"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৮৫ [তারিখ : ১২-১১-২০২৪]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @selina75
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখিকা: সেলিনা আখতার শেলী। জাতীয়তাঃ বাংলাদেশী। বর্তমানে গৃহিনী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকেন। ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা তার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি তার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে তিনি নিজেকে গর্বিত মনে করেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
উড়ন্ত প্রজাপতির থ্রিডি আর্ট।। by @selina75 (তারিখ ১২-১১-২০২৪)
ছবি তো নয় যেন মনে হচ্ছে একটা প্রজাপতি উড়তে চলেছে। প্রথমে পোস্টটা দেখে আমার তো তেমনিই মনে হয়েছিল। বাস্তবিক ধরনের বানানো হাতে আঁকা ছবি দেখতে খুব ভালো লাগে। কেন জানি মনে হয় রিয়ালিজমের সাথে একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে এই ছবিগুলোর মধ্যে। মূলত আমরাও চাই আমার বাংলা ব্লগে সদস্যরা বেশি করে তাদের ইউনিক শৈল্পিক দিকটা ব্লগ আকারে তুলে ধরুক। সেজন্য প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নজর ঘোরালে সুন্দর হাতে আঁকা ছবি, DIY পোস্ট দেখতে পাওয়া যায়।
থ্রিডি আর্ট যেমন সময় সাপেক্ষ, তেমনি শক্ত। কারণ প্রত্যেকটা পেন্সিলের স্ট্রোক এবং প্রত্যেকটা রংয়ের স্ট্রোক একদম সুনির্দিষ্টভাবেই দিতে হবে তাহলেই থ্রিডি আর্ট ফুটে উঠবে। আজ আমার বাংলা ব্লগ স্ক্রল করতে গিয়ে @selina75 এর পোস্ট দেখতে পেলাম। প্রথমে তো দেখে ভেবেছিলাম প্রজাপতি সত্যিই কারের উড়ছে। তারপর পোস্টটা খুলে সম্পূর্ণ পড়ে বুঝলাম, আসলে সেটা হাতে আঁকা ছবি। আমার কাছে দুর্দান্ত লেগেছে। আশা করবো আপনাদেরও তার ছবিটি ভালো লাগবে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে করলে প্রজাপতি উড়ে না যায়। সাবধান। হাঃ হাঃ।
আজকের ফিচারড আর্টিকেল হিসেবে সেলিনা আপুর এত সুন্দর একটি থ্রিডি আর্ট নির্বাচন করা হয়েছে দেখে খুবই খুশি হলাম।আপনার মত আমিও প্রথমে ভেবেছিলাম কাগজের উপর প্রজাপতি উড়ে যাচ্ছে। পরে টাইটেল দেখে বুঝলাম এটি থ্রিডি আর্ট।সেলিনা আপু চমৎকারভাবে প্রজাপতির থ্রিডি আর্ট করেছে।আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
@selina75 আপুকে অভিনন্দন জানাই। আপু সবসময়ই খুব সুন্দর সুন্দর আর্ট শেয়ার করেন। আজকের এই আর্ট সত্যিই খুব সুন্দর হয়েছে। প্রজাপতি কে দেখে মনে হচ্ছে উড়ার চেষ্টা করছে। থ্রিডি আর্ট করা খুবই সময়সাপেক্ষ। তাছাড়া থ্রিডি ভাব ফুটিয়ে তোলা খুবই কঠিন ব্যাপার। ধন্যবাদ আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে @selina75 আপুর আর্ট পোস্ট সিলেক্ট করার জন্য।
ফিচারড আর্টিকেল হিসেবে আমার আজকের পোস্টটি মনোনীত করায় আমার বাংলা ব্লগ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এধরণের স্বীকৃতি ভালো কাজ করতে উৎসাহিত করে। আমি চেষ্টা করি প্রতিটি কাজ যত্ন ও মনোযোগের সাথে করতে। আপনাদের সমর্থন ও সহযোগিতা আগামিতে আরো ভালো কাজ করতে দায়বদ্ধ করে তোলে। আগামিতে সেই দায়বদ্ধতা থেকেই কাজ করার চেষ্টা করবো। আশাকরি আপনাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
প্রথমেই সেলিনা আপুকে জানাই অনেক অনেক অভিনন্দন। সেলিনা আপু অনেক সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছো। উড়ন্ত প্রজাপতির এই থ্রিডি আর্ট দেখে আমি একেবারে মুগ্ধ। দেখে মনে হচ্ছে প্রজাপতি টা সত্যি উড়ছে। আপুর এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।
দারুন একটা পোস্ট দেখেছি তো আজকের এই ফিচার্ড আর্টিকেলে। সেলিনা আপু অনেক সুন্দর একটা প্রজাপতির থ্রিডি আর্ট করেছে। আপুর এই আর্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখে তো মনে হচ্ছে প্রজাপতিটা উড়ে যাচ্ছে নিজের গন্তব্যে। ধন্যবাদ এই পোস্টটা ফিচারড হিসেবে সিলেক্ট করার জন্য।
সেলেনা আপুর প্রজাপতির থ্রিডি আর্ট পোস্টটি আসলেই খুব সুন্দর ছিল। সত্যি যেন মনে আছে প্রজাপতি উড়ে যাচ্ছে। কালার কম্বিনেশন এর সাথে দারুন ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে সংযুক্ত করার জন্য।