে পড়ে যাবেন। 😉
আহ দাদা আর কী বলব। ২০১৩ থেকে রিয়াল মাদ্রিদের ফ্যান আমি। বায়ার্নের সাথে ঐরকম হারের পর যেভাবে রিয়াল মাদ্রিদ ফিরেছে। রিয়াল মাদ্রিদ একটা ভালোবাসার নাম একটা আবেগের নাম একটা অনুপ্রেরণার নাম। ধন্যবাদ আমার পোস্ট টা ফিচার্ড পোস্ট হিসেবে সিলেক্ট করার জন্য।।
খেলাধুলা বিষয়ে খুব একটা বুঝিনা। তবে যারা খেলাধুলা পছন্দ করে তাদের কাছে খেলাধুলা বিষয়ক পোস্ট পড়তে অনেক ভালো লাগে। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। ইমন ভাইয়াকে অভিনন্দন জানাচ্ছি।
আগে আমি খেলাধুলা অনেক বেশি থেকে থাকতাম। যা আমার অনেক বেশি পছন্দের ছিল। তবে এখন আর ওগুলোর প্রতি আমার আগ্রহ নেই। কারণ সারাক্ষণ ব্যস্ততার মধ্যেই দিন কাটে। রিয়াল আমারও অনেক বেশি পছন্দের। আসলে তার বিষয়ে জানলে যে কেউ প্রেমে পড়বে। আর সে ফিরে আসার যাত্রা শুরু করেছে এটা শুনে ভালো লেগেছে। এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।
বেশ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে।ইমরান ভাই বেশ সুন্দরভাবে পোস্টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।যদিও খেলাধুলার ব্যাপারটা তেমন বুঝি না তারপরও পোস্টি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
খেলা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই বললেই চলে। তবে এখানে পড়ে অনেক ভালো লাগলো। আজকের ফিচার্ড আর্টিকেলে একটা খেলা বিষয়ক পোস্ট মনোনীত হয়েছে দেখে ভালো লেগেছে। তবে এটা পড়ে বুঝতে পারলাম রিয়াল মাদ্রিদ সবারই অনেক বেশি পছন্দের। এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।