"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৩২ [ তারিখ : ১০.০৬.২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohamad786


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - মোঃ ফয়সাল আহমেদ । বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করেন। তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করেন। তিনি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসেন এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে অনেক কিছু তৈরি করতে উনার খুবই ভালো লাগে। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০১৯ সালের জুলাই মাস এ।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৫ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-06-10-19-23-13-962-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


WpSyRE71TegN5C7LSS5xje6yiK2w5Ko3karC1Nk8PnNZHbyRm1nyKrosQyUGFLtF99aFZoYZgcmYzrGr2aXGioZTyMaFSp21CivyDtzUXP...Yd5G39jtdS7qwfDvNULFqiRhjgJpNW5NVJAaEcvMxakrHC4WzBidu2MK3FZETFKvQqXBHAwYH8Emxdn5U6GfDFkXe59GUPKwwDP2JDeuPfKW9hT8FVvTkgdiHL.png

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেতে উঠেছে আমার বাংলা ব্লগ... @mohamad786 (10-06-2024 )

আমার বাংলা ব্লগে এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান আর মাত্র একটি দিন পরেই। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হাজারো আয়োজন করা হয়েছে। আসলে দেখতে দেখতে আবারো একটি বছর পার করলাম। এইতো মনে হচ্ছে কয়দিন আগেই দ্বিতীয় বর্ষপূর্তি আমরা সবার সাথে আনন্দময় মুহূর্তগুলো উপভোগ করলাম।.


আজকের এবিবি ফিচার্ড পোস্ট বাছাই করার সময় উনার পোস্টটি চোখে পরাতে ভাবলাম পোস্টটি একটু পড়ে দেখি। কারণ, যেহেতু আমার বাংলা ব্লগ। অর্থাৎ আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি নিয়ে লেখা। তাই ভাবলাম যে একটু না পড়লেই নয়। আর সত্যি কথা বলতে, পোস্টটি পড়ে আমার অসম্ভব ভালো লেগেছে।

আসলে উনার পোস্টে যে কথাগুলো লেখা রয়েছে। সেসব শুধুমাত্র মনের কথা নয়। আমার বাংলা ব্লগের সকলের কথা। কারণ আমি বিশ্বাস করি যে, আমার বাংলা ব্লগের সকলেই আমরা ঠিক এভাবে চিন্তা করি। কারণ উনি একটা কথা সত্যি শতভাগ সঠিক বলেছেন যে, দাদার মতোন মানুষ লক্ষ কোটিতে একজন ই হয়। তিনি আমাদের যেভাবে আগলে রেখেছেন। সেভাবে করে কোনো অভিভাবক পাওয়া ভাগ্যের ব্যাপার। কারণ তিনি আমাদের প্রতিটি মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন। সবসময় আমাদেরকে সবার সফলতার সিড়ি হন।এভাবেই আমাদের জীবনে সফলতায় নিজের অংশীদারিত্ব রেখেছেন বারবার। কিন্তু যেটার অহংকার কিংবা যেটার গৌরব তিনি জীবনেও করেননি।

ভালোবাসা যেমন মুখে প্রকাশ করা যায় না, ঠিক তেমনটাই আমার বাংলা ব্লগ নিয়ে আমরা সকলে কেমন অনুভব করি। সেটাও আসলে লিখে বা মুখে বলে প্রকাশ করা সম্ভব নয়। কারণ এটা আমাদের সকলের মনে রয়েছে, আমরা সকলেই জানি। আশা করছি আমরা সকলেই সময়টা দারুন ভাবে উদযাপন করবো। অনেক মজা হবে, অনেক আনন্দের সাথে আমরা সকলেই আমাদের তৃতীয় বর্ষপূর্তিটিকে একেবারে স্মরণীয় ভাবে উদযাপন করবো।


WpSyRE71TegN5C7LSS5xje6yiK2w5Ko3karC1Nk8PnNZHbyRm1nyKrosQyUGFLtF99aFZoYZgcmYzrGr2aXGioZTyMaFSp21CivyDtzUXP...Yd5G39jtdS7qwfDvNULFqiRhjgJpNW5NVJAaEcvMxakrHC4WzBidu2MK3FZETFKvQqXBHAwYH8Emxdn5U6GfDFkXe59GUPKwwDP2JDeuPfKW9hT8FVvTkgdiHL.png

ছবি গুলো @mohamad786 এর ব্লগ থেকে নেওয়া

উনার লেখার মান এবং ধরণ খুব সুন্দর ছিলো। সে সাথে পোস্টের মার্কডাউন, পোস্ট এর বানান সবকিছুই একেবারে পারফেক্ট ছিলো। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে থাকবেন এবং আরো সুন্দর সুন্দর লেখা আমাদের সঙ্গে শেয়ার করবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last month 

আজকের ফিচারড আর্টিকেল আমার নামটি দেখে আমি খুবই আনন্দিত। আসলে আমি ভাবিনি যে আমার নাম এই ফিচার পোস্টে আসবে। সত্যিই আমি প্রথম প্রথম ফিচারড পোস্ট আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার খুবই ভালো লেগেছে, এডমিন মডারেটরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সিলেক্ট করার জন্য।

 last month 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। ফয়সাল আহমেদ ভাইয়া অনেক সুন্দর করে নিজের অনুভূতি তুলে ধরেছেন। উনার পোস্ট পড়ে সত্যিই ভালো লেগেছে। দারুন লিখেছেন উনি।

 last month 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে ফয়সাল ভাইয়ার নাম দেখে অনেক বেশি ভালো লেগেছে। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে তিনি অনেক সুন্দর করে স্মৃতি কথা মূলক রচনা আমাদের মাঝে তুলে ধরেছেন। তিনি অনেক সুন্দর করে নিজের প্রত্যেকটা অনুভূতি আমাদের মাঝে ভাগ করে নিয়েছে। অসংখ্য ধন্যবাদ ওনার পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য।

 last month 

আজকের ফিচারড আর্টিকেলের পোস্টটি দেখে বেশ ভালো লাগলো। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে
আমার বাংলা ব্লগ নিয়ে ভাইয়া বেশ দারুন কিছু অনুভূতি নিজের মত করে প্রকাশ করেছেন যা সত্যিই প্রশংসনীয়।তার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে নির্বাচিত করার জন্য ।

 last month 

বাংলা ব্লগের প্রতি আমাদের যে ভালোবাসাটা রয়েছে এটা আমরা যতই বলবো ততই শেষ হবে না। আর দাদার প্রতি কৃতজ্ঞ যতই জানাবো ততই কম হবে। ফয়সাল আহমেদ ভাই অনেক সুন্দর করে এই লেখাটা লিখেছেন। যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে ফিচারড় আর্টিকেলে দেখে। অনেক সুন্দর করে তিনি নিজের অনুভূতিগুলোকে তুলে ধরেছেন। উনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।